Bkash Loan Pilot Project – কোন রকম জামানত ছাড়াই পাওয়া যাবে ঋণ– Bkash Loan
বিকাশ লোন – প্রশ্ন জাগতেই পরে সিটি ব্যাংক কেন এই লোন দিচ্ছে এবং এটি সবাইকেই দিচ্ছে? – না। এটি একটি পাইলট প্রকল্প হিসাবে নিয়েছে সিটি ব্যাংক। ছোট খাট ব্যক্তিগত প্রয়োজন মেটাতে বিকাশ এ ঋণ দেওয়া শুরু করেছে।
ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা। এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন।। গ্রাহকের বিকাশ একাউন্টে এই লোনের টাকা জমা হবে, এবং বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী লোন এমাউন্টের উপর বাৎসরিক ৯% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে।
বিকাশ অ্যাপ থেকেই সিটি ব্যাংক-এর লোন নিন মুহূর্তেই! জি এই লোন যেহেতু কোন জামানত ছাড়াই তাই মুহুর্তেই লুফে নেয়া যাবে । তবে আপনার বিকাশ একাউন্টটি পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত হতে হবে। আপনি লোন পাবেন কি পাবেন না এটি সম্পূর্ণ বিকাশ এবং সিটি ব্যাংক কর্তৃপক্ষের উপর নির্ভর করছে।
বিকাশ লোনের জন্য কি আবেদন করা লাগে / কিভাবে বিকাশ লোনের জন্য আবেদন করতে হয়?
এমন প্রশ্ন হর হামেশাই পাওয়া যায়। আপনি যদি লোনের জন্য প্রযোজ্য হন তবে বিকাশ অ্যাপের লোন অপশনে গেলে আপনার লোনের পরিমাণ দেখাবে এবং আপনি আবেদন করতে পারবেন। কিন্তু নিচের মত ম্যাসেজ দেখালে আপনাকে উপযুক্ত হতে অপেক্ষা করতে হবে। আপনি ইচ্ছা প্রকাশ করলেই এই মুহুর্তে পাচ্ছেন না আপনার কাঙ্খিত লোন।
Caption: Terms of City Bank Loan / Check your Bkash App to check eligibility of Bkash Loan 2024
টার্মস এন্ড কন্ডিশন অব দিস লোন । কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবেন?
- আবেদন করার সাথে সাথেই লোন পাবেন
- ৩ মাস মেয়াদী লোন
- কোনো ব্যাংক একাউন্ট বা জামানত লাগবে না
- কোন কাগজ-পত্র লাগবে না
- একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা
- ব্যাংক-এর কোন প্রসেসিং ফি নেই
Repay system of Bkash Loan / লোন পরিশোধের নিয়মাবলি
- লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ড-এ গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন
- গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেয়া হবে। অথবা, গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগে নিজেই লোনের অর্থ পরিশোধ করতে পারেন, যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন।
- নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে, সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে।
- বিলম্ব ফি’র হার লোনের পরিমাণের উপর বাৎসরিক ২%।
বিকাশের কোন গ্রাহক এই লোন সুবিধা পাবেন?
নির্দিষ্ট গ্রহকের জন্যই বিকাশ লোন –ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী, সিটি ব্যাংক নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের এই লোন সুবিধা প্রদান করবে। আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কি না, তা জানতে বিকাশ অ্যাপের লোন অপশনে যান। ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি, লোন লিমিট, লোন পরিশোধের নিয়মাবলি, লোন পাওয়ার যোগ্যতা, এবং ক্রেডিট পলিসি নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত।
সূত্র: বিকাশ
আমি বিদেশে লোন আবেদন করতে চাই
বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক অনুগ্রহ করে যোগাযোগ করুন।
আসসালামু আলাইকুম আমি ইসরাক
আমি একজন অনলাইন bussiness man দির্ঘ দিন দরে লেন দের করে আসছি আমার বিকাশ একাউন্টে কোন লোন অপশন চালু হইনি আমি বিকাশ এ লোন নিতে চাই
আমার বিকাশ নামবার ; ০১৩০০০৫৮১৬১
Ke babe pabo
কিছুদিন পর পর অ্যাপ চেক করুন।
কিবে লোন পাবো
অপেক্ষা করুন এবং অ্যাপ চেক করতে থাকুন।
Hi sir
বলুন।
Amaka to lon disa na please amaka lon dan ami akjon khodro babsai
অপেক্ষা করুন এবং অ্যাপ চেক করতে থাকুন।
bike lon ki vabe nite pari.
ব্যাংক হতে নিয়ে নিন।
শোন দিবে ঠিক আছে কিন্তু বলে লেনদেন করতে লেনদেন তো করি। আমি টাকা পাঠাই বিকাশ থেকেই। টাকা পাঠাই এজেন্ট (দোকান) থেকে এছাড়া যদি কেউ আমাকে পাঠায় তা উত্তলণ করি এজেন্ট থেকে তাহলে লেনদেন করি কি না, লেনদেন এর জন্য লোন দিবেন না এটা কেমন নিয়ম ঐ বললাম লেনদেন হয় এজেন্টের মাধ্যমে।
পরামর্শ : আপনাদের দেখা উচিৎ নাম্বার টি রেজিস্ট্রেশন করা কিনা এবং নিকটবর্তী সিটি ব্যাংকে গ্রাহকের হাজির হয়ে লোন বিতরণ করা।
আপনি ভালই বলেছেন কিন্তু সিটি ব্যাংক এগ্রিমেন্ট টু বিকাশ রুলস মোতাবেক ঋণ বিতরণ করা হবে।
আমার কিছু লোন লাগবে কি ভাবে নিব কেও এক্তু বলবেন। আমি গারমেস জব করছি ঢাকা তে আমার নিজের জামানত ছাড়া আর কিছু নেই আমি লোন পাবো
জামানত ছাড়া ব্যাংক লোন পাওয়া যায় না। একজন জামানত ঠিক করুন। চাকরির প্রত্যয়নপত্র ও সেলারি স্টেটমেন্ট নিয়ে নিকটস্থ যে কোন ব্যাংকে যোগাযোগ করুন।
amar kichu taka lagbe beboshar jonno ami ki taka pety pari matro 10000 hajar
সিটি ব্যাংক এবং বিকাশ সিদ্ধান্ত নিবে। অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে।
আমি বিকাশ পার্সোনাল থেকে বিশ হাজার টাকা শোধ নিতে ইচ্ছুক?
এটি সিটি ব্যাংক এবং বিকাশ সিদ্ধান্ত নিবে।
Bkash kono den loan dibe nh
লোন দিবে সিটি ব্যাংক। আপনার বিকাশ নম্বর দিয়ে ব্যাংক হিসাব খোলা থাকতে হবে। এবং অন্যান্য ঝুকিঁ ও লেনদেন বিবেচনায় ঋণ সুবিধা পাবেন।
আমি লোন এ-র জন্য আবেদন করতে চাই হচ্ছে না কেন? আমি বিকাশে নিয়মিত লেন দেন করছি তাহলে আমি লোন পাচ্ছি না কেন?
এখনও পাইলটিং পর্যায়ে অনুগ্রহ করে অপেক্ষা করুন পাবেন।
01319975484
অপেক্ষা করুন আপনিও পাবেন।
01942435429ame Lon ke pabo na
পাবেন। অপেক্ষা করতে হবে।