অসহযোগ আন্দোলন কর্মসূচি ২০২৪ । পাল্টা কর্মসূচিতে মাঠে থাকবে আওয়ামী লীগ নেতা কর্মীও
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিপরীত কর্মসূচীতে মাঠে থাকবেন আওয়ামীলীগ নেতা কর্মীও মূলত প্রতিহত কর্মচারী পালন করবে সরকার বাদী দল-বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি ২০২৪
শিক্ষক ও গণ মানুষও অংশগ্রহণ করছে? হ্যাঁ। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সাধারণ মানুষও এখন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহন করছে। রিক্সাওয়ালা বা কর্মজীবী মানুষগণও দেশে এমন পরিস্থিতিতে হত্যাকারীদের বিচারের দাবী করেছে। মন্ত্রিদের পদত্যাগ সহ মূলত দেশ সংস্কারের জন্য আন্দোলনের নিয়মিত কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলনে কতজনকে প্রান হারাতে হয়েছে? সমকালের সূত্রমতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে, এর সঠিক সংখ্যা এখনও অজানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার পর্যন্ত ১৫০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে জানিয়েছিল, নিহতের সংখ্যা অন্তত ২৬৬। অন্যদিকে একটি মানবাধিকার সংগঠনের ধারণা, নিহত ২৫০ জনের কম নয়।
বৈষম্য বিরোধী আন্দোলন কি? আফসানা বেগম এর মতে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক নাম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। ‘বৈষম্যবিরোধী’ কথাটা বেশ তাৎপর্যপূণ। সরকারি চাকরিতে অসামঞ্জস্যপূর্ণ অগ্রাধিকারসহ কথিত দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের মধ্যে আয়-ব্যয়ের বিপুল ব্যবধান তৈরি করা হয়েছে। অর্থ পাচারের মাধ্যমে কিছু ব্যাংক প্রায় অচল হয়ে গেছে। দেশে যখন এত এত খাতে বৈষম্য তৈরি হয়েছে, ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ সংগত কারণেই সরকারকে চিন্তায় ফেলেছে। আন্দোলনকারীদের দমাতে সরকার তাই তার অনুগত বাহিনীগুলো দিয়ে সর্বশক্তি প্রয়োগ করেছে।
বৈষম্য বিরোধী আন্দোলন ২০২৪ / চলমান আন্দোলন আরও বেগবান করতে সরকার তাতে ঘি ঢালছে
আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীসহ সকল রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি আওয়ামীগের নেতা কর্মীরাও নাকি মাঠে থাকছে। এতে করে সংঘর্ষ ও জনতার ক্ষোভ আরও বাড়তে পারে।
Caption: Boishommo birodi Anolon
অসহযোগ আন্দোলন কর্মসূচি ২০২৪ । শিক্ষার্থীদের প্রতি যে নির্দেশনাগুলো প্রদান করা হয়েছে
- কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।
- বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না।
- সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল-কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
- শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
- প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না।
- সব ধরনের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
- বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না।
- দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টসকর্মী ভাই-বোনেরা কাজে যাবেন না।
- গণপরিবহণ বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
- জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে।
- পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
- দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।
- বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
- আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
- বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
আন্দোলন কি এখন সরকারের নিয়ন্ত্রণে আছে?
সাধারণ ছাত্র-ছাত্রীদের মৃত্যুর কারণে আন্দোলন দিন দিন আরও বেগবান হচ্ছে। এতে সরকার একপেশে হয়ে পড়েছে। এ আন্দোলনের পরিনতি কি হবে তা কেউ বলতে পারবে না। তবে সময় এবং আন্দোলনের মোট বলে দিবে কোটা আন্দোলনকারীগণ কি সিদ্ধান্ত নিবে। সরকার যদি এখন ৯ দফা দাবি মেনে নেয় তাতে কি সরকার রক্ষা পাবে? এটির উত্তরও আপেক্ষিক কারণ এতগুলো দাবী সরকার মেনে নিলে সরকারের অস্তিত্বও নিয়ে টান পড়তে পারে।
Govt MOPA ACR Form 2024 । সকল এসিআর ফর্ম ডাউনলোড লিংক দেখুন
Pingback: সরকার গঠনের রূপরেখা ২০২৪ । সরকার কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে? - Reportbd
Pingback: অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ । রাষ্ট্রপতি কিভাবে ইন্টারিম গভঃমেন্ট গঠন করবে? - Reportbd