শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২–আবেদন এর শেষ তারিখ ৩১ আগষ্ট ২০২২ । শাহজালাল ইসলামী ব্যাংকের নিয়মিত শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় “ শাৰ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ” ২০২১ ইং সনে মাধ্যমিক / সমমান ও উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র – ছাত্রীদের ( এইচএসসি / সমমান ও ব্যাচেলর ডিগ্রী / সমমান অধ্যয়নরত শিক্ষার্থী ) মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করছে ।

শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি র জন্য আবেদনের যোগ্যতা- বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে- বিজ্ঞান বিভাগঃ জিপিএ -৫.০০, অন্যান্য বিভাগঃ জিপিএ – ৪.৮০ এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে- বিজ্ঞান বিভাগঃ জিপিএ -৪.৮০ এবং অন্যান্য বিভাগঃ জিপিএ – ৪.৫০ থাকতে হবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি এর পরিমাণ ও সময়কাল শিক্ষার স্তর- এইচ.এস.সি. এক্ষেত্রে সময়কালঃ ২ বছর। মাসিক বৃত্তিঃ ২,০০০ টাকা। প্রাথমিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৬,০০০ টাকা ও অনুষ্ঠান স্থলে আসা যাওয়ার জন্য ১,০০০ টাকা। শিক্ষার স্তরঃ স্নাতক (অনার্স, এমবিবিএস,ডিভিএম,আর্কিটেক্ট) এক্ষেত্রে সময়কালঃ ৩-৫ বছর। মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা। প্রাথমিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৬,০০০ টাকা ও অনুষ্ঠান স্থলে আসা যাওয়ার জন্য ১,০০০ টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ / Education Scholarship Program-2021

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ আবেদন শুরু হয়েছে ২০২২ সালে। এই আবেদন চলবে আগস্ট ৩১, ২০২২ তারিখ পর্যন্ত।

sjibl scholarship 2022 । শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

Shahjalal Islami Bank Foundation extended time upto 31st August-2022 for submitting application form under “Education Scholarship Program-2021”

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রাপ্তির শর্তাবলী ২০২২

  • আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/ বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত সংযুক্তিসমূহ দাখিল করতে হবে।
  • ক) আবেদনকারীর ৩ কপি এবং পিতামাতা অথবা অভিভাবকের ১ কপি সদ্য তােলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে ।
  • খ) এসএসসি/ এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি।
  • গ) এসএসসি/ এইচএসসি পাশের টেস্টমােনিয়াল-এর সত্যায়িত ফটোকপি।
  • ঘ) এসএসসি/ এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।
  • ঙ) ছাত্র/ ছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড প্রত্যয়নপত্র এবং ভর্তির রশীদের সত্যায়িত ফটোকপি।
  • চ) ছাত্র/ ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র (ভােটার আইডি কার্ড)-এর ফটোকপি।
  • ছ) ছাত্র-ছাত্রীর পিতা, মাতা অথবা অভিভাবক চাকুরীরত থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর গেজেটেড অফিসার, ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূলকপি।
  • জ) সকল শিক্ষার্থীর যােগাযােগের ঠিকানা, মােবাইল, ফোন নম্বর এবং ই-মেইল ফরম-এ উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।
  • মনােনীত ছাত্র-ছাত্রীদের জন্য প্রযােজ্য –
  • ক) এস.এস.সি/সমমান উত্তীর্ণ মনােনীত ছাত্র-ছাত্রীকে জনপ্রতি আনুষ্ঠানিকভাবে ৫ মাসের বৃত্তির ১০,০০০/- টাকা, বই-পুস্তক ও পােষাক ক্রয় বাবদ (এককালীন) ৬,০০০/- টাকা, অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার জন্য যাতায়াত ভাড়া বাবদ (এককালীন) ১,০০০/- টাকা সহ সর্বমােট ১৭,০০০/- টাকা প্রদান করা হবে। এইচ.এস.সি/সমমান অধ্যয়নরত (দুই বছর) শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ২,০০০/- টাকা হারে অবশিষ্ট ১৯ (উনিশ) মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর স্ব-স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।
  • খ) এইচ.এস.সি/সমমান উত্তীর্ণ মনােনীত ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ৫ মাসের বৃত্তির ১২,৫০০/- টাকা, বই-পুস্তক ও পােষাক ক্রয় বাবদ (এককালীন) ৬,০০০/- টাকা, অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার জন্য যাতায়াত ভাড়া বাবদ (এককালীন) ১,০০০/- টাকা সহ সর্বমােট ১৯,৫০০/- টাকা প্রদান করা হবে। স্নাতক (সম্মান) অধ্যয়নরত (৪ বছর) শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ২,৫০০/- টাকা হারে অবশিষ্ট ৪৩ (তেতাল্লিশ) মাস পর্যন্ত এবং ব্যাচেলর ডিগ্রী অধ্যয়নরত (৩ বছর) শিক্ষার্থীদেরকে প্রতিমাসে ২,৫০০/- টাকা হারে অবশিষ্ট ৩১ (একত্রিশ) মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর
    স্ব-স্ব ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।
  • গ) বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অবশ্যই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে। অন্যথায় বৃত্তির ধারাবাহিকতা রক্ষা করা হবে না।
  • ঘ) বৃত্তি প্রদান অনুষ্ঠানে মনােনীত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক প্রেরিত বৃত্তি প্রদান সম্পর্কিত পত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে।
  • বিশেষ দ্রষ্টব্যঃ
  • উপরােক্ত তথ্যাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে অথবা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্ধ্বে হলে আবেদনপত্র গৃহীত হবে না।
  • ফর্মে দেয়া কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর বৃত্তি বাতিল বলে গণ্য হবে।
  • বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। • সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও প্রয়ােজনীয় কাগজপত্রাদি একসাথে স্ট্যাপল করে আগামী ১৭ আগস্ট ২০২২ইং তারিখের মধ্যে ডাককুরিয়ার যােগে অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। পরবর্তীতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।
  • হেড অব ফাউন্ডেশন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্পোরেট হেড অফিস। ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নং ও ৪, ব্লক ও সিডব্লিউএন(সি) গুলশান এভিনিউ, গুলশান ঢাকা-১২১২। জরী প্রয়ােজনেঃ ০২-৫৮৮১৬৫২০ (সরাসরি), ০২-২২২২৮৩৪৫৭ (হান্টিং), বর্ধিত : ৭০৬ ও ৭০৭

শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?

ম্যানুয়াল আবেদন ফরম – আবেদন ফরম জমা দেওয়ার ঠিকানাঃশাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি
সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্রাদি একসাথে স্টাপল করে ডাক/কুরিয়ার যোগে অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পৌছাতে হবে-হেড অব ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ‘শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার’ প্লট নংঃ ৪, ব্লকঃ সিডব্লিউএন(সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২। আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।