ডেঙ্গ প্রতিরোধে করণীয়, ডেঙ্গ কি, কিভাবে ডেঙ্গু হয়,

ডেঙ্গ প্রতিরোধে করণীয়।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত: ভোরবেলা ও সন্ধার পূর্বে কামরায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারত্বক হতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।

ডেঙ্গ প্রতিরোধে করণীয়:

১। আপনার ঘরে এবং আশে পাশে যে কোন জায়গায়, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যাক্ত টায়ার, প্লাষ্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা ডাবের খোসা/ নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে জমে থাকা পানি তিন দিন পর পর অপসারণ করুন।

২। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিস্কার করুন।

৩। অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টো রাখতে হবে যাতে পানি না জমে।

৪। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।

স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্য পেতে ১৬২৬৩, ৩৩৩ নম্বরে কল করুন। জেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ্য থাকুন।

সূত্র: স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *