Outsourcing Recruitment 2024 । রাজস্বখাতে নিম্নগ্রেডে আর স্থায়ী নিয়োগ হবে না

Outsourcing Recruitment 2024 । রাজস্ব খাতে নিম্ন গ্রেডের স্থায়ী নিয়োগ হবে না

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে  গার্ড, পরিচ্ছন্নতা কর্মী, মালী, ইলেক্ট্রিশিয়ান ইত্যাদি পদে আউটসোর্সিং ভিত্তিতে জনবল নিয়োগ করা যাইবে-বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী নিয়োগ হবে না-Outsourcing Recruitment 2024 

কয়টি ক্যাটাগরিতে আর নিয়োগ হবে না?– আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ এবং উক্ত নীতিমালার আলোকে অর্থ বিভাগের ১০/০৬/২০১৯ তারিখের ২৫৯নং স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/পরিদপ্তর এর চাহিদা অনুসারে আউটসোর্সিং প্রক্রিয়ায় ০৫ (পাঁচ) ক্যাটাগরির সেবা ক্রয়ে অর্থ বিভাগ থেকে সম্মতি দেয়া হয়। উল্লেখ্য, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ জারির পরে ১৬-২০ গ্রেডভুক্ত বিভিন্ন পদে (অফিস সহায়ক ব্যতীত) রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের কোন সুযোগ নেই ।

অফিস সহায়কও কি আর নিয়োগ হবে না? অফিস সহায়ক নিয়োগ হইবে। অফিস সাপোর্ট স্টাফ ব্যতীত আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ এর যথাযথ বাস্তবায়ন ও সরকারি ব্যয়ের ক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/পরিদপ্তরের ১৬-২০ গ্রেডভুক্ত (অফিস সহায়ক ও টিওএন্ডইভুক্ত যানবাহনের বিপরীতে ড্রাইভার পদ ব্যতীত) শূন্য পদ সমূহের ক্ষেত্রে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ/ক্রয়ের প্রস্তাব অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

না। কোন সূযোগ নাই। আপনি যেহেতু একটি কোম্পানির মাধ্যমে চাহিদা মোতাবেক নিয়োগ হচ্ছেন তাই একই সরকারি প্রতিষ্ঠানে কোম্পানি আপনাকে নাও রাখতে পারেন। কোম্পানি চাইলেই আপনাকে চাকরি হতে অপসারণ করতে পারেন অথবা অন্যত্র বদলি করে অন্য প্রতিষ্ঠানে নিয়োজিত করতে পারেন। তাই মামলা বা রিটের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের চাকরি স্থায়ী হবে না। অস্থায়ী লোকবল নিয়োগে আউটসোর্সিং নীতিমালার স্পষ্টীকরণ।

আউটসোর্সিং চাকরি কোনদিনই স্থায়ী হবে না। এসব ৪র্থ শ্রেণীর পদগুলো মূলত বাতিল করা হয়েছে

অর্থ মন্ত্রণালয় গত ১০/০৬/২০১৯ খ্রি: তারিখের ০৭.১৫৩.০২৯.০৭.০০.০১.২০১৯.২৫৯ নম্বর পরিপত্র জারির মাধ্যমে Outsourcing সেবা মূল্য নির্ধারণ করেছে। আউটসোর্সিং (Outsourcing) প্রক্রিয়ার মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ এই নীতিমালা মোতাবেক আউটসোর্সিং চাকরিতে নিয়োগ দেয়া হয়।

 রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের কোন সুযোগ নেই ।

আউটসোর্সিং চাকরি ২০২৩ । অস্থায়ী চাকরির মেয়াদ, বেতন কাঠামো, নীতিমালা দেখুন

স্থায়ী পদ বিলুপ্তের তালিকা ২০২৪ কোন পদগুলোতে নতুন নিয়োগ হবে না?

  1. ক্যাটাগরি-১ বলতে ড্রাইভার (হেভী), সুপারভাইজার, কেয়ারটেকার, ওয়ার্ড মাস্টার, ইলেকট্রিশিয়ান, লিফট মেকানিক, এসি মেকানিক, পাম্প মেকানিক, জেনারেটর মেকানিক, অন্যান্য কারিগরি কাজ সংক্রান্ত টেকনিশিয়ান এবং অনুরূপ কাজ এর সেবাকে বুঝাবে ।
  2. সেবার ক্যাটাগরি-২ বলতে ড্রাইভার (লাইট), স্যানিটারি মিস্ত্রি (প্লাম্বার মিস্ত্রি), রাজমিস্ত্রি (ম্যাসন), কাঠমিস্ত্রি (কার্পেন্টার), রংমিস্ত্রি, পাম্প অপারেটর, এয়ারকন্ডিশন অপারেটর, জেনারেটর অপারেটর, ওয়ারম্যান, ওয়েল্ডার, মিটার রিডার এবং অনুরূপ কাজ এর সেবাকে বুঝাবে।
  3. সেবার ক্যাটাগরি-৩ বলতে সহকারী ইঞ্জিন মেকানিক, টেন্ডল, গ্রিজার, টেইলর, ডুবুরি এবং অনুরূপ কাজ এর সেবাকে বুঝাবে ।
  4. সেবার ক্যাটাগরি-৪ বলতে লন্ড্রি অপারেটর, ফরাশ জমাদার, সহকারী ইলেকট্রিশিয়ান, শুকানী, বাবুর্চি (কুক), গার্ডেনার (বাগানকর্মী), দক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজ এর সেবাকে বুঝাবে ।
  5. সেবার ক্যাটাগরি-৫ বলতে সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী), ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী), সহকারী গার্ডেনার, ইলেকট্রিক্যাল হেলপার, কার্পেন্টার (কাঠমিস্ত্রি) হেলপার, স্যানিটারি হেলপার, পাম্প হেলপার, গাড়ির হেলপার, এসি মেকানিক হেলপার, চৌকিদার, ল্যাব এটেনডেন্ট, ওটি এটেনডেন্ট, ইমার্জেন্সি এটেনডেন্ট, স্ট্রেচার বেয়ারার, ওয়ার্ড বয়, আয়া, সহকারী বাবুর্চি, লিফটম্যান, লাইনম্যান, ফরাশ, লস্কর, ম্যাসন হেলপার, ম্যাসেঞ্জার, মশালচি, এনিম্যাল এটেনডেন্ট, গেষ্ট হাউস এটেনডেন্ট, হোস্টেল এটেনডেন্ট, ডোম, বাইন্ডার, অদক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজ এর সেবাকে বুঝাবে ।

আউটসোর্সিং চাকরি কি?

আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পেশা। আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং বলতে রাজস্বখাত, মাস্টাররোল, চুক্তিভিত্তিক চাকরির বাহিরে সম্পূর্ণ স্থায়ী ভাবে জনবল নিয়োগকেই বোঝায়।

https://bdservicerules.info/%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A6/

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *