সোনালী ব্যাংক পার্সোনাল লোন – ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋন নেয়া যাবে – যা ৯৬ কিস্তিতে ৮ বছর ধরে পরিশোধ করা যাবে। তবে এ ঋণ কি পরিমাণ পাবেন তা নির্ভর করবে বেসিক বেতনের উপর-কোন ভাবেই কিস্তির পরিমাণ মূল বেতন অতিক্রম করবে না।

ব্যাংকের বিদ্যমান পার্সোনাল লােনের অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে নিয়ে বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় ঋণের মেয়াদকাল, ঋণ মঞ্জুরি ক্ষমতা, ঋণ প্রাপ্তির যােগ্যতা ইত্যাদি নিমােক্তভাবে অনুমােদিত হয়েছে যা যথাক্রমে ০৪ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৫তম সভায় এবং ০৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৬০তন সভায় নিশ্চিত করা হয়েছে।

১০/০২/ ২০২২ খ্রি: তারিখের পরিপত্র মোতাবেক সোনালী ব্যাংক ব্যক্তিগত ঋণ নীতিমালায় পরিবর্তন আনল। এখানে ৯৬ কিস্তিতে ঋণকৃত অর্থ সুদসহ ফেরত প্রদান করতে হবে। ঋণ প্রাপ্তির অন্যান্য শর্ত ও যোগ্যতা অপরিবর্তিত থাকবে। এ ঋণ মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে হবে এবং কত টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করতে পারবে তাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

ঋণ মঞ্জুরকারী কর্তৃপক্ষ

সোনালী ব্যাংক হতে ব্যক্তিগত লোন সর্বোচ্চ কত পাওয়া যাবে / কত টাকা কত টাকা মাসিক কিস্তি পরিশোণ করতে হবে জেনে নিন।

পার্সোনাল লোনের মেয়াদ ০৮ বছরে উন্নীত হওয়ায় বিদ্যমান ৯.০০% সুদ হারে মাসিক কিস্তির পরিমান হবে। সুদ বাড়লে কিস্তির পরিমাণও বাড়বে। সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হয়।

পার্সোনাল লোনের কিস্তির পরিমাণ ২০২২

ক্যাপশন:উল্লেখ্য সুদের হার পরিবর্তন হলে কিস্তির পরিমানও পরিবর্তন হবে। এছাড়া উপরোক্ত হারে কিস্তি পরিশোধ করার পর অবশিষ্ট পাওনা থাকলে তা শেষ কিস্তির সাথে পরিশোধ করতে হবে।

৫ বছরে পরিশোধযোগ্য ঋণ ৮ বছরে উন্নীত করায় শর্ত পরিবর্তন সময়হ

বিদ্যমান নীতিমালাসংশোধনী
৩.০০: ঋণের মেয়াদ: সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর।৩.০০: ঋণের মেয়াদ: ঋণের মেয়াদ সর্বোচ্চ ০৮ (আট) বছর বা চাকুরির মেয়াদকাল (পিআরএলসহ) পর্যন্ত।
৬.০০: ঋণ প্রাপ্তির যোগ্যতা:

ট. ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ঋণের পরিমাণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ঋণের মাসিক কিস্তির পরিমাণ ঋণ গ্রহিতার মাসিক নীট বেতনের দুই তৃতীয়াংশের বেশী না হয।

৬.০০: ঋণ প্রাপ্তির যোগ্যতা:

ট. ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ঋণের পরিমাণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ঋণের মাসিক কিস্তির পরিমাণ ঋণ গ্রহীতার মাসিক নীট বেতনের বেশী না হয়।

ড.ড. অবসর ভাতা লিয়ের ঋণ প্রদান:

সোনালী ব্যাংক লিমেটেড এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীদের অনুকুলে তাদেঁর অবসর ভাতা লিয়েনপূর্বক উক্ত ভাতা গ্রহণকারী শাখা হতে মাসিক ভাতার সর্বোচ্চ ৮০% কিস্তি বিবেচনায় ঋণসীমা নির্ধারণ করে ঋণ বিতরণ করা যাবে।

এই ঋণ নিতে কি কি কাগজপত্র লাগবে?

সোনালী ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ – একজন সরকারি কর্মচারি চাকরিকালীন সময়ে তার বিভিন্ন প্রয়োজনে ব্যাংক ঋণ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে একটি বড় ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউর অনুসরণ করতে হয়। কি কি ডকুমেন্ট প্রদান করতে হয় এবং কিভাবে তা রেডি করতে হয় তার একটি ডেমো আমি আপনাদের নিকট উপস্থাপন করা হবে।

পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি:

১। ঋণের আবেদনপত্র।

২। জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)।

৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)।

৪। হালনাগাদ বেতন বিবরণী (আবেদন ও জামিনদাতার)।

৫। প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।

৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র।

পার্সোনাল লােনের মেয়াদ বৃদ্ধিকরণসহ কতিপয় শর্ত সংশােধন সংক্রান্ত পরিপত্র: ডাউনলোড

https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/