Check GPF Status Online । জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি
Check GPF Status Online – জিপিএফ এ অর্থ জমাকরণ বাধ্যতামূলক – GPF Status
GPF Status Check – অনেকেই দেখছি চলতি বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থ বছরের জিপিএফ ব্যালেন্স অনলাইনে চেক করে মাথা নষ্ট অবস্থা। অনলাইনে জিপিএফ চলতি বছরের চেক করলে সঠিক তথ্য দেখাবে না।
অনলাইন বা অফলাইন দুভাবেই জিপিএফ চেক করতে হয় সবসময়ই পূর্ববর্তী অর্থ বছরের অর্থাৎ এ বছর আপনি ২০২০-২০২১ অর্থ বছরের জিপিএফ চেক করতে পারবেন এবং সেটি সঠিক পাবেন। আবার ২০২২-২৩ অর্থ বছরে ২০২১-২২ অর্থ বছরের জিপিএফ সঠিক পাবেন।
সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ প্রত্যেক অর্থ বছরের শেষে জুলাই মাসে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) স্লিপ হিসাবরক্ষণ অফিস হতে সংগ্রহ করে থাকে । সরকারি হিসাব ব্যবস্থা ডিজিটালাইজ এর অংশ হিসেবে এখন যে কোন সময় যে কোন জায়গা হতে আপনার gpf (general provident fund) Balance দেখা যাবে এবং GPF account slip print করা যাবে।
অনলাইনে জিপিএফ চেক করুন / পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে জিপিএফ স্টেটাস চেক
অনলাইনে জিপিএফ দুভাবে চেক করা যায়, একটি আইবাস++ হতে অন্যটি সিএএফওপিএফম হতে চেক করা যায়।
Caption: সিএফও পিএফএম / CAFOPFM website শুধু পেনশন নয়, জিপিএফও ম্যানেজ করছেন।
অনলাইনে নিজে নিজে জিপিএফ চেক পদ্ধতি জেনে নিন।
- খুবই সহজ পদ্ধতি প্রথমে আপনি গুগলে গিয়ে CAFOPFM লিখে সার্চ করবেন।
- সার্চ ফলাফলে আসা প্রথম রেজাল্ট Office of the Chief Accounts Officer Pension and Fund … এই লিংকে ক্লিক করবেন।
- জিপিএফ তথ্য কলামে গিয়ে Click Here এ ক্লিক করবেন।
- এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচা এন্ট্রি করবেন।
- Submit বাটনে ক্লিক করলে মোবাইলে একটি ম্যাসেজ পাবেন।
- ম্যাসেজ থেকে ওটিপি টি বসিয়ে Submit এ ক্লিক করবেন।
- ব্যাস জিপিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন
জিপিএফ এ যদি কোন অর্থ কর্তন করতে না চাই?
না, জিপিএফ এ দুবছর চাকরির বয়স হলে সাবস্ক্রিপশন কর্তন করা বাধ্যতামূলক। মূল বেতনের ৫% কর্তন করতেই হবে। তবে চাইলেই আপনি ইচ্ছামত বেশি কর্তন করতে পারবেন না। মূল বেতনের সর্বোচ্চ ২৫% কর্তন করার বিধান রয়েছে। পূর্বে ইচ্ছামত কর্তন করে কারও জিপিএফ ১৫-২০ লক্ষ টাকা জমে গেছে কারও বা ৩-৫ লক্ষ টাকা জমে গেছে। জিপিএফ এ এখন সুদের হার ১৩% হওয়ার দরুন সবাই অতিরিক্ত কর্তন করতে চাচ্ছে কিন্তু এটি কোন ভাবেই মূল বেতনের ২৫% এর অধিক হবে না।
mdraselislme121@gmail.com
আমি লোন নিতে চাই