প্রতিবন্ধী ভাতা অনলাইন – যে সকল প্রতিবন্ধী ব্যক্তি এখনো ভাতা পাচ্ছেন না তাদেরকে ভাতা প্রদানের লক্ষে আবেদন করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে ৷ আজ ১০ আগস্ট ২০২২ তারিখ হতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সকল প্রতিবন্ধী ব্যক্তি ভাতার জন্য আবেদন করতে পারবে ৷ অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম ডাউনলোড করার জন্য ক্লিক করুন।

২০২২-২৩ অর্থ বছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত আগামী ১০-৮-২০২২ হতে ১০-৯-২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আইডি ও পাসওয়ার্ড নিজ দায়িত্বে সতর্কতার সাথে ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আবেদনের লিংক mis.bhata.gov.bd/onlineapplication

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রাদি ২০২৩ – প্রতিবন্ধী পরিচয় পত্র বা সুবর্ন নাগরিক কার্ড। জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্মসনদ । নগদ একাউন্টসহ নিজের মোবাইল নম্বর।  উল্লেখ্য আবেদনের কোন ফি নেই। বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি ও প্রচার করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন নীতিমালা

অনলাইনে ছাড়া অন্য কোনভাবে প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণযোগ্য হবে না / প্রতিবন্ধী প্রার্থীদের অবশ্যই অনলাইনেই আবেদন সম্পন্ন করতে হবে।

নির্বাচিত প্রার্থীগণ প্রতিবছর ১ লা জুলাই তারিখে ভাতা প্রাপ্য হবেন।

২০২২-২৩ অর্থ বছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন সংক্রান্ত তথ্য। আপনার আশেপাশে যদি এমন কোন প্রতিবন্ধী ব্যাক্তি থাকেন যিনি বর্তমানে ভাতা পান না তাকে সমাজসেবা অফিসে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে অনলাইনে ভাতার জন্য আবেদন করতে বলুন; সম্ভব হলে এই কাজে তাকে সহায়তা করুন।

প্রতিবন্ধী ভাতার আবেদন অনলাইন, প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২২, প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম pdf, প্রতিবন্ধী ভাতা লিস্ট 2022, প্রতিবন্ধী কার্ড করার নিয়ম, প্রতিবন্ধী ভাতার তালিকা, প্রতিবন্ধী ভাতা কার্ড,

সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে।এ অধিদফতরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবন্ধী ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী ২০২৩

  1. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
  2. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
  3. প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;
  4. মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্ধে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;
  5. আবেদনকারীকে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;
  6. ৬ (ছয়) বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধীকে ভাতা প্রদানের জন্য বিবেচনায় নিতে হবে;
  7. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
  8. সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে;
  9. অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে;
  10. কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।

প্রতিবন্ধী ভাতা মাসে কত টাকা হারে পাওয়া যায়?

প্রতিবন্ধী ভাতা ধারী সরকারি অন্য কোন সাহায্য সহযোগিতা গ্রহণ করতে পারবেন না। একটিমাত্র সরকারি সহায়তার বেশি গ্রহণ করা যায় না। জনপ্রতি মাসে ৭৫০ টাকা হারে সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত (২০২০-২১)। সে হিসেবে বছরে ৭৫০*১২ = ৯০০০ টাকা বার্ষিক হারে প্রতিবন্ধী ভাতা প্রাপ্য হবেন। সূত্র: অসচ্ছল প্রতিবন্ধী ভাতা