জাতীয় জরুরি সেবা ৯৯৯ কখন কল করবেন।

বাংলাদেশ সরকার জনসাধারণের বিপদজনক পরিস্থিতিতে পাশে দাড়াতে জরুরী কল সেন্টার সেবা চালু করেছে। আপনিও বিপদে পড়লে সরাসরি কলের মাধ্যমে সরকারি সহযোগিতা নিতে পারেন। ঠিক কি কারণে যুক্তিসঙ্গত ভাবে আপনি ৯৯৯ এ কল করবেন তা নিম্নে তুলে ধরা হলো। ফান করার জন্য কল করা শাস্তিযোগ্য অপরাধ।

বিপদজনক পরিস্থিতি

  • কোথাও আগুন লাগতে দেখলে
  • কোথাও বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে দেখলে
  • কোথাও গ্যাস লাইন থেকে গ্যাস লিক হতে দেখলে
  • কাউকে পানিতে পড়ে/বুবে যেতে দেখলে
  • কাউকে পানিতে পড়ে/ডুবে যেতে দেখলে
  • কাউকে বিদ্যুপৃষ্ট হতে দেখলে
  • কাউকে মারাত্মকভাবে রক্তক্ষরণ হতে দেখলে
  • রাস্তা ঘাটে বা হাট বাজারে কোন শিশু হারিয়ে গেলে
  • কোথাও কোন দুর্ঘটনা/এক্সিডেন্ট ঘটতে দেখলে (সড়কপথে, নৌপথে বা রেলপথে)
  • কোন নৌযান চরে আটকে গেলে বা চলতি পথে ডুবে যেতে লাগলে বা ডুবে যেতে দেখলে
  • কোথাও কাউকে বিপদজনকভাবে আটকা পড়ে থাকতে দেখলে
  • কাউকে মারাত্মকভাবে আগত হতে দেখলে বা আহত হয়ে কোথাও পড়ে থাকতে দেখলে
  • যে কোন কারণে কেউ মৃত্যুর ঝুকিতেঁ থাকলে বা থাকতে দেখলে

অবৈধ মাদক, আগ্নেয়ান্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম

  • কোথাও অবৈধ আগ্নেয়াস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম
  • কোথাও অবৈধ আগ্নেয়ান্ত্র বা মাদক রয়েছে বলে জানতে পারলে
  • কাউকে কোন প্রকার অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক বহন করলে দেখলে
  • কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছে, করছে বা এই মাত্র আঘাত করেছে
  • কোথাও কোন কিশোর গ্যাং বা আঞ্চলিক গোষ্ঠি/ দল/ গ্রুপ ভিত্তিক আক্রমণের পরিকল্পনা বা সংঘর্ষ পরিলক্ষিত হলে
  • কাউকে সন্ত্রাসী কায়দায় কোন জমি/স্থাপনা দখল করতে দেখলে
  • কোথাও সন্ত্রাসী বা জঙ্গি হামলা হতে যাচ্ছে, চলছে বা হয়েছে

অন্যান্য অপরাধ

  • কোথাও ছিনতাই/চাঁদাবাজী/ডাকাতি হতে দেখলে
  • কোন গাড়ি কাউকে পিষ্ট করে বা মারাত্ম দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে দেখলে
  • কোথাও মাদক বা জুয়ার আসর বসতে দেখলে
  • কোথাও যাত্রাপালায় অশ্লীল নৃত্য বা অসামাকি কাজ হতে দেখলে
  • কোথাও ওয়োন্টেভূক্ত কোন আসামি অবস্থান করতে দেখলে
  • কাউকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখলে
  • কাউকে মারাত্ম কোন অপরাধ সংঘটনের পরিকল্পনা করতে দেখলে

এছাড়াও পুলিশ, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সেবা প্রয়োজন এমন যে কোন জরুরি পরিস্থিতিতে (মারাত্মক অপরাধ, দুর্ঘনা বা বিপদ) ৯৯৯ নম্বরে কল করুন। ৯৯৯ নম্বর কল করলে কোন কল চার্জ কাটা হয় না। মোবাইলে টাকা না থাকলেও ৯৯৯ নম্বরে কল করা যায়।

নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, নিরাপদ জীবন গড়ি।

সূত্র: মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ, হেড কোয়াটার্স, ঢাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *