সোনালী ব্যাংক ব্যক্তিগত লোনের কাগজপত্র – Documents for sonali Bank Personal Loan – লোন কাগজপত্র ২০২২
পার্সোনাল লোনের আবেদন ফরম – পার্সোনাল ঋণ প্রকল্পের আওতায় ঋণের আবেদন ফরম সোনালী ব্যাংকের শাখা হতে সংগ্রহ করতে হবে। যেখানে নাম ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, চাকুজীবীদের ক্ষেত্রে চাকুরী সংক্রান্ত তথ্যাদি, ব্যবসায়ী ও অন্যান্যদের ক্ষেত্রে পেশার বিবরণ ও মাসিক আয় ইত্যাদি উল্লেখ করতে হয়। সোনালী ব্যাংকের প্রতি আবেদন পত্র।
যে কোন ব্যক্তিগত ঋণ গ্রহণের ক্ষেত্রে ক্রয় করতে ইচ্ছুক সাগ্রীর বিবরণ দিতে হয়। যেমন কি জিনিস কিনতে চান তার নাম, ব্র্যান্ড, সাইজ, প্রস্তুতকারী ও মূল্য ইত্যাদি উল্লেখ করতে হয়। আপনার ক্রয়তব্য জিনিসের ক্রয়ে নিজস্ব জমার পরিমান, শতকরা হার ইত্যাদি উল্লেখ করতে হয়।
ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে গ্যারান্টরের তথ্য প্রদান বাধ্যতামূলক। এক্ষেত্রে যিনি গ্যারান্টর হবেন তার বিস্তারিত তথ্য যেমন, নাম , পরিচিতি , ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হয় এবং প্রয়োজনীয় প্রমানক উপস্থাপন করতে হয়।
ব্যক্তিগত লোন বা ঋণ গ্রহণের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে / ঋণ গ্রহনে প্রয়োজনীয় কাগজপত্রাদি ২০২২
প্রতিটি ডুকমেন্ট আবশ্যিকভাবে জমা দিতে হবে। গ্যারান্টরকে প্রয়োজনে স্বশরীরে উপস্থিত হতে হইবে।
Caption: Documents list for Sonali Bank Personal Loan 2022
Sonali Bank Personal Loan Documents Details 2022
- সোনালী ব্যাংকের নির্ধারিত আবেদন ফরম ও আবেদন পত্র পূরণ করতে হবে।
- কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংকে বেতন ভাতা হতে কিস্তি গ্রহণের ক্ষমতা অর্পন পত্র পূরণ করতে হবে।
- গ্র্যাচুইিটি/ প্রভিডেন্ট ফান্ডের লিয়েন দিতে হবে অঙ্গীকারনামা পূরণ করে।
- অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়নি মর্মে ঘোষণাপত্র পূরণ করে দিতে হবে।
- জামিনদাতা সম্পর্কিত তথ্যাবলীর ফরম পূরণ করে জমা দিতে হবে। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে গ্র্যারান্টর তা পরিশোধ করবে মর্মে ফর্মে স্বাক্ষর করতে হবে।
- জামিন নামা ঘোষণাপত্র পূরণ করে জাম দিতে হবে এবং এতে কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
- লিয়েন মার্ক প্রত্যয়ন পত্র তৈরি করে অফিস প্রধানের স্বাক্ষর গ্রহণ করতে হবে।
- বেতন ভাতাদি’র প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। (কর্তৃপক্ষের স্বাক্ষর সহ)
- জাল জালিয়াতি ও বিভাগীয় মামলা নাই মর্মে প্রত্যয়ন পত্র নিতে হবে।
বেতনভূক্ত কর্মচরীর ব্যক্তিগত ঋণ গ্রহণের কোন ডেমো পাওয়া যাবে?
ডেমো ডকুমেন্ট– জি। সোনালী ব্যাংক হতে ব্যক্তিগত লোন বা পার্সোনাল গ্রহণ গ্রহণ করেছেন এমন একটি ডকুমেন্ট ডেমো বা সম্পূর্ণ কাগজপত্রাদির নমুনা যুক্ত করে দেওয়া হলো। এখানে যে সকল ডকুমেন্ট আছে সেগুলো অবশ্যই ব্যাংকে সরবরাহ করতে হবে। নমুনা ডকুমেন্ট বা ডেমো: ডাউনলোড
সোনালী ব্যাংক পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি ২০২২ : ডাউনলোড
সোনালী ব্যাংক ২০ লক্ষ টাকা ৮ বছর মেয়াদ পার্সোনাল লোন পরিপত্র ২০২২
Personal lone
নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগযোগ করুন।