জমির পর্চার সাটিফাইড কপি বা অনলাইন কপি দুটিই গ্রহণযোগ্য কারণ এখন খতিয়ানে কিউআর কোড যুক্ত থাকে যা দিয়ে ভেরিফাই করা যায়-অনলাইনে খতিয়ান/পর্চা ডাউনলোড
বিএস থেকে এসএ কিভাবে বের করবো? – বি এস খতিয়ান থেকে আর এস এ খতিয়ান বের করার সুযোগ নেই এবং দাগ নম্বর জানতে আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করুন।
অনলাইনে খতিয়ান/পর্চা ডাউনলোড করা যায় না কেন? এক্ষেত্রে আপনাকে https://eporcha.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করে সাপোর্ট টিকেট অপশন সিলেক্ট করে সংশ্লিষ্ট সমবিস্তারিত উল্লেখ করে একটি সাপোর্ট টিকেট প্রস্তুত করতে হবে। সমবিস্তারিত তে অবশ্যই জেলা, উপজেলা, মৌজা ও খতিয়ান/পর্চা নম্বর উল্লেখ করতে হবে। সাপোর্ট টিম আপনার প্রদত্ত ইমেইল এড্রেস/ ফোন নম্বরে আপনাকে যথোপযুক্ত উত্তর প্রদান করবে। বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করুন। এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন/তাৎক্ষনিক কপি ১০০ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড/সত্যায়িত খতিয়ান কপির মূল্য পুন:নির্ধারণ করে ১০০ টাকা করা হয়েছে।
সি এস ও এস এ খতিয়ানের জমির দাগ নং জানি, কিন্তু RS খতিয়ান নাই দাগ নং জানিনা খতিয়ান কিভাবে পাবো? আরএসও অনলাইনে পাবেন কিন্তু এখনও সবকিছু অনলাইন ভিত্তিক হয়নি। তাই খতিয়ান নম্বর বা দাগ নম্বর জানতে অনুগ্রহ করে ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করুন।
এস এ খতিয়ান অনলাইন । এস এ খতিয়ান যাচাই । এস এ খতিয়ান ডাউনলোড
আপনাকে https://eporcha.gov.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে খতিয়ানের জন্য আবেদন করতে হবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করুন।
Caption: Apply for SA Khotian
এস এ রেকর্ড । এস খতিয়ান, আর এস খতিয়ান ডাউনলোড । এস এ খতিয়ান উত্তোলন করা উপায়
- ই পর্চা লিখে গুগল করে প্রথম লিংকে ক্লিক করুন অথবা সরাসরি এই eporcha.gov.bd/khatian লিংকে ভিজিট করুন।
- বিভাগ, জেলা, খতিয়ানের ধরন (সিএস বা অন্য যে কোনটি সিলেক্ট করুন), উপজেলা, মৌজা সিলেক্ট করুন।
- খতিয়ান, দাগ, মালিকের নাম বা পিতা/স্বামীর নাম এর যেকোন একটি সিলেক্ট করুন।
- খতিয়ান নম্বর দিন (এখানে দাগ নম্বরও দিয়েও খুজতে পারেন)
- ক্যাপচা এন্ট্রি করুন। অনুসন্ধান করুন ক্লিক করুন।
- আবেদন করুন ক্লিক করুন
- অনলাইন কপি সিলেক্ট করুন
- জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন ক্লিক করুন।
- ইমেইল ও ক্যাপচা লিখুন
- পরবর্তী ধাপ সিলেক্ট করলেই আপনি অনলাইন কপি দেখতে পাবেন এবং সেটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবে।
- এটিতে জলছাপ দেওয়া থাকে তাই এটি কোনভাবে দাপ্তরিক কাজে গ্রহণযোগ্য হবে না। তবে আপনি তথ্যগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং তথ্য নিশ্চিত হয়ে সার্টিফাইড কপি’র জন্য অন্যলাইনে আবেদন করতে পারবেন।
জমির খতিয়ানে ভূল নাম লিপিবদ্ধ হলে করণীয় কি?
The State Acquisition and Tenancy Act, 1950 এর ৪৩ ধারা মতে, এবং প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫ এর বিধি ২৩ এর উপবিধি (৩) অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করনিক ভুল (Clerical Mistake) সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যিনি বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে কাজ করেন তিনিই সংশোধন করতে পারেন। সহকারী কমিশনার (ভূমি) আবেদনের প্রেক্ষিতে বা প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ২২ বিধির উপবিধি (১) অনুযায়ী খতিয়ানে দৃষ্ট করণিক ভুল সংশোধনের জন্য প্রতিবেদন প্রাপ্তির পর পূর্ববর্তী জরিপের কাগজপত্র, প্রাথমিক খাজনা বিবরণী, কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের কপি এবং ২ নং রেজিস্ট্রার পর্যালোচনা ক্রমে এবং তিনি যে ধরনের অনুসন্ধান প্রয়োজন মনে করেন, তা করে এরূপ করণিক ভুল সংশোধনের নির্দেশ দেবেন। কালেক্টর কর্তৃক বা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত খতিয়ান এবং ২ নম্বর রেজিস্ট্রার অনুযায়ী সংশোধন করার নির্দেশ প্রদান করত সংশোধনলিপির কপি সংশ্লিষ্ট পক্ষকে প্রদান করবেন।
আমার বাবা জমি ডিসি খতিয়ানে চলে যায়, পরবর্তীতে আদালতের রায়ে খাজনা দেওয়ার অনুমতি পাই এবং আমরা খাজনা দেই অধ্যবদি দিয়ে আসছি কিন্তু মাঠ জরিপে পুরায় আমার জমি ডিসি খতিয়ানে দেখাচ্ছে। উপজেলা ভুমি অফিস থেকে সিলেট সেটেলমেন্ট অফিসে ডিসি খতিয়ান থেকে নিজ নামে জমি আনার জন্য আবেদন করি সিলেট সেটেলমেন্ট অফিস ও আবেদন ফেরত দেয়।
এখন আমার করনীয় কি বল্লে উপকৃত হব, আমি কি ভাবে আমার নিজ নামের (দলিলের ) জমি কি ভাবে ডিসি খতিয়ান থেকেআমার নিজ নামে আনতে পারি।
রায়ের কপি দেখালে খতিয়ান সংশোধন করে দিতে পারেন। যদি না দেয় পুনরায় মামলা করুন।