dl checker online, www.brta.gov.bd, driving licence check, dl checker website, Driving license check online, রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক, DL Checker bd Dl checker 2022, BRTA online registration check bd,

Dl checker 2024 । BRTA এর কোন মেসেজ আসলে কি বুঝায় দেখুন

অ্যাপের মাধ্যমেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস জানতে পারবেন – আসুন দেখে নিই আপনার ড্রাইভিং লাইসেন্স কোন অবস্থায় আছে- Dl checker 2024

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক – আপনাকে যে Temporary Authorization পেপার দেওয়া হয় সেটির মধ্যে একটি রেফারেন্স নম্বর লেখা থাকে সেটি ব্যবহার করে বিআরটিএ অ্যাপ ব্যবহার করে আপনার কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন। রেফারেন্স নম্বর নমুনা- BRTA Ref No. DM3NP95641  Drivers licence check Bangladesh । Dl checker 2024

Temporary Authorization Paper কখন পাওয়া যায়? আপনি লিখিত পরীক্ষা, ভাইভা, ব্যবহারিক শেষ করলে পরবর্তীতে কোন একটি ফিঙ্গার, আইরিশ প্রদান কার্যক্রম শেষ করার পর আপনি এই টেম্বরারি অনুমতি পাবেন। এটি দিয়ে আপনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত গাড়ি চালাতে পারবেন। মেয়াদ শেষে আবার আপনাকে মেয়াদ ৩-৬ মাস বাড়িয়ে নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ২০২৪

অনলাইন প্রোফাইলে কি স্ট্যাটাস দেখা যায়? হ্যাঁ। এখন অনলাইন প্রোফাইল অর্থাৎ যেখান থেকে আপনি আবেদন করেছেন সেখান থেকে বুঝতে পারবেন। এছাড়া মোবাইল মেসেজ এবং বিআরটিএ ওয়েবসাইটের মাধ্যমেও চেক করতে পারবেন।

Temporary Authorization Paper নমুনা ২০২৪

Ref No. DM1414082 এটি দিয়েই চেক করা যাবে যে, ড্রাইভিং লাইসেন্স কবে দিবে। চলুন চেক করে দেখি।

অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক খুবই সহজ। আপনি প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবেন। এখান থেকে ডাউনলোড করবেন কারণ গুগল প্লে স্টোরের অ্যাপটি কার্যকর নয়। তাই এই পুরাতন ভার্সনটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। অ্যাপটি ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করুন। ইন্সটল শেষ হলে ওপেন করে উপরের রেফারেন্স নম্বরটি বসান। মনে রাখবেন অবশ্যই Ref No. সিলেক্ট করে নিবেন। Submit ক্লিক করলেই স্ট্যাটাস দেখাবে। যদি কোন তথ্য না দেখায় এবং Data Not Found, Type Null etc message দেখায় তবে বুঝতে হবে আপনার ডাটা এখনও প্রাথমিক অনুমোদনই হয়নি। ড্রাইভিং লাইসেন্স পেতে কত দিন লাগে?

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৪ / BRTA dl checker app 2024

SHIPMENT RECEIVE IN CIRCLE OFFICE স্ট্যাটাস না দেখানো পর্যন্ত আপনি অফিসে রিসিভ করতে যেতে পারবেন না।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক, ড্রাইভিং লাইসেন্স চেক 2022, DL Checker, DL Checker BD online, BRTA dl checker app, ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড, DL Checker app, www.brta.gov.bd notice,

Caption: DL Checker BD online

DL Check bd তে স্ট্যাটাস অনুসারে ব্যাখ্যা ২০২৪ । মোবাইলে Ready to Delivery মেসেজ আসলেই কি কার্ড নিতে যাবেন?

  1. PRINT ERROR বলতে বোঝায় আপনার প্রদেয় ডকুমেন্টস এ ভুল আছে, BRTA তে দ্রুত যোগাযোগ করুন!
  2. READY FOR PRINT বলতে বোঝায় কার্ড প্রিন্ট এর জন্য অনুমতি পেয়েছে!
  3. QUALITY CHECK(READING COMPLETE বলতে বোঝায় কার্ড প্রিন্ট হয়ে চেকিং এ আছে! এখানে, কার্ডের কালার কোয়ালিটি, কার্ডের চিপ ঠিকমতো কাজ করছে কিনা, চেক করে দেখা হয়!
  4. READY FOR DISPATCH বলতে বোঝায় কার্ড প্রস্তুত, এখন কার্ডগুলো বাংলাদেশ BRTA এর কাছে হস্তান্তরের জন্য পাঠানো হবে!
  5. DISPATCHED বলতে বোঝায় কার্ড বাংলাদেশ BRTA এর কাছে পাঠানো হয়েছে।
  6. SHIPMENT HAND OVER TO POST বলতে বোঝায় বাংলাদেশ BRTA কার্ড রিসিভ করেছে!
  7. SHIPMENT RECEIVE IN CIRCLE OFFICE বলতে বোঝায় উক্ত কার্ড সংশ্লিষ্ট BRTA এর নিকট বুঝিয়ে দেয়া হয়েছে!
  8. ৭ নম্বর আপডেট পাওয়া মানে আপনার কার্ড আপনার BRTA তে এসে গেছে!

গুগল প্লে স্টোর DL Checker অ্যাপটি অকার্যকর কেন?

বিআরটিএ গুগল অ্যাপটি আপডেট করা নাই এবং সার্ভারের সাথে কানেক্ট করা নাই তাই এটি কাজ করে না। আপনি পুরাতন এ্যাপটি এই লিংক থেকে ডাউনলোড করে ট্রাই করুন। ভয় পাবেন না কারণ অ্যাপটিতে কোন ভাইরাস নাই। আপনি খেয়াল করলেই বুঝবেন আপনি কোন Storage, Photos, Contact Permission চায় না। তাই নিশ্চিন্তে ইনস্টল করে চেক করে নিতে পারেন। বুঝতে সমস্যা হলে ভিডিও দেখে নিন।

মোবাইলে মেসেজ দিয়ে কি স্ট্যাটাস চেক করা যায়? হ্যাঁ। যায়, এজন্য আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DL<Space> Reference Number and Send to 26969 । এখন অনলাইন এবং মেসেজের মাধ্যমে সহজেই ট্র্যাক করা যায়।

Drivers licence check Bangladesh । BRTA DL Checker 2023 । অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

53 comments

      1. Status

        APPLICATION APPROVED. DRIVING LICENSE CARD PRINTED. WILL BE DISPATCHED TO POSTAL FOR DELIVERY
        এটা মানে কি আমি পাব ডেলিভার

        1. না। এটি মানে হচ্ছে ঢাকা থেকে প্রিন্ট হয়ে লোকাল বিআরটিএ তে যাবে কেবল। অতপর পাবেন।

      1. QUALITY CHECK COMPLETED স্ট্যাটাস দেখালে লাইসেন্স পেতে আর কতদিন লাগতে পারে, অনুগ্রহ করে জানাবেন!

        1. আমি ১০-১৯-২০২৩/ পরীক্ষা দিলাম পাস হলাম এখনও কোন মেসেজ আসে নাই সেটা কেন জানতে পারি

    1. আপনি কি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দিয়েছেন? যদি দিয়ে থাকেন তবে সেই তথ্য গুলো যাচাই করা হচ্ছে।

  1. আমি ডেলিভারি চালান হারিয়ে ফেলেছি এখন কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাবো প্লিজ জানাবেন

    1. কোন সমস্যা নাই। বিআরটিএ তে গিয়ে ডুপ্লিকেট ডেলিভারী কপি ইস্যু করে নিন।

  2. AUTH OB APPROVED কেন আসছে আমারটা অনেক দিন হয়েছে এখন করনীয় কি?

    1. অপেক্ষা ছাড়া আপনার করণীয় কিছু নেই ভাই। বিআরটিএ’র কাজ খুবই স্লো।

    1. ডেসপাস মানে প্রিন্টিং এর পর ডাকে পাঠানো হয়েছে। অপেক্ষা করুন।

      1. Bhai, since 7 month my license status is “SHIPMENT HAND OVER TO POST”.
        please advise.
        Thanks/ Pintu

        1. পোস্ট অফিসের মাধ্যমে সার্কেল বিআরটিএতে পাঠানো হচ্ছে। অপেক্ষা করুন।

  3. Bhaiya licences renewal korle, ager je licences number chilo seta ki poriborton hoye notun number dey?

  4. Shipment received in circle office এর মানে কি?? আর আমার কার্ডটি এখন কোথায় আছে? কবে হাতে পাবো? জানাবেন প্লিজ।

    1. একই বিভাগে যতগুলো বিআরটিএ অফিস থাকে সবগুলো সার্কেল অফিস।

  5. Shipment handed over to post , এই মেসেজ ছয় সপ্তাহ ধরে দেখাচ্ছে। কি করবো?

  6. MVI remarked, Data is in EE’s pannel…এটা দারা কি বুঝাচ্ছে?

  7. MVI remarked, Data is in EE’s pannel এর পর কত দিনের মধ্যে হাতে পেতে পারি??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *