১ লক্ষ টাকা বিনিয়োগে নতুন উদ্যোক্ত নিবন্ধন হতে আজই অনলাইনে আবেদন করুন –একসেবা ডিজিটাল সেন্টার রেজিস্ট্রেশন করে উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান– ইউডিসি উদ্যোক্তা ২০২২
ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি? – অবাধ তথ্য প্রবাহ জনগনের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে অনগ্রসর জনগনের মাঝে তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আনায়ন করা সম্ভব। ইউআইএসসিতে উল্লেখযোগ্য সুবিধাসমূহের মধ্যে রয়েছে- খুব কম সময়ে ও কম খরচে দেশে-বিদেশে যোগাযোগ স্থাপনের জন্য ইন্টারনেট সংযোগ; ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শত-সহস্র ওয়েব-সাইটে ব্রাউজ করে জ্ঞান-বিজ্ঞানের আদান-প্রদান করার সুবিধা; অফলাইন তথ্যভান্ডারে ভিভিও, অডিও, এনিমেশন এবং টেক্সট ফরম্যাটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার, বিভিন্ন সরকারী ফরম প্রভৃতি বিষয়ক তথ্য ও সেবা। ডিজিটাল সেন্টার স্থাপনের আবেদন করুন
আরো থাকবে কম খরচে কম্পিউটারসহ বিভিন্ন দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা এবং কম্পিউটারসংশিষ্ট বিভিন্ন বাণিজ্যিক সেবা, যেমন – স্বল্প মূল্যে কম্পোজ, প্রিন্টিং, ফটোকপি, ফটোতোলা, স্ক্যানিং প্রভৃতি সেবা। একসেবা নিবন্ধন করুন এখনই
সরকার ও উদ্যোক্তার সম্পর্ক? সরকার ও একজন উদ্যোক্তার মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক গড়ে উঠে। সরকার উদ্যোক্তাকে কোন বেতন ভাতাদি দেবে না। পরিশ্রম করার প্লাটফর্ম দেবে যেমন- কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত কক্ষ বরাদ্দ প্রদান করে। সেবা কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ফার্নিচার ক্রয় ও সরবরাহ করা;- বিদ্যুত সংযোগ, পানির সংযোগ ও অন্যান্য প্রযোজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করে থাকে। আরও অতিরিক্ত কোন সরঞ্জামাদি প্রয়োজন হলে উদ্যোক্ত নিজে মুলধন বিনিয়োগ করবে। উদ্যোক্তা মূলত জনগনের সেবা নিশ্চিত করেই আয় করবেন। Uddokta Support
ইউডিসি উদ্যোক্তা নিয়োগ নীতিমালা ২০১৩ – নাগরিকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সেবা ইউআইএসসিতে না থাকলে, সেসব সেবা নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার প্রদত্ত উপকরণ রক্ষণাবেক্ষন ও মেরামতের দায়িত্ব উদ্যোক্তাকে গ্রহন করতে হবে। প্রয়োজনে নিজে বিনিয়োগ করে উপকরণ বাড়াবেন এবং ইন্টারনেট, বিদ্যুৎ পানি সহ অন্যান্য মাসিক সার্ভিস নিজ আয় হতে নিয়মিত পরিশোধ করবেন। উদ্যোক্তা যেহেতু কোন বেতনভূক্ত কর্মচারী নন বিধান চেয়ারম্যান ইউআইএসসিকে সচল রাখা, আয় বৃদ্ধি ও চেকসইকরণের ক্ষেত্রে সকল প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।
ইউনিয়ন দক্ষ উদ্যোক্তা নিজে নতুন উদ্যোক্তা তৈরিতে সাহায্য করবেন / ইউনিয়ন পরিষদ বিনা ভাড়ায় এক বা একাধিক উপযুক্ত কক্ষ বরাদ্দ কতে হবে।
একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি একজন করে নারী ও পুরুষ বিকল্প উদ্যোক্তা নির্বাচন করে রাখতে হবে।
সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা গণের নামে তালিকা দেখুন: ডাউনলোড
উদ্যোক্তা নির্বাচনের শর্তাবলী । উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ২০২২
- স্থানীয় উদ্যোক্তা (শিক্ষিত বেকার যুবক)- যার ২০,০০০ – ৫০,০০০ বা তারও অধিক টাকা বিনিয়োগ করার সামর্থ্য ও আগ্রহ রয়েছে;
- যিনি উদ্যোগী, পরিশ্রমী ও সংগঠক;- এলাকার জনগণকে তথ্য সেবা গ্রহণে আগ্রহী করে তোলার জন্য প্রয়োজনী উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করার আগ্রহ ও দক্ষতা;
- এলাকায় যিনি স্থায়ীভাবে বসবাস করছেন;
- নৈতিক স্খলন বা শৃঙ্খলা বিরোধী কাজে অভিযুক্ত নয়;
- যার কম্পিউটার পরিচালনা ও তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা বা আগ্রহ আছে;
- যার ইউনিয়ন পরিষদের সহায়তায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য তথ্যসেবা নিয়ে কাজ করার আগ্রহ আছে।
কম্পিউটার ব্যবহার জানা ছাড়া উদ্যোক্তা হওয়া যাবে না?
কে উদ্যোক্ত হতে পারবেন? – কম্পিউটার ব্যবহারের নূন্যতম ধারনা রয়েছে এলাকার এমন শিক্ষিত যুবকদের মধ্য থেকে উদ্যোক্তা নির্বাচন করতে হবে। তবে মহিলা এবং বেকার যুবকদের অগ্রাধিকার দিতে হবে। ‘ইউআইএসসি পরিচালনা কমিটি’ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে উদ্যেক্তা নির্বাচন করবে। ইউআইএসসি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত উদ্যোক্তাগণ ইউনিয়ন পরিষদের নিয়োগপ্রাপ্ত কর্মচারী হবেন না। ইউআইএসসি স্থাপনের মোট খরচের একটি অংশ তারা প্রদান করবেন। বিনিময়ে তারা ইউআইএসসি স্থাপনের পরবর্তী তিন বছর ইউআইএসসি থেকে প্রাপ্ত আয় নিজেরা গ্রহণ করবেন। তিন বছর পর উদ্যোক্তা ও ইউনিয়ন পরিষদের পারষ্পরিক স্বার্থ বিবেচনায় রেখে ইউনিয়ন পরিষদ আয়-ব্যয়ের বন্টন নীতিমালা নির্ধারন করবে।
Uddokta Support-Support team
সাপোর্ট নাম্বর: +৮৮০১৭৪২০২৪৩৮৬ সকাল ৯টা থেকে বিকেল ৫টা (সরকারি ছুটির দিন ব্যাতিত)