ADD Beneficiary – সোনালী ই-ওয়ালেট নতুন আপডেটে ADD Beneficiary অপশন ক্রিয়েট করা হয়েছে। সহজভাবে বলতে গেলে, আপনি যে হিসাবগুলোতে মাঝে মধ্যেই লেনদেন করেন সেই হিসাবগুলো এখন থেকে এই খানে Save করে রাখতে পারবেন। সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ২০২২ । লেনদেন সহজীকরণে সোনালী ব্যাংক এজেন্ট এখন হাতের কাছেই

এবং পরবর্তী ট্রাঞ্জেকশন এর সময় আপনি শুধু সিলেক্ট করে লেনদেন করতে পারবেন। আপনাকে আর বার বার তথ্য দিতে হবে না। ধরুন প্রতি মাসে আপনি আপনার DPS এর টাকা জমা দেন। আগে আপনাকে কী করতে হতো? প্রতিবার জমা দেয়ার সময় আপনাকে DPS একাউন্টটি লিখে জমা দিতেন। BEFTN to Wrong Bank Account by Mistake । ই ওয়ালেট ব্যবহার করে ভুল একাউন্টে টাকা গেলে করণীয় ২০২২

এখন আপনি ADD Beneficiary তে আপনার DPS একাউন্টটি SAVE করে রাখবেন। এবং যখন DPS Installment দিতে গেলে আপনি SAVE করে রাখা একাউন্টটি দেখতে পাবেন। সিলেক্ট করলেই হবে, আপনাকে আর কিছু লিখতে হবে না। Bank Balance check by Sonali e wallet । ঘরে বসে সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক ২০২২

লেনদেনের জন্য তথ্য সেইভ করা থাকবে / বারবার একই সার্ভিস নিতে এন্ট্রি বা ইনপুট দিতে হবে না।

সুবিধা গ্রহণকারীর তথ্য আপনার ই ওয়ালেটে যুক্ত থাকবে।

Sonali e wallet Download । সোনালী ই ওয়ালেটে নতুন অপশন চালু করা হয়েছে Sonali e wallet download, Sonali e wallet to bkash, সোনালী ব্যাংক ই সেবা, Sonali e wallet APK, Sonali Bank e wallet helpline, Sonali bank online helpline, সোনালী ই সেবা, সোনালী ব্যাংক একাউন্ট,

Caption: ADD Beneficiary by sonali bank e wallet । অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন

ই ওয়ালেট ফান্ড ট্রান্সফার সিস্টেম ২০২২ । যে অপশনটি যে কাজে ব্যবহার করবেন।

  • Fund Transfer W2W– এই অপশনে আপনি যে ওয়ালেট নাম্বারে টাকা পাঠান সেই ওয়ালেট নাম্বারটি Save করে রাখতে পারবেন।
  • Fund Transfer W2A –  এই অপশনে ওয়ালেট থেকে যে ব্যাংক একাউন্টে টাকা পাঠান সেই ব্যাংক একাউন্টগুলো Save করে রাখতে পারবেন।
  • Fund Transfer A2A – এই অপশনে একাউন্ট থেকে যে ব্যাংক একাউন্টে টাকা পাঠান সেই ব্যাংক একাউন্টগুলো Save করে রাখতে পারবেন।
  • Fund Transfer A2W – এই অপশনে একাউন্ট থেকে যে ওয়ালেট নাম্বারে টাকা পাঠান সেই ওয়ালেট নাম্বারগুলো Save করে রাখতে পারবেন।
  • BEFTN – এই অপশনে BEFTN করা একাউন্টগুলো Save করে রাখতে পারবেন।
  • RD Payment – এই অপশনে DPS একাউন্টগুলো আপনি Save করে রাখতে পারবেন

সরকারি ব্যাংকে কি ক্যাশলেস লেনদেন করা যাবে?

হ্যাঁ যাবে– এখন যে কোন ব্যাংক হতে সোনালী ব্যাংক হিসাবে টাকা পাঠানো যায় এবং সোনালী ব্যাংক হতেও অন্য সোনালী ব্যাংক ব্রাঞ্চে মুহুর্তেই টাকা পাঠানো যায়। তবে তফসিলি বা বেসরকারি বা যে কোন ব্যাংকে টাকা পাঠালে এক কার্যদিবস সময় নেয় লেনদেন সম্পন্ন করতে। যদি কোন কারণে বৃহস্পতিবার বিকালে লেনদেন করেন তবে রবিবার এ বেনিফিশিয়ারি বা গ্রাহকের একাউন্টে টাকা ঢুকবে। যা হোক আপনার সোনালী ব্যাংকে ই ওয়ালেট ব্যবহার করে ক্যাশলেস লেনদেন করতে পারবেন। মোবাইল রিচার্জ, পে বিল, টাকা ট্রান্সফার, সেন্ড মানি ইত্যাদি কাজ ঘরে বসেই করতে পারেন।

নতুন ফিচার নিয়ে এলো সোনালী ই-ওয়ালেট ২০২৩ । New Feature in Sonali ewallet Update