উপবৃত্তি আপডেট ২০২৩ । উপবৃত্তি চাহিদা প্রস্তুত, যাচাই-বাছাই ও অনুমোদন সর্বশেষ সময়সীমা

উপবৃত্তি আপডেট ২০২৪ । নগদ একাউন্ট ছাড়া কি কেউ উপবৃত্তির টাকা পাচ্ছে না

শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও উপবৃত্তি পায়নি তাদের কার্যক্রম এখনও চলমান রয়েছে-তবে সর্বশেষ সময়সীমা নির্ধারিত রয়েছে – উপবৃত্তি আপডেট ২০২৪

উপবৃত্তি কবে বিতরণ শুরু হবে? – আদিষ্ট হয়ে মাঠ পর্যায়ের উপবৃত্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে সকল উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে, উপবৃত্তি চাহিদা অনুমোদন হয়েছে পর্যায়ক্রমে সবাই টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ। উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে তাই প্যানিক না করে অপেক্ষা করুন। নগদ একাউন্ট এর পাশাপাশি ব্যাংক হিসাবেও উপবৃত্তি আসছে। তবে বিকাশ একাউন্ট বা অন্য কোন মোবাইল একাউন্টে উপবৃত্তি আসছে না।

যারা উপবৃত্তির টাকা পাননি তারা পাবে না? হ্যাঁ পাবেন, স্কুল কলেজ সমূহ নির্ধারিত সময়ে বিতরণ শুরু করতে চাহিদা সংক্রান্ত কার্যাদি সম্পন্নকরণের জন্য PESP MIS Software উন্মুক্ত করা হয়েছে। উক্ত সময়ের সুবিধাভোগী শিক্ষার্থীদের অনুকূলে উপবৃত্তির চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, যাচাই-বাছাই ও অনুমোদন হয়ে বিতরণ শুরু হয়েছে। যাদের উপবৃত্তি বাউন্সব্যাক করেছে। তাদের গুলো পুনরায় ট্রান্সমিট করা হবে তাই অপেক্ষা করুন।

উপবৃত্তি যেহেতু একই সময়ে বিপুল সংখ্যক অভিভাবকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং এ প্রেরণ করা হয় তাই আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। বিচলিত না হয়ে অপেক্ষা করবেন। উপবৃত্তি সংক্রান্ত আপডেট এই সাইটে প্রকাশ করা হবে।

উপবৃত্তি (শ্রেণি হালনাগাদ) সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি/ উপবৃত্তি বিভাগ, প্ৰাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ প্রধানমন্ত্রী উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন না করলে তাদের উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হবে।

উপবৃত্তি আপডেট ২০২৪ । নগদ একাউন্ট ছাড়া কি কেউ উপবৃত্তির টাকা পাচ্ছে না

Caption: source of information

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৪ । উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া দেখে নিই

  1. দারিদ্র্য ও প্রক্সি মিন্স টেস্টিং যৌথ পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্যাদি যাচাই বাছাই এবং একটি বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
  2. শুধুমাত্র ৬ষ্ঠ এবং ১১শ শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন করতে পারবে।
  3. তবে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা যারা উপবৃত্তি কর্মসূচি বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাস করে নতুন ভর্তি হয়েছে তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে।
  4. তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির কোন শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না।
  5. শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষাভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
  6. এছাড়াও, শিক্ষা বোর্ড কর্তৃক মেধা/সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

তথ্য ঘাটতির কারণেই কি উপবৃত্তি পেতে বিলম্ব বা বাতিল হয়?

হ্যাঁ হয়। ২০২৩-২৪ অর্থ বছরের ২০২৩ সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ১২শ শ্রেনির শিক্ষার্থীদের মাঝে জুলাই-ডিসেম্বর/২০২৩ কিস্তিতে নিন্মোক্ত হারে উপবৃত্তির অর্থ বিতরণ করা হচ্ছে। উপবৃত্তি (শিক্ষার্থী কর্তৃক প্রাপ্য হার ২০২৩।  ৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ৭ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা প্রদান করা হয়। ৮ম (জুনিয়র দাখিলসহ) শ্রেণি- ২৫০×৬=১৫০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ১০ম (দাখিলসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০+১০০০ (পরীক্ষার ফি বাবদ)= ২৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ১২শ (আলিম ২য় বর্ষসহ) শ্রেণি- ৪০০×৬=২৪০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  উল্লেখ্য যে, জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তিতে ১১শ (আলিম ১ম বর্ষসহ) শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নেই।

প্রশ্নোত্তর পর্ব

  • প্রশ্ন: বিগত কিস্তির টাকা যারা এখনো পায়নি তাদের কী হবে?
  • উত্তর:  জুলাই-ডিসেম্বর/২০২৩ কিস্তির অর্থ বিতরণের পর সকল ধরনের বকেয়া অর্থ বিতরণ করা হবে।
  • প্রশ্ন: যৌথ শিক্ষার্থীদের একজন টাকা পেয়েছে আরেকজন পায়নি। তাদের কী হবে?
  • উত্তর: ইএফটি তে একাউন্ট সিঙ্গেল হওয়ায় এমন হয়েছে। বাদ পড়া অন্য একজনের একাউন্ট সমন্বয় করে উপবৃত্তি প্রদান করা হবে।
  • প্রশ্ন: যে সকল শিক্ষার্থীদের টাকা বিভিন্ন সমস্যার কারণে বাউন্স ব্যাক হয়েছে/রিটার্ন গেছে তাদের কী হবে?
  • উত্তর:  জুলাই-ডিসেম্বর/২০২৩ কিস্তির অর্থ বিতরণের পর সকল ধরনের বকেয়া অর্থ বিতরণ করা হবে।
  • প্রশ্ন: নগদ একাউন্ট কী স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে?
  • উত্তর: না। অবশ্যই নগদ একাউন্ট খুলতে হবে।
  • প্রশ্ন: স্কুলে দেওয়া বিকাশ/ রকেট বা অন্য একাউন্ট। অভিভাবকের এনআইডি দিয়ে অন্য নম্বরে নগদ খুলেছে।এখন কী করবে?
  • উত্তর: অন্য নম্বরে খোলা নগদ একাউন্ট বন্ধ করে স্কুলে দেওয়া নম্বরে নগদ খুলতে হবে।
  • প্রশ্ন: মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন করা যাবে কী?
  • উত্তর: ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। তবে আগে যেভাবে নির্দেশনা আসে সেভাবে কাজ করতে হবে। তারপর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে।
  • প্রশ্ন: নগদ একাউন্টের ক্ষেত্রে কোন ম্যাসেজ আসে না কেনো?
  • উত্তর: এবার ডিপিও, টিইও, এটিইও স্যারদের মোবাইলে ম্যাসেজ যাবে। উনারা প্রতিটি স্কুলে জানিয়ে দেবে।
  • প্রশ্ন: সকল শিক্ষার্থীর টাকা একসাথে আসে না কেনো?
  • উত্তর: এবার জেলা/উপজেলা ভিত্তিক সংশ্লিষ্ট জেলা/উপজেলার সকল শিক্ষার্থীদের টাকা একসাথে প্রেরণ করা হবে।

বিস্তারিত জানতে ভিডিও দেখুন

সূত্র: হেল্পিং পেজ অন ই- মনিটরিং

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৩ । উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি ও নিয়ম কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *