bdris gov bd login । জন্ম নিবন্ধন অনলাইন আবেদন কিভাবে করতে হয়?
নতুন জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধন সংশোধনে গুগল সার্চ করলে bdris gov bd login পেইজে রিডাইরেন্ট হচ্ছে কেন? – জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৪– bdris gov bd login
bdris gov bd login– গুগল সার্চ করে আসা প্রথম লিংক জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন এই লিংকে ক্লিক করলে login পেইজ চলে আসে যা ইউপি কর্তৃক বা জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক লগিন পেইজ আসে। এটি শুধুমাত্র কর্তৃপক্ষের ব্যবহারের জন্য। সাধারণ নাগরিক ব্যবহার করতে পারবেন।
জন্ম নিবন্ধন ওয়েবসাইটে কাজ চলমান থাকার দরুন এমনটি হচ্ছে হোম পেইজই ঠিকমত লোড হচ্ছে না। আপনি যদি সরাসরি নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে bdris.gov.bd/br/application লিংকে প্রবেশ করে আবেদন কার্যক্রম সম্পন্ন করুন। নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন। সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন। জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
অন্যদিকে আপনি যদি আপনার বিদ্যমান জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তবেও আপনি bdris.gov.bd/br/correction এই লিংকে প্রবেশ করুন। যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৪ / Birth Certificate Verification website link: everify.bdris.gov.bd
Enter “17 digits Birth Registration Number” and “Date of Birth” of a person to verify the Birth Record.
Caption: Birth Certificate Login Dashboard for UP and Birth and Death Register Authority
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৪ । যেভাবে আপনি নতুন জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করবেন।
- নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
- শুধু নতুন জন্ম নিবন্ধনের আবেদন নয়। আপনি অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্যও আবেদন করতে পারেন। এজন্য bdris.gov.bd/br/correction লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইন আবেদন সম্পন্ন করতে পারেন।
- আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।
- যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।
- যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 01/01/200 1 এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে। জন্ম নিবন্ধন সংশোধন ফরম ২০২৩
আবেদনপত্র প্রিন্ট করার নিয়ম?
জন্ম নিবন্ধন প্রিন্ট – অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার পর তা bdris.gov.bd/application/print এই লিংকে গিয়ে প্রিন্ট করে নিন। যদি আবেদন করার সাথে সাথেই প্রিন্ট করার অপশন আসে তবু যদি আপনি পরবর্তীতে প্রিন্ট করতে চান অ্যাপলিকেশন আইডি এবং জন্ম তারিখ ব্যবহার করে প্রিন্ট করে নিতে পারেন। everify.bdris.gov.bd লিংকে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (সাল-মাস-দিন ফরম্যাটে লিখবেন) দিয়ে ক্যাপচা এন্ট্রি করে জন্ম নিবন্ধন বিবরণী দেখতে পাবেন। আপনি কি বোর্ডের CTRL+P চাপলে বিবরণী বা জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রিন্ট প্রিভিউ দেখাবে। Print ক্লিক করলেই প্রিন্টার সংযোগ থাকলে প্রিন্ট হবে। জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
বি:দ্র: বর্তমানে পিতা মাতার জন্ম নিবন্ধন বা এনআইডি ছাড়া শুধুমাত্র নাম ব্যবহার করেও জন্ম নিবন্ধন আবেদন করা যায়।
আপনি বলছেন নিবন্ধন আইডি আর জন্ম তারিখ দিয়ে প্রিন্ট করতে বাট প্রিন্ট করতে হবে কেমনে সেটা বলেন নাই। অর্থাৎ জন্ম তারিখ কিভাবে দিব সেটা বলেন নাইতো
অনুগ্রহ করে পোস্টটির শেষের অংশ আবার দেখুন প্রয়োজনে ভিডিও দেখে নিন।
Birth Certificate online
Birth Certificate online
brith certificate bangla lakha hocce na
অভ্র কিবোর্ড ব্যবহার করুন।
আমার জন্ন নিবদ্ম
করতে চাই
নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় যোগাযোগ করুন।
Pingback: জন্ম নিবন্ধন সংশোধন ২০২৪। জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে? - Technical Alamin