অনলাইনে নির্বাচন কমিশনের অফিসের ওয়েবসাইট হতেই এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস জানা যায় – NID Smart Card Printing Status Check 2023
আপনার স্মার্ট কার্ড কি রেডি? – অনেকে প্রায়ই জানতে চান যে তাদের স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি নিজেই কিন্তু চেক করতে পারেন যে আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা। স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা তা চেক করার লিংকঃ services.nidw.gov.bd/nid-pub/card-status
আপনি আপনার স্মার্টফোন থেকে আপনি লিংকে প্রবেশ করে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রবেশ করিয়ে স্মার্ট কার্ড প্রিন্টিং স্ট্যাটাস চেক করতে পারেন। কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে, আপনার এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা। যদি কোন তথ্য পাওয়া যায়নি দেখায় তবে বুঝতে হবে এখন আপনার স্মার্ট কার্ডটি প্রস্তুত বা তৈরি হয় নি। NID Transfer System 2023 । ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে
মোবাইল মেসেজ দিয়ে স্ট্যাটাস দেখা যায় কি? আপনার বাটন মোবাইল অথবা স্মার্ট ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SC>Space<NID নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিতে হবে। SC 19859345659548567 এভাবে লিখে আপনি ১০৫ নম্বরে পাঠিয়ে দিলে যদি উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। আর যদি রেডি থাকে তাহলে “Your Card is ready to deliver” এ রকম লেখা আসবে। নতুন ভোটার নিবন্ধন ২০২৩ । আবেদনকারীকে যে সকল দলিলাদি সংযুক্ত করতে হবে
NID Check by Election Commission Website / খসড়া প্রকাশিত হয়েছে এতে সংশোধন প্রয়োজন না হলে আপনার তথ্যও আপডেট হবে
“স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” লেখা আসলে বুঝতে পারবেন যে, আপনার কার্ডটি এখনও প্রস্তুত হয়নি।
Caption: https://services.nidw.gov.bd/nid-pub/card-status
মোবাইল বা কম্পিউটারে স্মার্ট কার্ড তথ্য কিভাবে চেক করবো? নির্বাচন কমিশন অফিস হতেই তথ্য জানা যাবে
- প্রথমে আপনি Smart Card Status এই লিংকে ক্লিক করুন।
- জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর লিখুন।
- জন্ম তারিখ লিখুন 05 12 2001 এই ফরম্যাটেই।
- Captcha Entry করুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান।
- সাবমিট বাটনে ক্লিক করুন।
- Complete দেখালে বুঝবেন যে, আপনি স্মার্ট কার্ড রেডি হয়েছে।
- CTRL P দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস প্রিন্ট করে নিন।
ভোটার অনেক আগে হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি?
আপনি হয়তো ২০০৮ সালে বা নতুন ভোটার হালনাগাদের আগেই ভোটার হয়েছেন কিন্তু এখনও স্মার্ট কার্ড পাননি। অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করলে দেখায় যে, ” আপনার স্মার্ট কার্ড এখনও মুদ্রিত হয়নি। কারণ: Invalid Data. Field Name: Disability” এমন লেখা আসলে বুঝতে হবে আপনার তথ্য ঘাটতি রয়েছে অথবা আপনি একাধিক অঞ্চলের ভোটার হয়েছে ফলে আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র Invalid বা অকার্যকর রয়েছে। যেহেতু তথ্য ঘাটতি বা এনআইডি অকার্যকর রয়েছে তাই স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়নি। অতিসত্ত্বর আপনি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করুন।
Smart Card Status Checking System । স্মার্ট কার্ড স্ট্যাটাস জানার উপায় ২০২৩