Paribarik Pension Form

Paribarik Pension Form pdf । পারিবারিক পেনশন ফরম ২.২ (নতুন)

Paribarik Pensin Form – চাকরিরত অবস্থায় কর্মচারীর মৃত্যু বা পেনশন ভোগরত অবস্থায় তার পরিবার পেনশন পায় – পারিবারিক পেনশন ফরম ২.২

পারিবারিক পেনশন ফরম ২.২ – পারিবারিক পেনশন ফরম জুন/১৯৯৪ (সংশোধিত) বর্তমানে প্রচলিত নাই। পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এ দেওয়ার সর্বশেষ সংশোধিত ফরম ব্যবহার করতে হবে। আপনি অনলাইনে সার্চ করলে পূর্বের বা পুরাতন ফরম পাবেন কিন্তু সেটি দিয়ে হবে না। নতুন পেনশন ফরম ব্যবহার করতে হবে।

নতুন পেনশন ফর্মে বেশ কিছু তথ্য যেমন, ইএফটি ব্যাংক একাউন্ট, রাউটিং নম্বর, নতুন পুরাতন তথ্য ইত্যাদি বিষয় সংযোজন করা হয়েছে। বর্তমানে ক্যাশ বা চেক পদ্ধতিতে পেনশন পরিশোধ পদ্ধতি বাতিল করে ইএফটি পদ্ধতিতে পেনশন পরিশোধ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নতুন পেনশন ফরম তৈরি করা হয়েছে New Pension Form PDF Download.

সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর অনুচ্ছেদ ৪.০৯ এর উপানুচ্ছেদ খ অনুসারে পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কোন কর্মচারীর মৃত্যু হইলে নিম্ন তালিকা অনুসারে কাগজপত্র লাগবে।পারিবারিক পেনশনের ক্ষেত্রে আনুতোষিক ও অবসর ভাতা পাইবার জন্য নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ/ হিসাবরক্ষণ অফিসে দাখিল করিতে হইবে এবং প্রশাসনিক অফিস/ হিসাবরক্ষণ অফিস ইহার অতিরিক্ত কোনো ফরম, সনদ ও কাগজপত্রাদি চাহিতে পারিবেনা। তবে প্রতিবন্ধী সন্তানের অনুকূলে আজীন পারিবারিক পেনশন মঞ্জুরির ক্ষেত্রে অনুচ্ছেদ ৩.০৩ অনুসরণে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হইলে যে সকল কাগজপত্র লাগবে।

পারিবারিক পেনশন ফরম পুরাতন / পুরাতন ফরম ব্যবহার করা যাবে না। নতুন ফরমে বেশ কিছু বিষয় নতুন সংযোজন করা হয়েছে।

পেনশন মঞ্জুরীর পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হইলে এক রকম বিষয় আবার পেনশন ভোগরত অবস্থায় মৃত্যু হইলে আরেক রকম বিষয়।

Paribarik Pension Form

Caption: This is Old Pension, Please use new pension form 2020 

অবসরভাতা ভােগরত অবস্থায় পেনশনভােগীর মৃত্যু হইলে যে সকল কাগজপত্র লাগবে

  1. পারিবারিক পেনশন আবেদন ফরম ২.২ (সংযােজনী-৫) -১ কপি
  2. সত্যায়িত ছবি (স্বামী/স্ত্রী ও সন্তানগণের) ৪কপি
  3. উত্তরাধিকার সনদপত্র ও নন ম্যারিজ সার্টিফিকেট (সংযােজনী-৩)-৩ কপি
  4. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযােজনী-৬) ৩ কপি।
  5. অভিভাবক মনােনয়ন এবং অবসর ভাতা ও আনুতােষিক উত্তোলন করিবার ক্ষমতা অর্পণ সনদ (সংযােজনী-৭)-৩ কপি
  6. চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদপত্র-১ কপি
  7. অবসর ভাতার মঞ্জুরিপত্র- ১কপি
  8. পিপিও এবং ডি-হাফ -১কপি
  9. প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বাের্ডের সনদপত্র -৩কপি

অফিসে থাকা ডকুমেন্ট দ্বিতীয়বার চাওয়া যাবে না ডকুমেন্ট নিয়ন্ত্রকারী কর্তৃপক্ষের অফিসে অথবা অন্য কোন অফিসে থাকিলে তাহা দ্বিতীয়বার পেনশনারের/উত্তরাধিকারীগণের নিকট চাওয়া যাইবে না। পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হইলে যে সকল কাগজপত্র লাগবে।

পেনশন ভোগরত অবস্থায় মৃত্যু হইলে কি পারিবারিক পেনশন মঞ্জুরি পুনরায় নিতে হয়?

না – পেনশনারের মৃত্যুর এক বছর সময়ের মধ্যে মৃত পেনশনারের পেনশন পরিবারের নামে অর্থাৎ স্ত্রীর নামে করতে নিয়োগকারী বা মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট হতে পুনরায় মঞ্জুরী নেয়ার প্রয়োজন নেই। হিসাবরক্ষণ অফিস পেনশনারের নাম পরিবর্তন করে দিতে পারে। পারিবারিক পেনশন ফরম Word File: Download পিডিএফ PDF File

Pension Form 2023। নিজ পেনশন এবং পারিবারিক পেনশন ফর্ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *