Free Driving Licence– BRTC-SEIP প্রকল্প জোয়ারসাহারা বাস ডিপাে ও ট্রেনিং সেন্টার, বিআরটিসি– বিনামূল্যে ড্রাইভিং শিখুন
বিনামূল্যে ড্রাইভিং – “বিনামূল্যে ড্রাইভিং শিখুন” BRTC-SEIP প্রকল্পের আওতায় ০৪ মাস মেয়াদে বিনামূল্যে ‘মােটরযান ড্রাইভিং এবং রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে। এই প্রশিক্ষনের ১০ম ব্যাচে ভর্তির আগ্রহীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আবেদন ফরম বিআরটিসি জোয়ারসাহারা বাস ডিপোর প্রশাসন শাখায় পাওয়া যাবে।
প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, এই কোর্সটি চাকুরীজীবিদের জন্য প্রযােজ্য নয়। পূর্বে সরকারী ফ্রী কোন কোর্সে অংশগ্রহনকারীগণ এই কোর্সে আবেদন করতে পারবেন না। • নির্ভুল ও স্পষ্ট অক্ষরে পূরণকৃত আবেদন ফরমটি নিম্নোক্ত চাহিত কাগজপত্র সংযুক্ত করে
২৫/০১/২০২২ তারিখের মধ্যে প্রশাসন শাখায় জমা প্রদান করতে হবে। কোন ভুল তথ্য প্রদান বা পূর্বের কোন কোর্সে অংশগ্রহনের তথ্য গােপন করে এই কোর্সে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করলে তা প্রমানীত হলে কোর্স হতে বহিস্কারসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিনামূল্যে ড্রাইভিং শিখুন / SEIP Project এর মাধ্যমে লাইসেন্স পান
ড্রাইভিং শিখুন এবং লাইসেন্স পান ফ্রিতে
Caption: Driving License from SEIP Project
আবেদনের সাথে যে সকল কাগজ সংযুক্ত করতে হবে
- অসম্পূর্ন ও স্বাক্ষরবিহীন আবেদন বাতিল বলে গণ্য হবে।
- কোর্স চলাকালীন সময়ে সরকারী ছুটি ছাড়া ০৪ মাসের মধ্যে অনুপস্থিত থাকা যাবেনা।
- সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ফ্রি ড্রাইভিং লাইসেন্স, যাতায়াত ভাতা ও কোর্স সার্টিফিকেট প্রদান করা হবে।
- এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে (জন্মসনদ গ্রহনযােগ্য নয়)।
- সদ্যতােলা পাসপাের্ট সাইজের ০২ কপি ছবি।
- কমপক্ষে ৮ম শ্রেণী পাশ হতে হবে এবং শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে ।
- স্থায়ী ঠিকানার কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে।
- কোর্সে যােগ্য বিবেচিত হলে সরকারী নিয়মানুযায়ী সিভিল সার্জন কার্যালয় হতে ফিট ও ডােপ টেষ্ট সার্টিফিকেট আনতে হবে।
ফ্রি ড্রাইভিং লাইসেন্স পেতে কোথায় এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?
আবেদনের ডেট লাইন – আগামী ১৫/০১/২০২২ তারিখ হতে ২৫/০১/২০১২ তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে। সম্ভাব্য ২৭/০১/২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে পরীক্ষা গ্রহন করা হবে। ০১ ফেব্রুয়ারী/২২ হতে কোর্স শুরু হবে। প্রয়ােজনে মােবাঃ নং- ০১৯৩৫৯৬৯৪৮৬৪, ০১৭০১৪৮৭০২৮, ০১৬৮৯১৪৯৫৯৫, ০১৯৪৪৫৪৪৮৪২, ০১৭৩৭০১৮১৫৫। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, (বিআরটিসি)।
সূত্র: Free Driving Learning & Licence, বিনামূল্যে ড্রাইভিং শিখুন।