জিপিএফ এন্ড নমিনি এন্ট্রি পদ্ধতি

GPF Account & Nominee Entry Process । জিপিএফ একাউন্ট ও নমিনি খোলার পদ্ধতি ২০২৩

কোন গেজেটেড কর্মকর্তার জিপিএফ একাউন্ট ওপেন করতে হলে তাঁর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আইবাস++ এ Budget Execution menu selet করতে হবে। তারপর GPF Account Opening Click করে Go Button Click করতে হবে। পুরাতন জিপিএফ একাউন্ট থাকলে you have already a GPF Account স্ক্রীণে প্রদর্শিত হবে। নন গেজেটেড কর্মচারীদের পক্ষে ডিডিও এসব কাজ সম্পন্ন করবেন। কর্মচারীগণের এগুলো নিজে নিজে করার সুযোগ নেই।

GPF Subscriber Nominee Entry-

  1. Pay point
  2. Go
  3. Basic Info ( Pay Fixation থেকে তথ্য অটো নিয়ে নেবে, Subscription Info, Fiscal year 2021-22)
  4. Fiscal period Salary( যে মাস থেকে শুরু করবেন)
  5. Subscription Amount- Basic 5%(lower) or25%( upper)
  6. Profit Application – yesGPF Nominee Entry-Employee Type
  7. NID( If Adult)
  8. Birth Registration No(If Minor) Date of Birth
  9. Nominee Name
  10. Guardian Name
  11. Relation
  12. Address
  13. share (একজন হলে১০০%)
  14. একাধিক হলে
  15. Add Button Click করে যতজন কে দিতে চান চাঁদা দাতা দিতে পারবেন।তবে % উল্লেখ করতে হবে।

পরিবারের সদস্য কে নমিনি করতে পারবে। এন্ট্রি করার পর save Button Click করতে হবে। আইবাস সিস্টেম এ তথ্য save হয়ে যাবে। সেখান থেকে প্রিন্ট করে আপলোড করতে হবে। প্রিন্ট কপির ডান পাশে অফিস প্রধানের স্বাক্ষর নিতে হবে এবং চাঁদা দাতা বামপাশে স্বাক্ষর দিতে হবে। সাবমিট কৃত কপি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে পাঠাতে হবে।সব তথ্য ঠিক থাকলে হিসাবরক্ষণ অফিসে অনুমোদন করবেন।

প্রশ্ন: আমি প্রায় ১ বছর আগে করেছি, এখনো অনুমোদন হয় নি, করণীয়?

উত্তর: হিসাবরক্ষণ অফিসে হার্ড কপি প্রেরণ করে অনুমোদন করাতে হবে।

প্রশ্ন: Non gazete hole kivabe hobe?

উত্তর: কর্মচারীর পক্ষে ডিডিও করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *