Sonali E wallet Email OTP । ইমেইল ওটিপিসহ ই ওয়ালেটে আরও ৪টি সেবা যুক্ত হয়েছে
সোনালী ই ওয়ালেট দিন দিন আরও বেশি উন্নত করা হচ্ছে-এরই ফলশ্রুতিতে ইমেইল ওটিপি, ভয়েস নোটিফিকেশন, ঢাকা ওয়াসা বিল পরিশোধ এবং ডেবিট কার্ড গ্রিন পিন সেবা পাওয়া যাবে–Sonali E wallet Email OTP
আপনার ওয়ালেটে মেন্যুগুলো নাই? হ্যাঁ। প্রথমে আপনি আপনার ই ওয়ালেট গুগল প্লে স্টোর হতে আপডেট করে নিন। আপডেট করার পর আপনি মেন্যুগুলো দেখতে পাবেন। সোনালী ই ওয়ালেটের যে কোন সেবা সতর্কতার সহিত ব্যবহার করুন। মিস ইউজ যাতে না হয় সেদিকে সজাগ থাকুন।
ট্রানজেকশন ওটিপি এখন ইমেইলে আসবে? হ্যাঁ। সোনালী ব্যাংকের গ্রাহকেরা সোনালী ই-ওয়ালেট এর লেনদেন করার ওটিপি আগে শুধুমাত্র মোবাইলে মেসেজ আকারে পেতেন। এখন থেকে গ্রাহকেরা ই-মেইলে ও- ওটিপি পাবেন। অতি সম্প্রতি সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপের সাথে এই সার্ভিস টি যুক্ত করেছে। সার্ভিস টি উপভোগ করতে প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিন। তারপর অপশন থেকে ই-মেইলে ওটিপি সার্ভিস টি যুক্ত করুন। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ই-মেইলে ওটিপি পেয়ে যাবেন। ওটিপি ডেলে বা দেরিতে ওটিপি আসা বন্ধ হবে এবং দ্রুত আপনি ওটিপি পেয়ে যাবেন।
ওয়াসা বিল দেয়া যাবে? হ্যাঁ। বিটিসিল, ডিপিডিসি এবং ডেসকো বিল আগেই ই ওয়ালেট এর মাধ্যমে পরিশোধ করা যেত। এখন বিল পে অপশন ব্যবহার করে আপনি ঢাকা ওয়াসা পানির বিলও পরিশোধ করতে পারবেন। পরিষেবা বিল পরিশোধের অপশনগুলো ক্রমান্বয়ে যুক্ত হচ্ছে।
সোনালী ই ওয়ালেট নতুন আপডেট / নতুন ৪টি সেবা যুক্ত হয়েছে
অপশন বা সার্ভিস পেতে আপনার ওয়ালেটটি গুগল প্লে স্টোর হতে আপডেট করে নিন।
Caption: Sonali E wallet Update
ইমেইল ওটিপি একটিভ করার নিয়ম ২০২৪ । যেভাবে আপনি ইমেইল ওটিপি অপশন চালু করবেন
- প্রথমে ই ওয়ালেটে পিন দিয়ে প্রবেশ করুন।
- Menu বাটন ট্যাপ করুন।
- OTP Switch Mode ট্যাপ করুন।র্লী
- Add email as OTP Channel Click করুন।
- With OTP Verification ট্যাপ করুন।
- পিন নম্বর দিয়ে Submit করুন।
- মোবাইল নম্বর এবং আপনার ইমেইলে যাওয়া দুটি ওটিপি লিখুন।
- Verify OTP ক্লিক করলেই কাজ শেষ।
সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি কাজ করা যায়?
নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করতে পারবেন। যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ করতে পারবেন। একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা যায়। ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ করা যায়। ডিপিএস/ঋণের কিস্তি প্রদান-ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা পাওয়া যায়। ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা- অনলাইনেই এখন মিলিওনিয়ার স্কিম সহ অন্য স্কিমগুলো খোলা যায় এবং এফডিআর করা যায় টাকা।
Sonali e wallet Loan payment 2024 । সোনালী ই ওয়ালেটের মাধ্যমে লোনের কিস্তি পরিশোধ করা যাবে?