১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৩ । ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর কত টাকা পরিশোধ করতে হয়?

১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৪ । ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর কত টাকা পরিশোধ করতে হয়?

ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সরকার গাড়ির ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে- অগ্রিম কর দাখিল ব্যতীত রিটার্ণ সাবমিট করা যাবে না- ১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৪

১৫০০ সিসি গাড়ির অগ্রিম কর কত টাকা? ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির ট্যাক্স পূর্বের ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০০ টাকা করা হয়েছে। ১৫০০-২০০০ সিসি পর্যন্ত গাড়ির ট্যাক্স পূর্বের ৩০০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০০ টাকা করা হয়েছে। ২০০০-৩০০০ সিসি পর্যন্ত গাড়ির ট্যাক্স ১০০০০০ টাকা করা হয়েছে। ৪/ ৩০০০-৩৫০০ সিসি পর্যন্ত গাড়ির ট্যাক্স ১২৫০০০ টাকা করা হয়েছে। আয়কর আইন ২০২৩ মোতাবেক ২৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম কর পরিশোধ করতে হবে।

ব্যক্তিগত গাড়ির ট্র্যাক্স বৃদ্ধির কি কোন প্রজ্ঞাপন আছে? হ্যাঁ। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। বর্তমানে গাড়ির সিসিভেদে অগ্রিম করের পরিমাণ কমবেশি হয়। গত ২০২০-২১ অর্থবছর থেকে গাড়ির ওপর অগ্রিম কর বৃদ্ধি করা হয়। ১৫০০ সিসি পর্যন্ত ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়

যানবাহন বা গাড়ির ট্যাক্স কি? গাড়ি ব্যবহার করলে প্রতিবছর সরকারকে গাড়ির ব্যবহার বাবদ অগ্রিম একটা নির্দিষ্ট ফি দিতে হয় এটাকে গাড়ির ট্যাক্স বলে। গাড়ি বা মোটরযানের উপর আরোপিত ট্যাক্স বা কর পরিশোধের পর কর আদায়কারী কর্মচারী বা অনুমোদিত কোনো কর্মচারী কর্তৃক কর পরিশোধকারীকে প্রদত্ত টোকেন বা কার্ড বা সনদকে ট্যাক্স টোকেন বলে। অনলাইনে মোবাইল ব্যাংকিং বা এ চালানের মাধ্যমে গাড়ির ট্যাক্স পরিশোধ করা যায়। তাই অনলাইন বা অফলাইন দুটি পদ্ধতিতেই গাড়ির চালান পরিশোধ করা যাবে।

১০০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৪ । ১৩০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৪ । ট্যাক্স টোকেন নবায়ন ফি ২০২৪

গাড়ি সিসি হচ্ছে কোন কিছুর মাঝে থাকা কোনো পদার্থের পরিমাণ এর আয়তন এর হিসাব। সহজভাবে বলতে গেলে CC দিয়ে বুঝায় Cubic Centimeters বা ঘন সেন্টিমিটার। সিসি দিয়ে একটি পদার্থ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মিলে কতটুকু জায়গা নেয় তার হিসেব প্রকাশ করা হয়। মোটরযানের ক্ষেত্রে এই হিসেবটা হল ইঞ্জিনের সিলিন্ডারের ধারণক্ষমতা বা ইঞ্জিন ক্ষমতা।

১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৩

আয়কর আইন ২০২৩ প্রজ্ঞাপন বা গেজেট দেখুন

গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি । কত সিসি গাড়ির জন্য ট্যাক্স কত টাকা জমা দিতে হবে?

  1. ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ২৫ (পঁচিশ) হাজার টাকা।
  2. ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা।
  3. ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ৭৫ (পঁচাত্তর) হাজার টাকা।
  4. ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ১ (এক) লক্ষ ২৫ (পঁচিশ) হাজার টাকা।
  5. ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্দ্ধে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ১ (এক) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা।
  6. ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতিটি মোটরযানের জন্য ২ (দুই) লক্ষ টাকা।
  7. মাইক্রোবাস প্রতিটির জন্য ৩০ (ত্রিশ) হাজার টাকা।

গাড়ির ট্যাক্স নিয়মিত নবায়ন না করলে কেমন জরিমানা দিতে হয়?

গাড়ির অগ্রিম কর না দিলে এ বছর বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেওয়ার সময় আটকে যাবেন আপনি। কর নথিতে সম্পদের বিবরণীতে গাড়ি দেখানো থাকবে, সেই গাড়ির জন্য অগ্রিম কর দেওয়া হয়নি। গত মে মাসেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে যে গাড়ির ফিটনেস নবায়ন দুই বছর পরপর হলেও অগ্রিম কর প্রতিবছরই দিতে হবে। গাড়ির ট্যাক্স জমা বা ফিটনেস না থাকলে গাড়ি রাস্তায় চালানো যাবে না।

ট্যাক্স টোকেন নবায়ন ফি ২০২৩ । BRTA ক্যালকুলেটর দিয়ে ট্যাক্স টোকেন নবায়ন ফি বের করুনগাড়ির ফিটনেস এবং ট্যাক্স-টোকেন নবায়ন পদ্ধতিIncome tax Return Form download । আয়কর রিটার্ণ ফর্ম ২০২৩ সংগ্রহ করুন PDF or DOC

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৩ । মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর pdf কপি ডাউনলোড

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *