National Birth and Death Registration Day in Bangladesh

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ । National Birth and Death Registration Day in Bangladesh

সরকার প্রতিবছর ০৬ অক্টোবর তারিখ-কে “জাতীয় জন্ম নিবন্ধন দিবস” -এর পরিবর্তে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” হিসাবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ-কে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” হিসাবে উদযাপনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০১.২০.৫৪২ সংখ্যক পরিপত্রের “গ” শ্রেণীভূক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

সাধারণ অধিশাখা

www.cabinet.gov.bd

নম্বর: ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০১.২০.৪২০; তারিখ: ১২ আগস্ট ২০২১

পরিপত্র

বিষয়: ০৬ অক্টোবর তারিখ-কে “জাতীয় জন্ম নিবন্ধন দিবস” -এর পরিবর্তে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” হিসাবে উদযাপন এবং দিবসটিকে “গ” শ্রেণিভূক্ত হিসাবে ঘোষণা।

সরকার প্রতিবছর ০৬ অক্টোবর তারিখ-কে “জাতীয় জন্ম নিবন্ধন দিবস” -এর পরিবর্তে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” হিসাবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ-কে “জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস” হিসাবে উদযাপনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০১.২০.৫৪২ সংখ্যক পরিপত্রের “গ” শ্রেণীভূক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

০২। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০৩। মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ অক্টোবর ২০১৮ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০১.১৭.৯৯৪ সংখ্যক পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হলো।

মো: সাজজাদুল হাসান

উপসচিব

ফোন: ৯৫৪০৯৭১

জাতীয় জন্ম নিবন্ধন দিবস -এর পরিবর্তে -জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- হিসাবে উদযাপন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *