অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বদলি ২০২৩ । একই উপজেলার মধ্যে শিক্ষকদের বদলি নির্দেশনা - Technical Alamin
Latest News

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বদলি ২০২৩ । একই উপজেলার মধ্যে শিক্ষকদের বদলি নির্দেশনা

চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত অনলাইনে বদলি কার্যক্রম চালু থাকবে – বদলি কার্যক্রম চালু থাকাকালীনই  শুধুমাত্র আবেদন করা যাবে– অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বদলি ২০২৩

অনলাইনে শিক্ষক বদলি সংক্রান্ত নতুন নির্দেশনা –গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ০৬ অক্টোবর ২০২২ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হওয়ায় একই উপজেলায় ২য় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ০৩ জানুয়ারি ২০২৩ তারিখ হতে ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে। Online teacher transfer bd । প্রাইমারি শিক্ষক বদলির নিয়ম ২০২২

শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রাথমিক শিক্ষক বদলি ২০২২ । অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন লিংক

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন / অনলাইন বদলি নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে

সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি শিক্ষা বছরের জানুয়ারি-মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ বদলি করা যাবে; বদলির সময়কাল ব্যতিত অন্য যে কোন সময়ে কোন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হলে সেই পদে প্রধান শিক্ষক বদলি করা যাবে; পাঁচ কারণে বদলি করা যাবে প্রাথমিকের শিক্ষক (বদলি নীতিমালা)।

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বদলি ২০২৩ PDF Download

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বদলি । বদলি বিষয়ক শর্তসমূহ ২০২৩

  • ক) শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।
  • গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

ম্যানুয়ালী পছন্দমত বদলি নেয়া যাবে না?

আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই। শর্তসমূহ প্রতিপালনপূর্বক আগামী ০৩ জানুয়ারি ২০২৩ তারিখ হতে ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের একই উপজেলার মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। Online teacher transfer bd । অনলাইন শিক্ষক বদলি সিস্টেমটি ব্যবহারের নির্দেশিকা ২০২২

বদলী প্রত্যাশী শিক্ষকদের জন্য সুখবর। (একই) নিজ উপজেলায় বদলী আবার চালু হয়েছে। বদলীর আবেদনের সময় ৩ – ৮ জানুয়ারি ২০২৩।( সাম্প্রতিক বদলি নির্দেশিকা মোতাবেক)প্রাশিঅ,(০২.০১.২০২৩)। শিক্ষক বদলি আবেদন লিংক: http://ttms.dpe.gov.bd/login

https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *