cafopfm gov bd GPF Information Balance Check । গেজেটেড কর্মকর্তার জিপিএফ দেখুন

cafopfm gov bd GPF Information Balance Check । গেজেটেড কর্মকর্তার জিপিএফ দেখুন

ডিপিএস না করে জিপিএফ লালন করুন – hassle-free access to the cafopfm.gov bd GPF Information Balance Check – সহজেই জিপিএফ চেক করার নিয়ম ২০২২

gpf slip from ibas++– হিসাবরক্ষণ অফিস হতে আর জিপিএফ স্লিপ সংগ্রহ করতে হবে না। আপনি খুব সহেজই আপনার অফিসের ডিডিও আইডি হতে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারেন। জিপিএফ স্লিপ নিতে এখন আর অতিরিক্ত অর্থ গুণতে হবে না। GPF Check Now । জিপিএফ প্রারম্ভিক জের ঠিক হয়ে গেছে!!

আমাদের মধ্যে অনেকেই জিপিএফ ব্যালেন্স চেক করা নিয়ে অনেক দ্বিধা দ্বন্দের মধ্যে থাকেন যে কিভাবে জিপিএফ ব্যালেন্স চেক করবেন? অনেকেই জানেন যে জিটিএফ চেক করার জন্য অফিসে গিয়ে চেক করতে হয়। তাহলে আর কোন চিন্তার বিষয় নেই আপনি প্রতি মাসে আপনার জিপিএফ ব্যালেন্স চেক করুন আপনার মোবাইল থেকেই। কিভাবে ibas++ GPF Balance Check করবেন আপনার মোবাইল থেকেই আসুন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ে নিই। cafopfm gov bd। GPF Balance Check । জিপিএফ ব্যালেন্স দেখুন ১ মিনিটেই

কর্মচারীদের জিপিএফ আইবাস++ হতে বের করতে চাইলে ডিডিও আইডি হতে বের করতে হবে। আপনি পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে নিজে নিজেই দেখতে পারবেন। কিন্তু যদি আপনি জিপিএফ লেজার বের করতে চান তবে আপনাকে আইবাস++ ডিডিও আইডিতে লগিন করে নিতে হবে। তাই আপনি অফিসের সহায়তা নিন। GPF Check 2021-22 । মুনাফাসহ জিপিএফ ব্যালেন্স দেখুন।

জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২২। iBAS++ GPF Balance Check / iBAS++ GPF Balance Check Process 2022

এই পদ্ধতি শুধুমাত্র কর্মকর্তাদের জিপিএফ বের করার জন্য ব্যবহৃত হবে।

জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২২। iBAS++ GPF Balance Check / iBAS++ GPF Balance Check Process 2022

Caption: ১-৬ নং ধাপ সম্পন্ন করলেই জিপিএফ স্লিপ দেখতে পাবেন / প্রতিমাসেই এটি চেক করে দেখুন আপনার চাঁদা জমা হয়েছে কিনা।

গেজেটেড কর্মকর্তার জিপিএফ ব্যালেন্স চেক করার পদ্ধতি ২০২২

  1. ibas++ এর মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন তারপর সার্চ অপশনে লিখুন ibas.finance.gov.bd সার্চ করার সাথে সাথে আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইট আসবে এটিতে ক্লিক করে প্রবেশ করুন। Website: ibas.finance.gov.bd
  2. ibas.finance.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করার পর উপরের ছবির দেখানো নির্দেশনা মত আপনার সামনে পেইজ আসবে ২০১৮-২০১৯ পর্যন্ত নতুন কোড অনুযায়ী জিপিএফ ব্যালেন্স চেক করতে হবে। আপনি ২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী লিংকে ক্লিক করুন।
  3. আইবাস++ এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা লিখে লগইন করে নিন।
  4. ibas++ আপনি Budget Execution ক্লিক করুন। Budget Execution ক্লিক করার পর ছবির ৪নং নির্দেশনা ফলো করে Reports অপশনে ক্লিক করুন।
  5. জিপিএফ ব্যালেন্স চেক করার শেষ ধাপে চলে এসেছেন Reports অপশনে ক্লিক করে My GPF Accounts slip অপশনটি সিলেক্ট করুন fiscal year দিন। (একটি কথা মনে রাখতে হবে আপনি যেকোনো এক বছরের জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন) Show print date and time সঠিক চিহ্ন দিন, বাংলা বা ইংরেজি যেকোনো একটি দিতে পারেন তবে বাংলা সিলেক্ট করুন তাহলে আপনার জিপিএফ হিসাব বাংলা দেখতে পারবেন। তারপর পিডিএফ ফাইল সিলেক্ট করে Run Reports এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

জিপিএফ ব্যালেন্স জানার আর কোনও উপায় আছে কি?

কর্মচারীও জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন- আশা করছি উপরের ধাপ অনুসারণ করে আপনি যদি কর্মকর্তা হউন হতে জিপিএফ ব্যালেন্স চেক করতে পেরেছেন। কর্মচারীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম ও ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ibas++gpf balance check ছাড়াও বিভিন্ন ভাবে জিপিএফ ব্যালেন্স চেক করা যায় আমাদের ওয়েবসাইটে আরেকটি মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে সেই মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক করে নিতে পারবেন। এই লিংক দেখুন: GPF Balance Check BD । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

GPF Correction ibas++ Menu । এসডিও মডিউল হতে জিপিএফ চাঁদা পরিবর্তন করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *