গাড়ির ফিটনেস এবং ট্যাক্স-টোকেন নবায়ন পদ্ধতি

গাড়ির ফিটনেস এবং ট্যাক্স-টোকেন নবায়ন পদ্ধতি

সর্বশেষ বিআরটিএ’র যে সার্কেল অফিস হতে সেবাগ্রহণকারী তার মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহণ বা ফিটনেস নবায়ন করেছেন উক্ত সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

১। নির্ধারিত ফরমে পূরণকৃত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র।

২। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ।

৩। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি

৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি।

৫। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি।

৬। অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র।

ট্যাক্স টোকেন নবায়ন

১। মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়।

২। পরবর্তীতে নির্ধারিত ফি প্রদান স্বাপেক্ষে নির্দিষ্ট ব্যাংক হতে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়।

প্রয়োজনীয় কাগজপত্র

১। পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।

সরকারি গাড়ির ট্যাক্স টোকেন কি একইভাবে সংগ্রহ করতে হয়?

জি, গাড়ির লাইসেন্স, ফিটনেস চেক ইত্যাদি সকল কার্যক্রম ব্যক্তিগত মালিকানা গাড়ির ন্যায় সরকারি গাড়ির কার্যক্রম পরিচালিত হয়। এতে সরকারি গাড়ি বলে ভিন্নতার সুযোগ নেই।

Number Plate । গাড়িতে নাম্বারপ্লেট সংযোজনের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি

3 comments

  1. গাড়ী চালকদের জন্য একটি দরকারী পোষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *