আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে – এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি৷ প্রথম আবেদনকারীর ও নবায়ন উভয় ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র/সেমিসটারের ফলাফলের সত্যায়িত কপি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ পত্র শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে৷ যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি। পিতা বা অভিভাবকের আযের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হওয়া বাঞ্ছনীয়। আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।

পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। জ. আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র। আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র। মুক্তিযােদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযােদ্ধা সনদের ফটোকপি। নতুন আবেদনকারীকে খামের উপর “ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি” এবং নবায়নের ক্ষেত্রে “শিক্ষাবৃত্তি নবায়ন” লেখা বাঞ্ছনীয়।

হার্ড কপিতে আবেদন করার শেষ তারিখ- স্নাতক পর্যায়ে ২০২০-২১ সেশন এ অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র ছাত্রীরা উক্ত স্কলারশীপে আবেদন করতে পারবেন। আগ্রহী ছাত্র এবং ছাত্রীরা সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি আগামী ১৩-০৪-২০২২ইং তারিখ এর মধ্যে পাঠাতে পারবেন।

ibne sina trust scholarship 2022 / ইবনে সিনা ট্রাস্ট শিক্ষা বৃত্তি ২০২২

ibn sina Trust Scholarship Apply by online and see hard Copy to সেক্রেটারী ইবনে সিনা ট্রাস্ট বাড়ী # ৪৮, রােড # ৯/এ ধানমন্ডি, ঢাকা-১২০৯

ইবনে সিনা শিক্ষা বৃত্তি ২০২২

Caption: ibn sina Trust Scholarship Circular Download

ইবনে সিনা ট্রাস্ট শিক্ষা বৃত্তি Online Form Submit করার নিয়ম

  1. আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যাল/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যাল্য/মাদ্রাসা /মেডিকেল কলেজ  /মেডিকেল টেকনােলজি কোর্সে ২০২০-২১ সেশন এ অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র ছাত্রী হতে হবে।
  2. এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে।
  3. * স্টার চিহ্নিত স্থান গুলাে অবশ্যই পুরন করতে হবে।
  4. বৃত্তির আবেদন পত্র অপূর্ণাঙ্গ বা যথাযথ না হলে বাতিল বলে গণ্য হবে।
  5. বৃত্তি নবায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ১৭ ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
  6. Form Submit করার আগে ভালাে করে সকল প্রকার তথ্য যাচাই করে সাবমিট করতে হবে, সাবমিট করার পর কোন প্রকার এডিট করার সুযােগ নেই।
  7. একজন আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন না।
  8. ইতােমধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি নবায়নের জন্য পুনরায় আবেদন করতে হবে।
  9. বৃত্তি নবায়নের ক্ষেত্রে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কতৃক অধ্যয়ন সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর কপি ডাকযােগে ইবনে সিনা ট্রাস্ট এর ঠিকানায় পাঠাতে হবে৷
  10. নতুন আবেদনকারী ও নবায়নকারী উভয়কে Online-এর মাধ্যমে Submit করা Form প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রযােজনীয় কাগজপত্রাদি ইবনে সিনা ট্রাস্টের ঠিকানায় ডাকযােগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে।
  11. Online-এ আবেদন করার শেষ তারিখঃ ০৭-০৪-২০২২ইং বিকাল ৫:০০টা পর্যন্ত।
  12. সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি জমা দেয়ার শেষ তারিখঃ১৩-০৪-২০২২ইং
    বিকাল ৫:০০টা পর্যন্ত।

কত টাকা শিক্ষা বৃত্তি পাওয়া যেতে পারে?

শিক্ষা বৃত্তির পরিমান – ইবনে সিনা ট্রাস্ট শিক্ষা বৃত্তির অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় যে, ৭২,০০০/- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি দিয়েছে। সার্কুলারে এ বিষয়ে কিছু বলা নাই। কর্তৃপক্ষই নির্ধারণ করবে এ বছর কত টাকা শিক্ষা বৃত্তি প্রদান করবে।

Bank Information: (N.B:if applicant is renew applicant must be fill up this field and bank name is Islami Bank Bangladesh Limited for bank to bank payment)