Free Driving Training– যুব উন্নয়ন কেন্দ্রে কর্তৃক গৃহীত যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প এর আওতায় ফ্রিতে প্রশিক্ষণ দেয়া হবে– বিনামূল্যে ড্রাইভিং শিখুন
বিনামূল্যে ড্রাইভিং –দেশে পরিবহন খাতে দুর্ঘটনা রোধে দক্ষ গাড়িচালক তৈরির মাধ্যমে যুবদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প” এর আওতায় ৪০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৬৪টি জেলার বেকার যুবদের যানবাহন চালনা বিষয়ে ০১ (এক) মাস মেয়াদি অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আবেদন ফরম ও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ২০২৩
প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, এই কোর্সটি চাকুরীজীবিদের জন্য প্রযােজ্য নয়। পূর্বে সরকারী ফ্রী কোন কোর্সে অংশগ্রহনকারীগণ এই কোর্সে আবেদন করতে পারবেন না। নির্ভুল ও স্পষ্ট অক্ষরে পূরণকৃত আবেদন ফরমটি নিম্নোক্ত চাহিত কাগজপত্র সংযুক্ত করে। বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ 2023 । প্রতিদিন ১০০ টাকা যাতায়াত ভাতা প্রাপ্য হইবেন
কোথায় শেখানো হবে? ঢাকা, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার ৪০টি কেন্দ্রে এ প্রশিক্ষণ প্রকল্পটি চলমান থাকবে। উক্ত প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যুবক ও যুব নারীদের স্ব স্ব জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে। কোন ভুল তথ্য প্রদান বা পূর্বের কোন কোর্সে অংশগ্রহনের তথ্য গােপন করে এই কোর্সে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করলে তা প্রমানীত হলে কোর্স হতে বহিস্কারসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিনামূল্যে ড্রাইভিং শিখুন / যানবাহন পরিচালনা প্রকল্প এর মাধ্যমে লাইসেন্স পাবেন
ড্রাইভিং শিখুন এবং লাইসেন্স পান ফ্রিতে
Caption: দৈনিক ১৫০ টাকা যাতায়াত ভাতা প্রাপ্য হবেন
ফ্রি প্রশিক্ষণ প্রাপ্তির শর্ত কি? আবেদনের সাথে যে সকল কাগজ সংযুক্ত করতে হবে
- অসম্পূর্ন ও স্বাক্ষরবিহীন আবেদন বাতিল বলে গণ্য হবে।
- কোর্স চলাকালীন সময়ে সরকারী ছুটি ছাড়া ০৪ মাসের মধ্যে অনুপস্থিত থাকা যাবেনা।
- সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ, যাতায়াত ভাতা ও কোর্স সার্টিফিকেট প্রদান করা হবে।
- এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে (জন্ম সনদ গ্রহনযােগ্য নয়)।
- সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০২ কপি ছবি।
- কমপক্ষে ৮ম শ্রেণী পাশ হতে হবে এবং শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে ।
- স্থায়ী ঠিকানার কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে।
- কোর্সে যােগ্য বিবেচিত হলে সরকারী নিয়মা নুযায়ী সিভিল সার্জন কার্যালয় হতে ফিট ও ডােপ টেষ্ট সার্টিফিকেট আনতে হবে।
- যাদের জাতীয় পরিচয়পত্র নেই এবং যাদের কোনো প্রকারের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের কোনোভাবেই প্রশিক্ষণের জন্য বিবেচনা করার সুযোগ নেই।
ফ্রি ড্রাইভিং লাইসেন্স পেতে কোথায় এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?
আবেদনের ডেট লাইন – প্রতিটি দপ্তর ডেট লাইন বা ভর্তির শেষ তারিখ ঘোষণা করবে। এক্ষেত্রে জেলা ভিত্তিক টিটিসিতে যোগাযোগ করতে হবে। তবে মনে রাখার বিষয় হচ্ছে যে, যাদের জাতীয় পরিচয়পত্র নেই এবং যাদের কোনো প্রকারের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের কোনোভাবেই প্রশিক্ষণের জন্য বিবেচনা করার সুযোগ নেই।
সূত্র: Free Driving Learning & Licence, বিনামূল্যে ড্রাইভিং শিখুন।
DL checker online । ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ২০২২
সেই টা কি ভাবে করবো
স্থানীয় টিটিসিতে যোগাযোগ করুন।
চাদপুর থেকে করা যাবে
নিকটস্থ টিটিসিতে খোজ নিন। প্রত্যেক জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই করা যায়।
আমার হালকা ড্রাইভিং লাইসেন্স আছে
আমার ইচ্ছা আমি ভারী ড্রাইভিং লাইসেন্সর জন্য এই কোর্সটি করবো
করতে পারবেন।
হালকা
ময়মনসিংহ তে কি করা যাবে?
হ্যাঁ।
আমার বাসা ঠাকুরগাওঁ এ আমি কি রংপুর থেকে এটা করতে পারব
পারবেন।
আমি মিরপুর ১২ বিআরটিসির দ্বিতল ডিপো থেকে শিখতে চাই।
আমি কি শিখতে পারবো?
পারবেন।
হুম
১৮ বছর হলে কোর্স টি করা যাবে কি?
না।
শেরপুর প্রশিক্ষণকেন্দ্র কোন জায়গায়?
টিটিসি বা যুব উন্নয়ন কেন্দ্রে যোগাযোগ করুন।
SEIP এর প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স পেতে কি আবেদন করতে হবে???
ওখান থেকেই আবেদন করে দেয়। ড্রাইভিং লাইসেন্স ফ্রিতে পাওয়া যায় তবে প্রফেশনাল।
ভাই আমি ড্রাইভিং সিখতে চাই আমার বয়স ২১ বছর আমাকে ড্রাইভিং সিখাইবেন ভাইয়া
শিখতে পারবেন। আপনার জেলার টিটিসি বা যব উন্নয়ন কেন্দ্রে দ্রুত যোগযোগ করুন।
আমার হেভি লাইসেন্স আছে, আমি বেশি করে জানার জন্য আরও প্রশিক্ষণনিতে চাই, পারবো? আমায় কি কোন দক্ষ সাটিফিকেট দিবে
দিবে।
প্রশিক্ষণ কি শুরু হয়ে গিয়েছে অথবা এর শুরুর তারিখ কবে?
জানুয়ারিতে শুরু হবে নতুন কোর্স।