ভোটার হালনাগাদ চলবে ডিসেম্বর/২২ পর্যন্ত – সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে – এনআইডি কার্ড সংশোধন
নতুন ভোটারদের এনআইডি সংশোধন – খসড়া বা চূড়ান্ত তালিকা প্রকাশের পূর্বেই নতুন ভোটারগণ তাদের নাম, পিতার নাম বা অন্য কোন্য তথ্যে ভুল থাকলে অনলাইন বা ম্যানুয়াল আবেদন করতে পারবে। সরাসরি নির্বাচন কমিশন অফিসে গিয়ে ফরম পূরণ করেও সংশোধনের আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে নির্ধারিত ফি অর্থাৎ ২৩০-৩৪৫ টাকা নির্ধারিত ফি জমা দিয়েই সংশোধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। যদি ২০২৩ সালের খসড়া তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করেন তবে কোন ফি না দিয়েই জানুয়ারি/২০২৩ মাসে যে কোন সংশোধন আবেদন করতে পারবেন। NID Correction and Re-issue Fee Calculator 2022 । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধণ ও রিইস্যু ফি হিসাব করুন
সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। এই হালনাগাদে ভোটার নিবন্ধনের জন্য ছবি তোলার কয়েকদিনের ভিতরই উক্ত ভোটারের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তার NID নম্বর জানিয়ে দেয়া হচ্ছে এবং উক্ত ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তার NID ডাউনলোড করে নিতে পারছে। এনআইডি কার্ড ডাউনলোড করে যদি তথ্য ভুল পাওয়া যায় তবে কি করবেন? অবশ্যই খসড়া তালিকা প্রকাশের পূর্বেই সংশোধন করা যাবে। NID Print Mistake Correction Form 1 pdf । জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২০২২
বিনা খরচে এনআইডি সংশোধন সুযোগ ২০২৩- নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে NID কার্ড ডাউনলোড করার পরে যদি দেখেন যে আপনার NID কার্ডের কোনো তথ্যে ভুল আছে, তাহলে আপনি কিভাবে উক্ত ভুল সংশোধন করবেন? ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এ যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়ে NID কার্ড পাচ্ছেন, তাদের ভিতর যাদের জন্মতারিখ ০১-০১-২০০৫ পর্যন্ত, তাদের খসড়া ভোটার তালিকা ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হবে। উক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে উক্ত খসড়া ভোটার তালিকায় নাম আছে এমন কারো কোনো তথ্যে ভুল থাকলে তিনি ২০২৩ সালের জানুয়ারি মাসে বিনা খরচে ফ্রি ফ্রি তার তথ্য সংশোধন করে তার NID কার্ডের তথ্যের ভুল সংশোধন করে নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । আগামী জানুয়ারি মাসে বিনা খরচে সংশোধন করা যাবে
খসড়া তালিকা প্রকাশের আগেই এনআইডি সংশোধন সুবিধা / ২০২৩ খসড়া প্রকাশের পূর্বেই জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড অনলাইন হতে ডাউনলোড করা যাবে।
শুধুমাত্র জন্ম তারিখ ও ফরম নম্বর দিয়েই আপনি চেক করতে পারবেন যে, আপনার তথ্য আপলোড হয়েছে কিনা বা আপনার এনআইডি ডাউনলোডের জন্য রেডি কিনা। Check NID Ready or Not? । নতুন ভোটারগণ ফর্ম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
“জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর / জন্মতারিখ ভুল দিয়েছেন” মেসেজ দেখাবে এটি মানে হচ্ছে আপনার তথ্য এখনও অনলাইনে আপলোড হয়নি। পুনরায় কোন একদিন আবার চেক করুন। নতুন ভোটারদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ২০২২
এনআইডি বা স্মার্ট এনআইডি কার্ড হোল্ডাররা যে সকল সুযোগ-সুবিধা পাবেন বা সকল কাজে আইডি কার্ড লাগে –
- নাগরিক অধিকার ও সুবিধা সমূহ
- জাতীয় পরিচয়
- ড্রাইভিং লাইসেন্স
- মটর যান রেজিস্ট্রেশন
- পাসপোর্ট
- জমি ক্রয় ও বিক্রয়
- ব্যাংক হিসাব খুলতে
- ব্যাংক ঋণ নিতে
- টিন নাম্বার
- মোবাইল সিম পেতে
- সরকারি অনুদান ও ভাতা পেতে
- চাকরির আবেদন করতে
তথ্য এন্ট্রি ভুলের জন্য আমাদের ফি গুনতে হবে?
হ্যাঁ। বিশেষ সময়ের পূর্বে যে কোন সংশোধনের জন্য ফি গুনতে হবে– যদি ২০২৩ সালের জানুয়ারি মাসের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই তার NID কার্ডের তথ্য সংশোধন করে নিতে চান, তাহলে সরকারি সংশোধন ফি জমা দিয়ে অনলাইনে বা সংস্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে সংশোধন আবেদন করে NID কার্ড সংশোধন করে নিতে পারবেন।
Check NID Ready or Not? । নতুন ভোটারগণ ফর্ম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন
খাগড়াছড়ি সদর পলাশ ত্রিপুরা আইডি কার্ড