নাগরিক নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতি। - Technical Alamin
ভূমি সেবা অনলাইন

নাগরিক নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতি।

নিবন্ধন সম্পন্ন হলে নাগরিক তার পাসওয়ার্ড নির্ধারণ করবে যা দিয়ে পরবর্তীতে তার প্রোফাইলে লগইন করতে হবে। আইডিতে প্রবেশ করে খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিতে হবে। এরপর নাগরিকের বর্তমান ঠিকানা, ইমেইল আইডি অন্তর্ভূক্ত করে নাগরিক প্রোফাইল ১০০% সম্পন্ন করতে হবে।

ভূমি উন্নয়ন কর সিস্টেম ব্যবহার করে আপনি যেভাবে নিবন্ধন করবেন এবং পরবর্তী পদক্ষেপ নিবেন।

অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে করনীয়:

১। ঘরে বসেই ভূমি মালিক www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে

ক) মোবাইল নম্বর

খ) জাতীয় পরিচয় পত্রের নম্বর

গ) জন্ম তারিখ

এ সকল তথ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করলে নাগরিকের মোবাইলে একটি ৬ ডিজিট এর OTP কোড যাবে। মোবাইলে প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে নিবন্ধন সম্পন্ন হবে।

নিবন্ধন সম্পন্ন হলে নাগরিক তার পাসওয়ার্ড নির্ধারণ করবে যা দিয়ে পরবর্তীতে তার প্রোফাইলে লগইন করতে হবে।

আইডিতে প্রবেশ করে খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিতে হবে। এরপর নাগরিকের বর্তমান ঠিকানা, ইমেইল আইডি অন্তর্ভূক্ত করে নাগরিক প্রোফাইল ১০০% সম্পন্ন করতে হবে।

২। খতিয়ানের তথ্যের উপর ভিত্তি করে ইউনিয়ন ভূমি অফিস হোল্ডিং তৈরি করবে এবং হোল্ডিং তৈরি হওয়া মাত্রই নাগরিক মেসেজের মাধ্যমে তার জমির হোল্ডিং নম্বর ও ভূমি উন্নয়ন করের দাবীর তথ্য পাবেন। অত:পর নাগরিক অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করে দাখিলা সংগ্রহ করতে পারবেন।

অন্যান্য পদ্ধতে নাগরিক নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান:

জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ ও সর্বশেষ খতিয়ান নম্বর প্রদান করে নাগরিক নিম্নোক্ত তিনভাবে নিবন্ধন করতে পারবেন:

ক) ভূমি উন্নয়ন কর মোবাইল অ্যাপ্সের মাধ্যমে

খ) ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে উদ্যোক্তার মাধ্যমে

গ) ৩৩৩ অথবা ১৬১২২ কল সেন্টারে কল করে এজেন্টের মাধ্যমে।

কারিগরি সহযোগিতা: মাইসফট হেভেন (বিডি) লিমিটেড।

সূত্র: ভূমি উন্নয়ন বোর্ড

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *