KOICA এর মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন বিজ্ঞপ্তি ২০২২
সরকারি ভাবে কোর্স করার সুযোগ –KOICA এর মাস্টার্স ও পিএইচডি কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান – বিদেশে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ ২০২২
Koica Master and PhD Course – The program titles, duration and universities are mentioned in the table below while the course details for each program such as eligibility, academic regulations, application checklist, and other required documents to be submitted are enclosed herewith (also accessible at http://www.koica.go.kr/ciat/7815/subview.do). Once the application is submitted to KOICA Bangladesh office, the relevant University may select final participants through their own assessment process.
The letter of nomination should be sent to KOICA Bangladesh Office no later than May 10, 2022, along with nominated applicants’ one (1) completed application package mentioned in the ‘Checklist of Program Information’ under each Program.
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত মাস্টার্স ও পিএইচডি কোর্সের সুযােগসমূহে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা যাদের নিন্মােক্ত কোর্সসমূহের সঙ্গে চাকরি অথবা শিক্ষাগত যােগ্যতা সংক্রান্ত সংশ্লিষ্টতা রয়েছে এবং relevant field of study-এ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন সিনিয়র সহকারী সচিব/উপসচিব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিকট থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে আগামী ২৭/০৪/২০২২ তারিখের মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে।
মাস্টার্স কোর্সে আবেদন ফরম অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে / অসম্পূর্ণ তথ্য বা আবেদন অবশ্যই বাতিল বলে গণ্য হবে।
আবেদন প্রেরণের ক্ষেত্রে অবশ্য শর্তসমূহ পরিপালন করেই দরখাস্ত করতে হবে।
Caption: Application form for KOICA এর মাস্টার্স ও পিএইচডি কোর্স।
বৈদেশিক মাস্টার্স ও পিএইচডি কোর্সে সুযোগ পাওয়ার শর্তসমূহ ২০২২
- http://www.koica.go.kr/ciat/7815/subview.do সাইটে আবেদনকারীগণ বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদানুযায়ী আবেদন করবেন;
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর অনুকূলে বরাদ্দকৃত সুযােগ সমুহের ক্ষেত্রে আবেদনকারীগণকে KOICA এর পত্র অনুসরণপূর্বক ০২ (দুই) সেট পূরণকৃত নির্ধারিত ফরম ও প্রয়ােজনীয় কাগজপত্র আগামী ০৯/০৫/২০২২ তারিখ বিকাল ৩ : ৩০ মিনিটের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে (ভবন নং-২, কক্ষ নং-১০৯, বাংলাদেশ সচিবালয়) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে; ৫ নং কলামে বর্ণিত অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রেরণ করতে হবে।
- প্রার্থী আবেদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও K0ICA কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত;
- আবেদকারীকে সংযুক্ত ফরম (বাংলা) পুরণ করে দপ্তর প্রধানের অনুমতির স্মারক হিসেবে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে;
- চাকরিতে প্রবেশের পর প্লেষণ/শিক্ষাছুটিতে একটি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছেন এবং K0ICA প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এমন কর্মকর্তার মাস্টার্স কোর্সে আবেদন করার প্রয়ােজন নেই;
- আবেদনকারীর বয়স কোর্স শুরুর তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
- আবেদনের সঙ্গে সর্বশেষ শিক্ষাগত যােগ্যতার সনদ, চাকরি স্থায়ীকরণের প্রমাণ ও অফিসিয়াল পাসপাের্টের কপি সংযুক্ত করতে হবে।
কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের মাধ্যমে মনোনয়ন প্রেরণের সর্বশেষ তারিখ ১০ মে ২০২২। সিনিয়র সহকারী সচিব/উপসচিব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিকট থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে আগামী ২৭/০৪/২০২২ তারিখের মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে।
KOICA এর মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ও নির্দেশনা: ডাউনলোড
Pingback: KOICA Scholarship Program 2024 । সরকারিভাবে কোরিয়া স্কলার নিয়ে যাওয়া যাবে কি? - Technical Alamin