Budget Surrender Calculation from ibas++ । আইবাস++ হতে যেভাবে বাজেট সমর্পন বিবরণী তৈরি করবেন - Technical Alamin
ibas++ আইবাস++

Budget Surrender Calculation from ibas++ । আইবাস++ হতে যেভাবে বাজেট সমর্পন বিবরণী তৈরি করবেন

সরকারি অফিস গুলোতে জুন মাসে বাজেট ব্যয় এবং বাজেট সমর্পনের একটি হুরাহুরি প্রক্রিয়া শুরু হয়-আইবাস++ থাকার কারণে বাজেট প্রিপারেশন এখন সহজ হয়েছে – Budget Surrender Calculation from ibas++

অর্থবছরের মোট ব্যয় দেখা যায়? – হ্যাঁ। আইবাস++ হতে আপনি বাজেট কত ব্যয় হয়েছে তা জেনে নিতে পারেন। চলতি বছর সকল বিল পরিশোধ এবং ব্যয় সংগঠিত করার পর বাজেট বরাদ্দ কত অবশিষ্ট এবং মোট ব্যয় সহজেই এক ক্লিকেই বের করা যায়।

আপনি আইবাস++ ডিডিও আইডিতে লগিন করে এসব তথ্য জানতে পারবেন। মোট বরাদ্দ বরাদ্দ হতে প্রকৃত ব্যয় এবং অবশিষ্ট অর্থ শত টাকা প্রদর্শন করবে। এজন্য আপনি বাজেট এক্সিকিউশন মডিউলে Report অপশনে যাবেন। রিপোর্ট হতে Progress Report (Budget Vs Actual) অপশনে গিয়ে General Activity তে ক্লিক করে অর্থ বছর ও অন্যান্য তথ্য সিলেক্ট করে রান রিপোর্ট করলেই বাজেট সংক্রান্ত সমস্ত তথ্য সম্বলিত পিডিএফ ফাইল পেয়ে যাবেন।

মাসওয়ারী পাওয়া যায়? যায়। কিন্তু এই শিটে মাসওয়ারী থাকে না। আপনি ঐ দিন পর্যন্ত কত ব্যয় করেছেন এবং কত অবশিষ্ট রয়েছে সেই তথ্য জানতে পারবেন। অর্থনৈতিক প্রতিটি কোডে ঠিক কত টাকা বরাদ্দ রয়েছে অর্থাৎ বিতরণ, প্রত্যাহার, প্রকৃত ব্যয়, অবশিষ্ট এবং বিতরনকৃত অর্থ ব্যয়ের হার দেখতে পারবেন। এসব তথ্য দিয়ে আপনি এক্সেলশীটে বাজেট সমর্পণ বা উদ্বৃত্ত ও ঘাটতি বিবরণী তৈরি করতে পারবেন।

নির্দিষ্ট তারিখ পর্যন্ত মোট ব্যয় জানা যায় যা রেজিস্টারের সাথে মিলিয়ে দেখতে হবে / বাজেট বিভাজনের সাথে আইবাস++ এর অবশিষ্ট বাজেট রিকনসাইল করে দেখতে হবে।

বাংলাদেশ সরকারের প্রতিটি দপ্তর আইবাস++ এর আওতায় থাকায় সহজেই সরকার এখন বাজেট ব্যয় নিয়ন্ত্রণ ও উপযোজন এবং প্রত্যাহার কাজ সম্পন্ন করতে পারছেন।

Caption: Check Your Budget Balance from ibas++ Sheet

বাজেট উদ্ধৃত্ত চেক করার নিয়ম । যেভাবে দেখবে আপনার বাজেট বরাদ্দের কত শতাংশ ব্যয় হয়েছে।

  1. Login to ibas++ by DDO ID Password
  2. Click Budget Execution
  3. Click Report
  4. Click Progress Report (Budget Vs Actual)
  5. Click General Activity
  6. Select Fiscal Year 2022-23
  7. Click Bangla or English
  8. Click Run Report
  9. Wait and done

What is ibas++ Budget Register?

আইবাস++ আপনার সকল ব্যয়ের হিসাব সঠিক ভাবে রাখে। আপনার প্রতিটি বিল হিসাবরক্ষণ অফিস কর্তৃক আইবাস++ এন্ট্রি হয়। ভুল এন্ট্রি হলে তা আপনি আইবাস++ হতে রেজিস্টার জেনারেট করে ধরতে পারবেন। বাজেট প্রিপারেশন এবং বাজেট সমর্পণ এখন অনেক সহজ তাই আপনি সহজেই বাজেট নিয়ন্ত্রণ ও হিসাব দ্রুত ও অল্প সময়ে সম্পন্ন করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *