লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান প্রদান হতে বিরত থাকা সংক্রান্ত।
The Post Office Act, 1898 (Act No. VI of 1898) ধারা 4B ও 4C এবং “ডেইলি অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩” এর নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ বেআইনী ও সম্পূর্ণ বিধি বহির্ভূত।
আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ঢাকা
www.bb.org.bd
ডিএফআইএম সার্কুলার লেটার নং-২৯; তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২১
প্রধাননির্বাহী /ব্যবস্থাপনা পরিচালক
বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান।
প্রিয় মহোদয়
লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান প্রদান হতে বিরত থাকা প্রসঙ্গে।
শীর্ষোক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষন পূর্বক জানানো যাচ্ছে যে, The Post Office Act, 1898 (Act No. VI of 1898) ধারা 4B ও 4C এবং “ডেইলি অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩” এর নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ বেআইনী ও সম্পূর্ণ বিধি বহির্ভূত।
০২। এ প্রেক্ষিতে, লাইসেন্স বিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান প্রদান হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
০৩। আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত
(মো: জুলকার নায়েন)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০১৭৮
লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান প্রদান হতে বিরত থাকা সংক্রান্ত: ডাউনলোড