বিনামূল্যে ওয়েব ডিজাইন কোর্স ২০২২ । ফ্রিল্যান্সার হতে Web Design শিখে নিন

বিনামূল্যে ওয়েব ডিজাইন কোর্স ২০২৩ । ফ্রিল্যান্সার হতে Web Design শিখে নিন

ফ্রিল্যান্সার হতে চাইলে ৩ মাস পরিশ্রম করুন – ফ্রিতে ওয়েব ডিজাইন শেখার সুযোগ এবং সাথে প্রশিক্ষণ ভাতা পাওয়া যাবে – বিনামূল্যে ওয়েব ডিজাইন কোর্স ২০২৩

ওয়েব ডিজাইন আবার কি? – ওয়েবসাইটের ব্যবসা সফলতা, ব্যবহারকারীর সুবিধা, সুন্দর কোড, সৌন্দর্য বিবেচনায় রেখে ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইটের চিত্র অঙ্কন করাকে ওয়েব ডিজাইন বলা হয়। অনলাইন যুগে ওয়েব ডিজাইন একটি পরিচিত ও প্রয়োজনীয় দক্ষতা। সরকারি ভাবে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২২ । লাইসেন্স করতে কোন টাকাও লাগবে না

বেসিস এর তত্ত্বাবধানে ঢাকায় আবারো শুরু হতে যাচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম।বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতায় Skills for Employment Investment Program (SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে BASIS-SEIP Tranche – 3 প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বেসিসেরএর তত্ত্বাবধানে শুরু হচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম। তাই দেরি না করে এখনই আবেদন করুন: https://forms.gle/peVoneHQeaqEEKA68

কোর্সে এনরোল যোগ্যতা কি? শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত/অনার্স অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরাই এ কোর্স টি করার সুযোগ পাবেন। যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না।এই পোস্টটি শুধুমাত্র ঢাকার জন্য, কোর্সটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে । এটি একটি অফলাইন কোর্স। বাংলাদেশ -জার্মান কারিগরি প্রশিক্ষণ কোর্স ২০২২ । কোর্স ফি মাত্র ৪৮ টাকা

সরকারি খরচে ফ্রিল্যান্সার হওয়ার সুযোগ ২০২৩ / সার্টিফিকেট পাওয়া যাবে কি?

হ্যাঁ কোস শেষে প্রশিক্ষণ ভাতা ও সার্টিফিকেট পাওয়া যাবে।

Caption: www.seip.basis.org.bd

ওয়েব ডিজাইন কোর্সটির সুবিধা কি কি? যে কারণে কোর্সটি করবেন

  1. ১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ।
  2. প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।
  3. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
  4. যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা করা হবে।
  5. নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।

আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?

এটি সম্পূর্ণ অফলাইন কোর্স তাই ক্লাসে এসে ক্লাস করতে হবে, অনলাইনে করার কোন সুযোগ নেই। কোর্স করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে। সপ্তাহে ৫দিন (রবিবার – বৃহস্পতিবার) ৪ঘন্টা করে ক্লাস করার সময় থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা দ্রুত রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/peVoneHQeaqEEKA68

কোর্সের রেজিস্ট্রেশন সম্পন্ন করার কিছু দিনের মধ্যেই আপনাদের সাথে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে।

আরও বিস্তারিত জানতে….অফিসঃ Dhaka Division: BASIS Institute of Technology & Management (BITM)
BDBL Bhaban (3rd Floor – East), 12 Kawran Bazar, Dhaka -1215. Contact Number: +8809612342486 Ext: 209-211 (from 9:30am – 5:00 pm) Email address: info@bitm.org.bd

বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার প্রশিক্ষণ ২০২৩ । Mobile Application Development- Android

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *