জাতীয় প্রবাসী পেনশন স্কিম ২০২৩ । প্রবাসীরা ২০ বছরে চাঁদা দিয়ে মাসিক ৪৯,২৬৮ পেনশনে নিশ্চিন্ত জীবন

জাতীয় প্রবাসী পেনশন স্কিম ২০২৩ । প্রবাসীরা ২০ বছরে চাঁদা দিয়ে মাসিক ৪৯,২৬৮ পেনশনে নিশ্চিন্ত জীবন

সরকার প্রবাসীদের জন্য নিয়ে এসেছে নিশ্চিন্ত জীবন-কোন প্রবাসী যদি প্রতিমাসে ১০ হাজার টাকা চল্লিশ বছর জমা রাখতে শেষ বয়সে এসে ২,৯২,০০২ টাকা প্রতিমাসে পেনশন হিসেবে পাবেন– জাতীয় প্রবাসী পেনশন স্কিম ২০২৩

প্রবাসীরা কি বৈদেশিক মুদ্যায় চাঁদা প্রদান করবে? হ্যাঁ। প্রবাসে থাকাকালীন বৈদেশিক মুদ্রায় চাঁদা প্রদান করবেন। দেশে আসলে দেশীয় মুদ্রায় চাঁদা দিবেন। যদি ১০ হাজার টাকা পরিশোধ করার সামর্থ দেশে এসে না থাকে তবে সে চাইলে চাঁদার হার কমাতে পারবেন এবং পরবর্তী আবার বাড়াতেও পারবেন। চাইলে বাৎসরিক ভিত্তিকেও চাঁদা পরিশোধ করতে পারবেন। প্রবাসীদের নিশ্চিন্ত জীবন উপহার দিতে সরকার এমন স্কীমের উদ্যোগ নিয়েছে।

প্রবাসে মারা গেলে? পরিবার পেনশন পাবেন। সর্বজনীন পেনশন পদ্ধতিতে প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে এ ক্ষেত্রে কর্মী বা প্রতিষ্ঠানের চাঁদা জাতীয় পেনশন কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে। মাসিক সর্বনিম্ন চাঁদার হার নির্ধারিত থাকবে। তবে প্রবাসী কর্মীরা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা জমা দিতে পারবেন। সুবিধাভোগীরা বছরে ন্যূনতম বার্ষিক জমা নিশ্চিত করবেন। অন্যথায় তাঁর হিসাব সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে এবং পরবর্তী সময়ে বিলম্ব ফিসহ বকেয়া চাঁদা দেওয়ার মাধ্যমে হিসাব সচল করতে হবে। সুবিধাভোগীরা আর্থিক সক্ষমতার ভিত্তিতে চাঁদা হিসেবে বাড়তি অর্থ (সর্বনিম্ন ধাপের অতিরিক্ত যেকোনো অঙ্ক) জমা করতে পারবেন। পেনশনের জন্য নির্ধারিত বয়সসীমা অর্থাৎ ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত লভ্যাংশসহ জমার বিপরীতে নির্ধারিত হারে পেনশন দেওয়া হবে।

নমিনিও কি আজীন পেনশন পাবেন? না। পেনশনধারীরা আজীবন অর্থাৎ মৃত্যুর আগপর্যন্ত পেনশন–সুবিধা ভোগ করবেন। নিবন্ধিত চাঁদা জমাকারী পেনশনে থাকাকালীন ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে জমাকারীর নমিনি বাকি সময়কালের (মূল জমাকারীর বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্য হবেন।

সরকারি চাকরিজীবীও কি এ পেনশনের আওতায় আসবেন?/ জাতীয় পেনশনের জন্য মোট ৪টি স্কীম তৈরি করা হয়েছে

হ্যাঁ। সরকারি কর্মচারীদেরও ক্রমান্বয়ে এ পেনশনের আওতায় আনা হবে। তবে বর্তমানে এদেরকে জাতীয় পেনশনের বাহিরে রাখা হয়েছে।

জাতীয় প্রবাসী পেনশন স্কিম ২০২৩ । প্রবাসীরা ২০ বছরে চাঁদা দিয়ে মাসিক ৪৯,২৬৮ পেনশনে নিশ্চিন্ত জীবন

Caption: Download Full Pension Scheme PDF Download

জাতীয় প্রবাসী পেনশন স্কীম ২০২৩ । কত টাকা চাঁদা দিলে কত টাকা মাসিক পেনশন পাওয়া যাবে

  1. কোন চাঁদাদাতা প্রতিমাসে ১০০০ টাকা করে ২০ বছর চাঁদা প্রদান করলে অবসরের পর তিনি প্রতি মাসে সম্ভাব্য ৫ হাজার টাকা করে পেনশন পাবেন।
  2. কোন চাঁদাদাতা প্রতিমাসে ২০০০ টাকা করে ২০ বছর চাঁদা প্রদান করলে অবসরের পর তিনি প্রতি মাসে সম্ভাব্য ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।
  3. কোন চাঁদাদাতা প্রতিমাসে ৫০০০ টাকা করে ২০ বছর চাঁদা প্রদান করলে প্রতি মাসে সম্ভাব্য ২৫ হাজার টাকা করে পেনশন পাবেন ।
  4. সমতা স্কিমের ক্ষেত্রে প্রতি মাসে চাঁদার পরিমাণ ১০০০ টাকা হলে চাঁদা দাতা ৫০০ টাকা এবং সরকার ৫০০ টাকা প্রদান করবেন।
  5. ২০ বছর চাঁদা প্রদান করলে প্রতি মাসে সম্ভাব্য ৫০০০ টাকা করে পেনশন পাবেন।
  6. সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ থাকবে।

দশ বছর পূর্ণ হওয়ার আগে কি ভাঙ্গা যাবে?

হ্যাঁ। যাবে। কমপক্ষে ১০ বছর চাঁদা দেওয়ার আগে নিবন্ধিত চাঁদা দানকারী মারা গেলে জমা করা অর্থ মুনাফাসহ তাঁর নমিনিকে ফেরত দেওয়া হবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াতের জন্য বিবেচিত হবে এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকবে। এ ব্যবস্থা স্থানান্তরযোগ্য ও সহজগম্য অর্থাৎ কর্মী চাকরি পরিবর্তন বা স্থান পরিবর্তন করলেও তার অবসর হিসাবের স্থিতি, চাঁদা প্রদান ও অবসরসুবিধা অব্যাহত থাকবে।

সর্বজনীন পেনশন ২০২৩ । সুরক্ষা স্কীমে ৫০০০ টাকা চাঁদায় মাসিক ১,৭২,৩২৭ টাকা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *