পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৩ । পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি?

পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৩ । পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি?

গৃহিনীগণ বা মহিলাদের মাসিক আয়কে নিশ্চিত করতেই মূলত পরিবার সঞ্চয়পত্র আসছে – পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৩

পরিবার সঞ্চয়পত্র কি? – পরিবার সঞ্চয়পত্র সাধারণ মহিলাদের জন্যই তবে ৬৫ বছর বয়সী উর্ধ্ব পুরষও কিনতে পারেন।  ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক যে কোন ব্যাংক বা ডাকঘর হতে সঞ্চয়পত্র কিনতে পারবেন।

পরিবার বার সঞ্চয়পত্র পত্র সর্বনিম্ন কত টাকা হলে কিনা যায়? আপনি ১০,০০০ টাকার পরিবার সঞ্চয়পত্রও কিনতে পারেন। এছাড়াও ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকার সঞ্চয়পত্রও কিনতে পারবেন। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়। পরিবার সঞ্চয়পত্র ৫ (পাঁচ) বছর কিনতে হয় তবে আপনি যে কোন সময় ভাঙ্গাতে পারবেন।

সঞ্চয়পত্রে নাকি টাকা সব সরকার কেটেই রেখে দেয়? না। বিষয়টি ভুল। মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ছক মোতাবেক হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।

সর্বোচ্চ কত টাকা সঞ্চয়পত্র কেনা যায়? / পরিবার সঞ্চয়পত্রের ক্রয়ের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা । পেনশনার সঞ্চয়পত্র আরও ৫০ লক্ষ টাকা কেনা যাবে

পরিবার সঞ্চয় স্কিমে ধাপে ধাপে মুনাফা পাওয়া যায়। তিন ধরনের সুদ প্রদান করা হয় সর্বোচ্চ সঞ্চয়পত্র ক্রয়কারীরকে।

পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৩ । পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি?

পরিবার সঞ্চয়পত্র

পরিবার সঞ্চয়পত্র ২০২৩ । হাজারে কত টাকা প্রতি মাসে পাওয়া যায় বলতে পারেন?

  1. নীট মুনাফা প্রতি লাখে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৯১২ টাকা।
  2. ১৫ লক্ষ টাকা পর্যন্ত ৮৬৪ টাকা প্রতি লাখে।
  3. ৩০ লক্ষ টাকা পর্যন্ত ২২৫০ টাকা পাওয়া যাবে প্রতি লাখে (৫, ১৫ লক্ষ পর্যন্ত ২টি হার)
  4. ৩০ টার উপরের ক্ষেত্রে ২০৫০ টাকা পাবেন প্রতি লাখে।
  5. পরিবার সঞ্চয়পত্রে সর্বমোট ৪টি ধাপে বা হারে মুনাফা প্রদান করা হবে। ৫ লক্ষ পর্যন্ত একটি হার, ৫ লক্ষ এক টাকা-১৫ লক্ষ পর্যন্ত আরেকটি হার, ১৫ লক্ষ ১ টাকা -৩০ পর্যন্ত আরেকটি হার এবং ৩০ লাখ ১ এক টাকার উপর পর্যন্ত আরেকটি রেট প্রদান করা হবে।

প্রতি মাসের মুনাফা কি প্রতি মাসেই তোলা যাবে?

হ্যাঁ। ব্যাংক হিসাবে সঞ্চয়পত্র হতে আসা মুনাফা যে কোন সময় তোলা যাবে।  মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয় বিদেয় দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য প্রতি মাসেই তোলা বা উত্তোলন করা যাবে।  আপনি চাইলে নমিনি নিয়োগ / পরিবর্তন ও বাতিল করতে পারবেন।  সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন।

সঞ্চয়পত্র ক্রয় ডকুমেন্টস ২০২৩ । গত বছরের রিটার্ন স্লিপ দিয়ে নভেম্বর পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবেসঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ সীমা ২০২৩ । একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন?
সঞ্চয়পত্র ক্রয় ও মুনাফার পরিবর্তন ২০২৩ । সঞ্চয়পত্র মেয়াদাত্তীর্ণ হলে কি অটো ব্যাংক হিসাবে টাকা ফেরত আসবে?সঞ্চয়পত্র ফরম ২০২৩ । সঞ্চয়পত্র ক্রয় সহজীকরণে এক পাতার ফরম

শুনলাম কোটি টাকার সঞ্চয়পত্র কেনা যায়?

হ্যাঁ। ৫ (পাঁচ) বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে সমন্বিতভাবে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা অথবা যুগ্মনামে সর্বোচ্চ ১ কোটি টাকা বিনিয়োগ করা যাবে। উল্লেখ্য যে, পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না। তবে পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকার এককনামে কেনা যাবে।
https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *