উপবৃত্তি সংক্রান্ত

উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ব্লকড এন্ড বাউন্স একাউন্ট সংশোধন সংক্রান্ত।

ব্লকড ও বাউন্সড ব্যাক কৃত (২০,৬৩১+২৯০০৮) =৪৯,৬৩৯টি একাউন্ট সংযুক্ত নির্দেশনা মোতাবেক ২৫ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সংশোধন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কারিগরি শিক্ষা অধিদপ্তর

এফ-৪/বি, আগারগাঁও, ঢাকা-১২০৭

www.techedu.gov.bd

স্মারক নং-৫৭.০৩.০০০০.০১০.৪০.০০৬.২১.৬৯; তারিখ: ১০ আগস্ট ২০২১

বিষয়: ২০২০-২১ অর্থ বছরে উপবৃত্তি প্রদানের জন্য নির্বাচিত সুবিধাভোগী শিক্ষার্থীদের ব্লকড এন্ড বাউন্স ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্ট সংশোধন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে, ২০২০-২০২১ অর্থ বছরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা Stipend MIS Software ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের একাউন্টে EFT সফল হয়নি বিধায় ibas++ হতে বাউন্স ব্যাক করা হয়েছে।

২। ব্যাংক/মোবাইল একাউন্ট এর একাউন্টধারীর নাম ভু, ডুপ্লিকেট একাউন্ট, ইনভ্যালিড একাউন্ট ইত্যাদি কারণে SPBMU (Social Protection Budget Management Unit) হতে ২০,৬৩১টি একাউন্ট ব্লকড হওয়ায় ২০-২১ অর্থ বছরের বরাদ্দ হতে Payroll এর জন্য বিবেচনা করা হয়নি।

৩। এমতাবস্থায় ব্লকড ও বাউন্সড ব্যাক কৃত (২০,৬৩১+২৯০০৮) =৪৯,৬৩৯টি একাউন্ট সংযুক্ত নির্দেশনা মোতাবেক ২৫ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সংশোধন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

মনজুরুল কাদের

পরিচালক (প্রশাসন)

কারিগরি শিক্ষা অধিদপ্তর

উপবৃত্তি জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ব্লকড এন্ড বাউন্স একাউন্ট সংশোধন সংক্রান্ত: ডাউনলোড

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *