CAFOPFM GPF Check । জিপিএফ দেখতে গিয়ে ওটিপি আসছে না? - Technical Alamin
GPF & Pension Info

CAFOPFM GPF Check । জিপিএফ দেখতে গিয়ে ওটিপি আসছে না?

CAFOPFM.GOV.BD হতে বেশ কিছুদিন ধরেই জিপিএফ চেক করা যাচ্ছে না – সার্ভার আপগ্রেডেশন এবং ওয়েব ডেভেলপমেন্টের কারণে আপনারা জিপিএফ ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করতে পারছেন না– CAFOPFM GPF Check

জিপিএফ দেখতে গিয়ে ওটিপি আসছে না? হ্যাঁ। শুধু আপনার ক্ষেত্রে নয়। সবার ক্ষেত্রেই পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে মোবাইলে কোন ওটিপি বা পাসকোড আসছে না যা ব্যবহার করে আপনি জিপিএফ চাঁদা, ব্যালেন্স বা স্টেটমেন্ট দেখবেন। মূলত সার্ভার সমস্যার কারণে এটি হচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে সমস্যাটির সমাধান হতে, ততদিন পর্যন্ত ডিডিও আইডি বা আপনার অফিসের আইবাস++ হতে জিপিএফ লেজার বা স্লিপ সংগ্রহ করতে হবে। সার্ভার ঠিক হয়ে গেলেই আপনাদের জানানো হবে। অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২২

অফিসারগণ বা গেজেটেড কর্মকর্তাগণ তাদের নিজ নিজ আইবাস++ আইডি দিয়ে লগিন করে রিপোর্ট থেকেই জিপিএফ  স্লিপ বের করতে পারবেন। কর্মচারীদের ক্ষেত্রে ডিডিও কেবলমাত্র জিপিএফ স্লিপ বা লেজার বের করতে পারবেন। তবে হিসাবরক্ষণ অফিসে গিয়েও জিপিএফ স্লিপ বা লেজার বের করা যাবে। এজন্য অফিসের পিওন বা ক্যাশ সরকারের সাথে যোগাযোগ করে জিপিএফ স্লিপ আনা যাবে। জিপিএফ স্লিপে কোন স্বাক্ষরের প্রয়োজন পড়বে না। GPF Check from ibas++ DDO ID । আইবাস++ থেকে জিপিএফ একাউন্ট স্লিপ ডাউনলোড করুন

আইবাস++ ডিডিও আইডি হতে জিপিএফ স্লিপ বের করা বা জিপিএফ লেজার দেখা খুবই সহজ। আসুন দেখে নিই কিভাবে জিপিএফ স্লিপ বা লেজার বের করতে হবে। Login to ibas++ DDO ID>Accounting>GPF Management>GPF Report>Select GPF Accounts Slip or GPF Sub ledger>Select Fiscal Year>Input NID>Run Report>done

আইবাস++ হতে জিপিএফ স্লিপ বা লেজার বের করা যায় / পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে জিপিএফ তথ্য দেখা যাচ্ছে না

টাকা উত্তোলন বা তথ্য জানতে ডিডিও বা একাউন্ট অফিসে অডিটরের স্বরণাপন্ন হউন।

CAFOPFM GPF Check 2022 । জিপিএফ দেখতে গিয়ে ওটিপি আসছে না?

Caption: cafopfm.gov.bd

অফিসের ডিডিও আইডি হতে জিপিএফ তথ্য দেখুন । GPF Report Generating process in ibas++ by DDO or Accounts office

  1. IBAS++ from Your Office or Accounts office
  2. Login to ibas++ by DDO User ID and Password
  3. Go to Accounting Modules
  4. Click GPF Management
  5. Click GPF Report
  6. Select Fiscal Year
  7. input NID Number
  8. Select Language Bangla or English
  9. Run Report
  10. Wait and you will see GPF Balance
  11. Print or Download it
  12. Done

Staff GPF কি আর নিজে নিজে দেখা যাবে না?

যাবে। সেজন্য একটু অপেক্ষা করতে হবে। আইবাস++ ওয়েবসাইটের সাথে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট কানেক্ট করা হচ্ছে। সার্ভার জটিলতা ও মডিউল টার্মস এন্ড কন্ডিশন এলাগারিদম ঠিক ফিক্স হয়ে গেলে আবার জিপিএফ স্লিপ ও লেজার cafopfm.gov.bd ওয়েবসাইট হতে দেখা যাবে। যখনই সার্ভার ঠিক হয়ে যাবে আপনাদের এই সাইটের সাথে নোটিফিকেশন প্রদান করা হবে।

আইবাস++ হতে জিপিএফ স্লিপ বা লেজার বের করার নিয়ম দেখুন ভিডিওতে

Gpf দেখার নিয়ম 2022

3 thoughts on “CAFOPFM GPF Check । জিপিএফ দেখতে গিয়ে ওটিপি আসছে না?

  • অনুগ্রহ পূর্বকঃ সরকারি চাকুরিজীবিরা নিজের মোবাইল নং + এনআইডি + জন্ম তারিখ দিয়ে (ডিডিও আইডি ব্যতিত) কিভাবে স্যালারি স্টেটমেন্ট নিজের মোবাইল/ল্যাপটপ দেখবে তার উপায় জানাইবেন।

    Reply
    • সেল্ফ ড্রয়িং অফিসার ছাড়া সম্ভব নয়।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *