Sanchayapatra Auto Re Invest 2024 । সঞ্চয়পত্রের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পুনঃ: বিনিয়োগ হয়ে যাবে? - Technical Alamin
Latest News

Sanchayapatra Auto Re Invest 2024 । সঞ্চয়পত্রের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পুনঃ: বিনিয়োগ হয়ে যাবে?

সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হলে এখন আর ঝামেলা নেই। এটি অটো পুন: বিনিয়োগ হয়ে যাবে-সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃবিনিয়োগ ২০২৪

অটো পুন: বিনিয়োগ হবে? হ্যাঁ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল ‘জাতীয় সঞ্চয় স্কিম’ এর ক্ষেত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা চালু করা হয়েছে। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর ক্ষেত্রে শুধুমাত্র মূল বিনিয়োগকৃত অর্থ স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগ সুবিধা পাইবে।

৫ বছর পরে যে সঞ্চয়পত্রে লাভ দেয় সেটির ক্ষেত্রে? ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এর ক্ষেত্রে মুনাফাসহ মূলবিনিয়োগকৃত অর্থ পুন:বিনিয়োগ সুবিধা পাইবে। প্রতি ৫ বছর পর পর বাংলাদেশ সঞ্চয়পত্র যেটি ৫ বছর মেয়াদী সেটি মূনাফা সহ পুন: বিনিয়োগ হয়ে যাবে তাই কোন ঝামেলাই নেই।

রেমিটেন্স দিয়ে প্রিমিয়াম বন্ড কেনা যাবে? হ্যাঁ। ৪ মেয়াদে পুন: বিনিয়োগ হয়ে যাবে। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্স এর অর্থ দ্বারা ১ (এক) মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ ২ (দুই) মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাইবে। এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্স এর অর্থ দ্বারা ১ (এক) মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ ৪ (চার) মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাইবে। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ ও পুন:বিনিয়োগর মেয়াদ উত্তীর্ণ হইবার পর পুনরায় বিনিয়োগ করিতে হইলে নতুন করিয়া রেমিট্যান্স আনিয়া সম্পূর্ণ নতুনভাবে বিনিয়োগ করিতে পারিবেন।

৪টি স্কিমেই পুন: বিনিয়োগ সুবিধা চালু করা হলো/ পেনশন স্কীমে এখন প্রতি মাসে মুনাফা পাওয়া যাইবে

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এর ক্ষেত্রে মুনাফাসহ মূলবিনিয়োগকৃত অর্থ পুন:বিনিয়োগ সুবিধা পাইবে।

Caption: mof.gov.bd

সঞ্চয়পত্র ধরন ২০২৪ । মেয়াদ শেষে প্রতিবার আর ফরম পূরণ করতে হবে না

  1. ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
  2. ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
  3. পরিবার সঞ্চয়পত্র
  4. পেনশনার সঞ্চয়পত্র

পুন: বিনিয়োগ কবে থেকে কার্যকর?

জাতীয় সঞ্চয় স্কিনে স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগের ক্ষেত্রে, পুন:বিনিয়োগের তারিখ হইতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হইবে। বিদেশী মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকুরীরত অনিবাসী বাংলাদেশী মেরিনার, পাইলট ও কেবিনক্রুদের নিজ নামে বাংলাদেশে কোন তফসিলী ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থাকিলে, উক্ত এফসি একাউন্টে প্রাপ্ত রেমিটেন্স দ্বারা ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’ এ বিনিয়োগ করার সুযোগ পাইবে। ‘পেনশনার সঞ্চয়পত্র’ এ বিদ্যমান ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদানের পরিবর্তে মাসিকভিত্তিতে মুনাফা প্রদান করা হইবে। এই আদেশ ০১ ডিসেম্বর, ২০২৪ তারিখ হইতে কার্যকর হইবে।

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সুদ সহ পুন: বিনিয়োগ হয়ে যাবে।পরিবার সঞ্চয়পত্রের টাকাও পুন: বিনিয়োগ হয়ে যাবে।পুনরায় আর ফরম পুরণের ঝামেলা রইল না।
রেমিটেন্স এর টাকা দিয়ে কেনা বন্ড ৪ বার পুন: বিনিয়োগ হবে।পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার টাকা পাওয়া যাবে প্রতিমাসেপেনশনারদের এখন প্রতি মাসে মুনাফা দেওয়া হবে
   
https://bdservicerules.info/sanchaypatro-re-invest-process/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *