Sonali Bank Loan Form – Consumer or Personal loan form-ব্যাংক হতে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে যে সকল ফরম ও প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে – Sonali Bank Loan Form 2023
কনজুমার্স ঋন প্রকল্পের আওতায় ঋণের আবেদনপত্র– ব্যাংক ঋণের জন্য আপনি যে ব্রাঞ্চে আপনার একাউন্ট আছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করুন। যে ব্যাংকে বেতন ঢুকে সেই ব্যাংক হতে সহজেই লোন পাওয়া যায়। ফরম সংগ্রহ করে আবেদনকৃত ঋণের পরিমাণ, নাম ঠিকানা, মেয়াদ, চাকুরিজীবীর তথ্য ও কর্মস্থল তথ্য ইত্যাদি লিখতে হবে।
ব্যক্তিগত লোনের ক্ষেত্রে গ্যারান্টি প্রদানকারী বা কারীদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে ব্যাংকের শর্ত মানার ঘোষণা দিতে হয়। আবেদন ফর্মে চাকরিতে নিয়োগকারী বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সনদ দিতে হয় যেখানে মোট বেতন ও নীট বেতন উল্লেখ থাকে।
Guarantor এর সুনির্দিষ্ট তথ্য প্রদানকরতে হয়। তার বেতন ভাতাদি, জন্ম তারিখ, নাম ঠিকানা, হিসাব নম্বর দিতে হয়। গ্যারান্টরের কর্তৃপক্ষের বেতন প্রত্যয়ন পত্র যুক্ত করতে হবে।
ঋণ গ্রহণে অঙ্গীকারনামা ও জামিনদাতার স্বাক্ষর অত্যাবশ্যক / অনাপত্তিপত্র, অঙ্গীকারনামা/ ঘোষণাপত্র, প্রতিমাসে কিস্তি কর্তনের অনাপত্তিপত্র ইত্যাদি পূরণ করতে হয়।
নিজ হিসাবে অগ্রিম তারিখ যুক্ত একটি চেকের পাতা স্বাক্ষর করে জমা দিতে হবে।
Caption: Sonali Bank Loan Form 2022 / Personal Bank Loan Form 2023
ব্যাংক লোনের ক্ষেত্রে অতিরিক্ত আর কি কি ডকুমেন্ট লাগতে পারে?
- ঋণের আবেদনপত্র
- জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)
- হালনাগাদ বেতন বিবরণী (আবেদনকারী ও জামিনদাতার)
- প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।
- প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র
সোনালী ব্যাংক লোন লিমিট কত?
আর্থিক সক্ষমতা ও ঋণের ধরণ ভেদে সোনালী ব্যাংক ৫০ হাজার হতে ১ কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। ব্যবসায়ী সহ অন্যান্যদের ক্ষেত্রে ঋণের জামানত প্রদান করতে হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে কোন প্রকার জামানতের প্রয়োজন পড়ে না। চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু প্রত্যয়নপত্র ও অঙ্গীকারই যথেষ্ট।
sonali bank personal loan application form । লোন ফর্ম ও অন্যান্য প্রত্যয়ন ফরম ডাউনলোড করুন: ক্লিক করুন।
ব্যাংক লোন ২০২৩ । সোনালী ব্যাংক পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি
আসসালামু আলাইকুম
আমি একজন কৃষক সাধারণত কৃষি কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করি সম্প্রীতি আমার কিছু টাকা লোন নেওয়ার প্রয়োজন আমার মাসিক আয় ১৬০০০/১৭০০০ হাজার টাকা । আমি দুই লক্ষ টাকা লোন নিতে ইচ্ছুক । আমি কে লোন পেতে পারি ! একটু দয়া করে জানাবেন প্লিজ
মাসিক কিস্তির দ্বিগুণ বেতন ঢুকলেই হবে।
amar masik beton 21200Taka (Nit-12800)Ami ki 50000 pabo(72 kisti)
অবশ্যই পাবেন
Amar mohakhali catering business ache .Business start 9 month.
amar NRBC BANK ACCOUNT ACHE. AMI KI LOAN PABO.
না। সোনালী ব্যাংকে একাউন্ট এবং লেনদেন থাকতে হবে।
আসসালামু আলাইকুম, আমি ঢাকা এয়ারপোর্টে ৩য় টার্মিনালে চাইনিজ কোম্পানিতে চাইনিজদের সাথে ইলেক্ট্রিক্যাল ফরম্যান পদে চাকরী করি। আমার মাসিক বেতন ৩০০০০ টাকা (অভারটাইম ছাড়া) আমার ডাচ বাংলা ব্যাংকে বেতন আসে। আমি কি সোনালি ব্যাংকে পারসোনাল লোন নিতে পারবো? আর কত টাকা লোন পেতে পারি? দয়া করে আমাকে একটু জানাবেন প্লিজ,,,
পারবেন। ব্যাংকে যা ঢুকে তার অর্ধেক হারে যে কয় মাসের নিবেন হিসাব করে লোন পাবেন।
আমি একজন চাকরিজীবী। আমি পার্সোনাল লোন নিতে চাই। আমার বেতন 28879টাকা। আমি কি লোন পেতে পারি।
অবশ্যই পাবেন।
Salary Account ta ki Sonali Bank eri hote hobe? naki je kono Bank er holei hobe.
sonali bank er hote hobe
Assalamualaikum, ami akti sunamdhonno private Hospital e IT Engineer hishebe kormoroto asi, amar salary 28 k GIB bank er maddhome pai & hand cash 14 k pai ( monthly fixed over time). Ami ki loan er jonno apply korte parbo, parle koto takar jonno apply korte parbo. Plz aktu janaben
আমার বেতন ২১২৯৫ টাকা, prime bank acc আমি কি লোন পাব।
সোনালী ব্যাংকে একাউন্ট খুলে বেতন আসতে হবে।
আমি নতুন সরকারি চাকরি পেয়েছি।
সোনালি ব্যাংক এ আমার বেতন আসে ১৬০০০ টাকা। একই ব্যাংকে আমার নিজের বড় ভাই এর বেতন আসে ও সরকারি চাকরি করে এবং দুই জনের একাউন্ট এক ব্যাংকে।
আমি কি ২ লক্ষ টাকা ব্যাক্তিগত ঋণ পাবো??
পাবেন।
আমি বেসরকারি চাকরি করি ডাচ বাংলা ব্যাংক এ বেতন হয় আমি ২৫০০০ টাকা বেতন পাই ।
আমি কি ২০০০০০ লোন পেতে পারি ।
অবশ্যই পারেন।