জন্ম নিবন্ধন আবেদন যাচাই, জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf 2022, অনলাইন জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন আবেদন, জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২১, জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২, জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট,

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২৩ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যায়

সন্তানের জন্ম নিবন্ধন করা যাবে শুধুমাত্র পিতা মাতার নাম ব্যবহার করেই – এনআইডি বা জন্ম সনদ লাগবে না সন্তানের জন্ম নিবন্ধন করতে– জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২৩

New Rules to apply for birth certificate online– আপনি নিজে মোবাইল বা পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই নিজের সন্তানের জন্ম নিবন্ধন করে ফেলতে পারেন। জন্ম নিবন্ধন সহজীকরণের জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তথ্য প্রদানের বিষয়টি শিথিল করা হয়েছে। Online NID correction Step by step । জন্ম নিবন্ধন সনদ সংশোধন নিয়ম ২০২৩

জন্ম নিবন্ধনের ক্ষেত্রে টিকা কার্ড ব্যবহার করুন এবং পিতা/ মাতার এনআইডি কার্ডের ছবি ঠিকানা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করাই ভাল। তবে আপনি বাড়ি বা জমির খাজনার রশিদও ব্যবহার করতে পারবেন ঠিকানা ভেরিফিকেশনের জন্য। তাই দেরী না করে এখনই জন্ম নিবন্ধন করে ফেলুন। নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে যা যা লাগবে।

জন্ম নিবন্ধন মূলত সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যেই সম্পন্ন করে ফেলা উত্তম। অনেকেই বয়স কমানোর ধান্দায় থাকেন এটি করা কোন ভাবেই ঠিক নয়, জন্মটাই যদি ভুল বা অসত্য দিয়ে শুরু হয়, তবে জন্মই যেন মিথ্যা দিয়ে শুরু হল। চাকরি বা রিজিক আল্লাহ তা’য়ার হাতে কথাটি বিশ্বাস করলে কোন ভাবেই এটি ভাবা ঠিক হতে পারে না যে, জন্ম কয়েক বছর পরে দেখালে চাকরি পাওয়া সুযোগ বেড়ে যাবে। জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২

পিতা মাতার জন্ম সনদ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান বাধ্যতামূলক নয় / জন্ম নিবন্ধন অনলাইন আবেদন পদ্ধতি ২০২৩

নিচে চতুর্ভুজ আঁকা বক্সের পার্শ্বে (*) চিহ্ন দেওয়া নাই মানেই হলো তথ্যগুলো প্রদান বাধ্যতামূলক নয়।

 জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২

Caption: BDRIS: Online Birth and Death Application without Parents NID and Birth Certificate

How to apply for Birth Certificate Application by Online Process । জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

  1. প্রথমে আপনি bdris.gov.bd/br/application এই ওয়েবসাইটে যাবেন।
  2. জন্মস্থান বা স্থায়ী বা বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন।
  3. সন্তানের তথ্য ও পিতা মাতার নাম দিবেন, ঠিকানা দিবেন। এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর আবশ্যিক নয়।
  4. আবেদনকারীর তথ্য দিবেন। পিতা সিলেক্ট করুন। মোবাইল নম্বর দিন।
  5. টিকা কার্ড ও পিতা বা মাতার এনআইডি’র ছবি তুলবেন মোবাইলে বা স্ক্যান করবেন। ১০০ Kb এর বেশি যেন না হয়। প্রয়োজনে ফটোশপে এডিট করে নিবেন বা মোবাইল ক্যামেরার রেজুলেশন কমিয়ে নিবেন।
  6. সংযুক্তি অ্যাড হলে সাবমিট করবেন। (খাজনার রশিদ আপলোডের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন হাল নাগাদ রশিদ হয়)
  7. ব্যাস শেষ। আবেদন প্রিন্ট করে ছবি ও ডকুমেন্ট সংযুক্তি করে স্বাক্ষর সহ ইউপি বা পৌর সভায় দাখিল করুন।

সন্তানের জন্ম নিবন্ধন আবেদন করার সময় কি কি ডকুমেন্ট হতে নিয়ে বসতে হবে?

প্রয়োজনীয় ডকুমেন্ট ২০২৩ – সন্তানের জন্ম প্রমানের জন্য টিকা কার্ড এবং পিতা মাতার এনআইডি বা বাড়ির খাজনা রশিদ হাতে নিয়ে বা স্ক্যান করে নিয়ে বসে পড়ুন। স্ক্যান করে যে ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো অবশ্যই হার্ড কপি জমা দেয়ার সময় সংযুক্ত করে দিবেন।

বি:দ্র: নতুন জন্ম নিবন্ধন আবেদন অবশ্যই আপনি অনলাইনে করুন। তাতে তথ্য প্রদানের ক্ষেত্রে নিজের তথ্য নিজেই ইনপুট দিবেন তাই ভুল ত্রুটি কম হবে। তাই জন্ম নিবন্ধন ম্যানুয়াল আবেদনের চেয়ে অনলাইন আবেদন সুবিধাজনক ও নিরাপদ।

ভিডিও আসছে…………..

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *