এটিএম কার্ড কি? ATM কার্ড ব্যবহারের সুবিধা সমূহ

এটিএম কার্ড কি? ATM কার্ড ব্যবহারের সুবিধা সমূহ

এটিএম কার্ড ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে – অতিরিক্ত সুবিধার জন্য শুধু এটিএম কার্ড নিলেই হবে না – ATM কার্ড ব্যবহারের সুবিধা ২০২২

ATM Visa Card – এটিএম কার্ড হল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নির্ধারিত একটি প্লাস্টিকের কার্ড যাকে ভার্চুয়াল কার্ড বলা যেতে পারে যেটির সাহায্যে এটিএম মেশিন থেকে টাকা তুলা, টাকা জমা করা , অনলাইনে কেনাকাটা বা অনলাইনে মানি টান্সফার করতে পারবেন। Sonali Banking Service । সোনালী ব্যাংক ডেবিট কার্ড চার্জ, ডিপোজিট ও ঋণ সুবিধা ২০২২

এটিএম কার্ড কিভাবে ব্যবহার করবেন ? প্রথমে এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন নিয়ে প্রবেশ করান বা swipe করুন। তারপর আপনারা “Please Select Language” এই অপশনটি দেখতে পাবেন তো আপনার সুবিধামতো ভাষা সিলেক্ট করবেন। তারপর আপনাকে ATM card এর পিন কোড দিতে হবে তো আপনারা সঠিক ভবে এটিএম কার্ডের পিন কোড টি দিয়ে দিবেন। আপনারা যদি তিনবার ভুল পিন কোড দিন তাহলে সেইদিন আপনারা এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারবেন না। Payoneer টু Bkash রেমিটেন্স আনুন মুহুর্তেই।

সুতরাং আপনারা সঠিকভাবে এটিএম এর পিন কোড টি দিবেন। আপনাদেরকে এটিএম থেকে টাকা তোলার প্রসেস টি দেখাচ্ছি তো সেজন্য আপনারা Withdraw অপশন এ ক্লিক করবেন। তারপর আপনারা “please Aelect Account Type” এই লেখা টি দেখতে পাবেন। তো আপনার ব্যাংক একাউন্ট Savings না Current সেটি সিলেক্ট করবেন (আমাদের বেশির ভাগই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট)। তারপর আপনারা Enter Amount অর্থাৎ কত টাকা তুলতে চান সেটা টাইপ করবেন তারপর আপনারা Yes বা Correct অপশন দেখতে পাবেন তো আপনার আশে অপশনটিতে ক্লিক করবেন। তারপর যত টাকা টাকা টাইপ করেছেন সেই টাকার এমাউন্ট টি এটিএম থেকে বেরিয়ে আসবে। ATM মেশিন ভেদে পদ্ধতি বা প্রসেসটা কিছুটা ভিন্ন হয়ে থাকে। Sonali Bank Student Savings Account । স্টুডেন্ট সেভিংস একাউন্ট এ ব্যয় অর্ধেক

Visa Card usess / How to use ATM Card in Machine

You have to follow machine language

এটিএম কার্ড কিভাবে ব্যবহার করবেন  বা এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি কি এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়।     Step 1 : প্রথমে এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন নিয়ে প্রবেশ করান বা swipe করুন ।     Step 2 : তারপর আপনারা "please select language" এই অপশনটি দেখতে পাবেন তো আপনার সুবিধামতো ভাষা সিলেক্ট করবেন।    Step 3 :  তারপর আপনাকে Atm card এর পিন কোড দিতে হবে তো আপনারা  সঠিক ভবে এটিএম কার্ডের পিন কোড টি দিয়ে দিবেন। আপনারা যদি তিনবার ভুল পিন কোড দিন তাহলে সেই দন আপনারা এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারবেন না। সুতরাং আপনারা সঠিকভাবে এটিএম এর পিন কোড টি দিবেন।     Step 4 : আপনাদেরকে এটিএম থেকে টাকা তোলার প্রসেস টি দেখাচ্ছি তো সেজন্য আপনারা withdra অপশন এ ক্লিক করবেন।    Step 5 :  তারপর আপনারা "please select account type" এই লেখা টি দেখতে পাবেন। তো আপনার ব্যাংক একাউন্ট savings না current সেটি সিলেক্ট করবেন (আমাদের বেশির ভাগই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট) ।     Step 6 : তারপর আপনারা enter amount অর্থাৎ কত টাকা তুলতে চান সেটা টাইপ করবেন তারপর আপনারা yes বা correct অপশন দেখতে পাবেন তো আপনার আশে অপশনটিতে ক্লিক করবেন ।    Step 7 : তারপর যত টাকা টাকা টাইপ করেছেন সেই টাকার এমাউন্ট টি এটিএম থেকে বেরিয়ে আসবে।

Caption: Uses of ATM Card

ভিসা কার্ড বা এটিএম কার্ড ব্যবহারের সুবিধা ২০২২

  1.  যে কোন ATM হতে দিন-রাত ২৪ ঘন্টা অর্থ উত্তোলন ও Point of Sale (POS) এর মাধ্যমে কেনাকাটার বিল পরিশােধ করা যায়।
  2. Dual Currency Credit Card দ্বারা বিদেশে ATM হতে বৈদেশিক মুদ্রা উত্তোলন এবং POS থেকে কেনাকাটার বিল পরিশােধ করা যায়।
  3. Internet এর মাধ্যমে E-commerce, National Board of Revenue (NBR) 45 Tax, E-Chalan 3 VAT aftcente (e-Payment) করা যায়।

কেন এটিএম কার্ড মেশিনে আটকে যায়?

এটিম কার্ড মেশিনে আটকে যাওয়ার দুটি কারণ হচ্ছে মেশিন যখন কোন নির্দেশনা দেয় সেটি অনুসরণ না করা যেমন- যদি টাকা গ্রহণ করতে বলে এবং আপনি সেটি গ্রহণ করতে দেরি করেন এবং যদি কার্ড বের করে দেয় সেটি গ্রহণ করতে দেরি করেন তবে এটিএম কার্ড আটকে যেতে পারে। এছাড়া মেশিন ল্যানগুয়েজ আপনাকে বুঝে এটিএম কার্ড ব্যবহার করতে হবে। তবে মেশিনের ত্রুটির কারণেও কার্ড আটকে যেতে পারে। Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা।

মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণা এড়াতে করণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *