উপবৃত্তি নোটিশ ২০২৩ । একাদশ শ্রেণীর উপবৃত্তি কার্যক্রম শুরু হয়েছে কি?
ইতোমধ্যে উপবৃত্তির টাকা অনেক অভিভাবক পেয়ে যায় – যারা এখনও উপবৃত্তি পাননি তারা দুঃচিন্তায় রয়েছেন – উপবৃত্তি নোটিশ ২০২৩
উপবৃত্তি তথ্য এন্ট্রি কি শুরু হয়েছে? ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১১শ ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে তথ্য এন্ট্রি ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষার্থী হতে অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন। HSP-MIS-এ উপবৃত্তির জন্য আবেদনের যোগ্য সকল শিক্ষার্থীর তথ্য HSP-MIS-এ এন্ট্রি করার প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তির নির্ধারিত আবেদন ফরম অনুযায়ী নিম্নবর্ণিত উদ্যোগসহ প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষার্থীদের থেকে অগ্রিম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান উপকারভোগী নির্বাচন করবে? – শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সভাপতিত্বে গঠিত প্রাতিষ্ঠানিক পর্যায়ের আবেদন যাচাই-বাছাই কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদনপত্রের তথ্যাদি যাচাই-বাছাই করবে। কমিটির সদস্যগণ প্রয়োজনে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে আবেদনপত্রের তথ্যাদির সত্যতা যাচাই-বাছাই করবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের কমিটিতে উপকারভোগী নির্বাচনে কোনো অসত্য তথ্য প্রদান বা অনিয়ম করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে।
কোন ক্লাশে কত টাকা উপবৃত্তি পাওয়া যাবে? ২০২৩-২৪ অর্থ বছরের উপবৃত্তি (শিক্ষার্থী কর্তৃক প্রাপ্য হার ২০২৩। ৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ৭ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা প্রদান করা হয়। ৮ম (জুনিয়র দাখিলসহ) শ্রেণি- ২৫০×৬=১৫০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ১০ম (দাখিলসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০+১০০০ (পরীক্ষার ফি বাবদ)= ২৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ১২শ (আলিম ২য় বর্ষসহ) শ্রেণি- ৪০০×৬=২৪০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। উল্লেখ্য যে, জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তিতে ১১শ (আলিম ১ম বর্ষসহ) শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ২০২৩ । জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি পাননি, তাহলে করণীয় কি?
দফায় দফায় উপবৃত্তির অর্থ ছাড় করা হয় / উপবৃত্তির অর্থ প্রাপ্তিতে বিলম্ব হতে পারে কিন্তু অবশ্যই আপনিও উপবৃত্তির অর্থ পাবেন
যাদের একাউন্টজনিত সমস্যার কারণে মোবাইলে টাকা আসেনি তারা অপেক্ষা করুন। তথ্য এন্ট্রি পূর্বক পুনরায় উপবৃত্তির অর্থ ট্রান্সমিট করা হবে।
Caption: Check source of information
উপবৃত্তির ছাড়করণ ও প্রাপ্তি ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি জমা দিতে হয়?
- শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি ( ১৭ সংখ্যা);
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১০ অথবা ১৭ সংখ্যা) ;
- পিতা/মাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১০ অথবা ১৭ সংখ্যা);
- এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ফলাফলের ফটোকপি;
- শিক্ষার্থীর অভিভাবকের (পিতা/মাতা/অন্যান্য) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল/বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্ট নম্বর;
- একই মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার না করা;
- পিতাকে অভিভাবক নির্বাচিত করলে পিতার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে একাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাবে পিতার নাম প্রদান করতে হবে। অভিভাবক হিসাবে মাতাকে নির্বাচিত করলে মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে একাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাবে মাতার নাম প্রদান করতে হবে। পিতা/মাতার অনুপস্থিতিতে অন্য কোন ব্যক্তিকে অভিভাবক হিসাবে নির্বাচিত করলে তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাবে তাঁর নাম প্রদান করতে হবে;
- স্কুল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে যার নামে একাউন্ট খোলা হয়েছে হিসাবধারীর নাম হিসাবে তাঁর নাম এন্ট্রি করতে হবে। এজেন্ট ব্যাংকিং একাউন্ট নম্বর ব্যবহার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার নাম প্রদান করতে হবে;
উপবৃত্তি পাওয়া যাবে তথ্য সূত্র কি?
তথ্য সূত্র হিসাবে জনাব জিয়াউল কবির সুমন স্যার, শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।তথ্য সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করেছেন এস,এম,সেরাজুল ইসলাম সবুজ (সহকারী শিক্ষক ও এডিটর হেল্পিং পেজ অন ই-মনিটরিং,01721584059) কয়রা, খুলনা। আপডেট জানতে Helping page on e-monitoring ফেসবুক পাতায় চোখ রাখুন।
কাকে উপবৃত্তি দেওয়া যাবে না? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীরা এ উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হবে না। সরকারি অন্য কোন উৎস হতে মেধাবৃত্তি/উপবৃত্তি/শিক্ষাভাতা পেয়ে থাকলে উক্ত শিক্ষার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS-এ এন্ট্রি করলেই উপবৃত্তি প্রাপ্তির নিশ্চিয়তা প্রদান করে না। আবেদনকারী শিক্ষার্থী প্রদত্ত তথ্যাদি HSP-MIS এর মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
https://technicalalamin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8/