সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৭ থেকে ১২ আগস্ট ২০২১ পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।
কোথায়, কখন ও কিভাবে
- আগাম ৭ থেমে ১২ই আগস্ট পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে।
- সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায়ও প্রতি ওয়ার্ডে ৭ থেকে ১২ই আগস্ট পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।
- যাদের বয়স ১৮ বছর বা তদুর্ধ্ব তাদেরকে জাতীয় পরিচয়পত্র সহ নির্ধারিত টিকা কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে
- প্রথম ২ ঘন্টা শুধুমাত্র নারী ও ৫০ বছরের উর্ধ্বে সকল পুরুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
- যারা ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন তাদেরকে নিবন্ধনের সময় উল্লিখিত টিকা কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পরে করণীয়
- ভ্যাকসিন নেওয়ার পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন।
- ভ্যাকসিন নেওয়ার পর যে কোন রকম শারীরিক সমস্যা/অসুবিধা হলে সাথে সাথে টিকাদান কর্মীকে খবর দিন। প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
- মনেরাখবেন কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরেও জরুরী কাজে ঘরের বাইলে গেলে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। একে অপর হইতে অন্তত ৩ ফুট শারিরিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাান ও পানি দিয়ে ঘন ঘন ২০ সেকেন্ড ধরে দুই হাক ধুতে হবে। হাটিঁ কাশির সময় হাত/রুমাল দিয়ে নাকমুখ ঢেকে নিতে হবে।
টিকা কেন্দ্রে আসার সময় অবশ্যই মাস্ক পরতে হবে।
সূত্র: স্বাস্থ্য বিভাগ