ডিপিএস বা ডিপোজিট স্কীম বলতে বোঝায় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা ও আসল সহ একটি বড় অংকের অর্থ পাওয়া। ডিপিএস রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফাকারী ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড।
সোনালী ব্যাংক লিমিটেড মোট ১১টি সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কীম চালু রেখেছে। Sonali Bank Millionaire Scheme সংক্ষেপে SBMS নামে পরিচিত। ৩ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২০ বছর মেয়াদী মিলিওনিয়ার স্কিম রয়েছে যেগুলোর আপনি আপনার ইনকাম শুরু হলে করে নিতে পারেন। DPS Deposite pesnion Scheme নামেও পরিচিত। সোনালী ব্যাংক লিমিটেড নিম্নলিখিত মিলিওনিয়ার পেনশন স্কীম অফার করে।
হিসাব খোলার নিয়মাবলী
১. আঠার (১৮) বছর এবং তদূর্ধ্ব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় এ হিসাব খুলতে পারবেন। পিতামাতা/আইনগত অভিভাবকের সাথে নাবালক/নাবালিকার নামেও এ হিসাব খোলা যাবে।
২.আমানতকারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. হিসাব খোলার সময় হিসাধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।
সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কীম (SBMS) | ||
Sonali Bank Millionaire Scheme | ||
সময় কাল (বছর) | মুনাফার হার ৬.০০% (চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়) | |
২০ | মাসিক কিস্তি | ১৯৬০.০০ |
প্রিন্সিপাল | ৪৭০৪০০.০০ | |
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা | ৫২৯৬০০.০০ | |
মোট প্রাপ্য | ১০,০০,০০০.০০ | |
১৫ | মাসিক কিস্তি | ৩২০০.০০ |
প্রিন্সিপাল | ৫৭৬০০০.০০ | |
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা | ৪২৪০০০.০০ | |
মোট প্রাপ্য | ১০,০০,০০০.০০২০ | |
১৪ | মাসিক কিস্তি | ৩৭০০.০০ |
প্রিন্সিপাল | ৬২১৬০০.০০ | |
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা | ৩৭৮৪০০.০০ | |
মোট প্রাপ্য | ১০,০০,০০০.০০১৫ | |
১২ | মাসিক কিস্তি | ৪৫০০.০০ |
প্রিন্সিপাল | ৬৪৮০০০.০০ | |
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা | ৩৫২০০০ | |
মোট প্রাপ্য | ১০,০০,০০০.০০১২ | |
৮ | মাসিক কিস্তি | ৮১৬০.০০ |
প্রিন্সিপাল | ৭৮৩৩৬০.০০ | |
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা | ২১৬৬৪০.০০ | |
মোট প্রাপ্য | ১০,০০,০০০.০০৮ |
সোনালী সঞ্চয় স্কীম Sonali Deposit Scheme (SDS)
ক) | হিসাবের মেয়াদকাল | : | ৫ (পাঁচ বৎসর) |
খ) | মাসিক কিস্তির পরিমাণ | : | ৫০০ টাকা, কিংবা ইহার গুনীতক সর্বোচ্চ ১০,০০০ টাকা |
গ) | সুদের হার | : | বার্ষিক ৮.৫০ শতাংশ ( চক্রবৃদ্ধি হারে) |
ঘ) | কিস্তি প্রদানের তারিখ | : | প্রতি মাসের ১৬ হইতে ২৫ তারিখের মধ্যে। অগ্রিম কিস্তি জমা দেবার সুবিধা আছে। |
ঙ) | হিসাব খোলার নিয়মাবলীঃ | : | -১৮বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে। – হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে। – নমিনী বাধ্যতামূলক। |
চ) | কিস্তি খেলাপী হলেঃ | : | নির্দিষ্ট তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা দানে ব্যর্থ হলে নির্ধারিত ফিসহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপী কিস্তি জমা দেয়া যাবে। |
ছ) | পর পর ২(দুই) মাসের কিস্তি খেলাপী হলে হিসাবটি | : | প্রতি ১০০.০০ টাকা কিস্তির প্রতি মাসে সুদ ১.০০ টাকা এবং পুনঃচালুকরণ ফি বাবদ প্রতি বারের জন্য প্রতি ১০০.০০ টাকায় ৫.০০ টাকা এবং ৬মাসের বেশী খেলাপী হলে জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি হিসাবে ১০০.০০ টাকা আদায়পূর্বক ব্যবস্থাপকের অনুমোদনসাপেক্ষে হিসাবটি পুনরায় চালু করা যাবে |
জ) | মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে | : | – হিসাব খোলার ১(এক) বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেয়া হবে। – হিসাবের মেয়াদ ১(এক) বছরের অধিক কিন্তু ৩(তিন) বছর পর্যন্ত ৫% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে। – হিসাবের মেয়াদ ৩(তিন) বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হলে ৬% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে। |
ঝ) | ঋণসুবিধা | : | তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ ৯০% । সুদের হার আমানত হিসাবে প্রদত্ত সুদ হারের ২% উর্দ্ধে। |
ঞ) | বোনাস সুবিধাঃ | : | হিসাব খোলার পর থেকে কোন কিস্তি খেলাপী না হলে মেয়াদ পূর্তী শেষে নির্ধারিত হারে বোনাস প্রদান করা হবে। |
আপনার প্রতি মাসে আয়কৃত অর্থ হতে উপরের ডিপিএস স্কীম গুলো হতে একটি গ্রহণ করে আপনি নির্দিষ্ট সময় পরে একটি বড় অংকের টাকার মালিক হতে পারেন। অনেক উন্নত দেশে ব্যাংকে অর্থ রাখলে কোন মুনাফাই পাওয়া যায় না। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদ শেষে একটি ভাল অংকের অর্থের মালিক হওয়া যায়।
GPF Balance
Vol 33,page:9
UAO/JAL/Nil/266
স্যার এই মিলিওনিয়ার স্কিম যেকোনো সময় খোলা যায়
জি যে কোন সময় খোলা যায়।
Akhon 20 year mase Koto Tk dite hobe
১,৫৫৫.০০ মাসিক ২০ বছরের জন্য করতে পারেন।
Keo jodi 4000 tk kore SDS a taka rakhe..5 yr meyad a.. Tbe se meyadante koto taka pabe..ai rokom ki kuno info ace?
১০০০ টাকা প্রতি মাসে কিস্তি দিলে বা জমালে ৫ বছর ১০ বছর মেয়াদি কত দিবে লাভ সহ।
জমা কিস্তির টাকা কি অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের অন্যান্য শাখার মাধ্যমে জমা দেয়ার সুযোগ আছে?
আছে। তবে এজন্য এখন সোনালী ই ওয়োলেট ব্যবহার করতে পারেন।
টাকা জমা দেয়াী নিয়ম কি??
অন্য ব্যাংক থেকে বেতন হয়,,,অটোমেটিক মাসিক কিস্তির টাকা কেটে নেয়ার সুবিধা পাওয়া যাবে কি????
সোনালী ব্যাংকে হিসাব থাকতে হবে।
স্যার মাসে এক হাজার টাকা করে জমা রাখলে তিন বছরে লাভ সহ কত টাকা পাবোএবং পাঁচ বছর রাখলে লাভ সহ কত টাকা পাবো।উওটা পেলে খুশি হবো।
ন্যূনতম ৩ বছরের জন্য রাখতে হবে। ১,৫৫৫.০০ টাকা করে ২০ বছর জমা করলে ১০ লক্ষ পাবেন। এটি মিলিওনিয়ার স্কিম।
আম প্রতিমাসে ১ লক্ষ টাকা করে জমা করতে চাই
এক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব আপনি সঞ্চয়পত্র ক্রয় করুন এবং পাশাপাশি একটি সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম গ্রহণ করুন। সঞ্চয়পত্রে ১১% এর বেশি মুনাফা এবং মিলিওনিয়ার স্কিমে আপনি আপনার ক্ষুদ্র উদ্বৃত্ত অর্থ জমা করুন।
সোনালী ব্যাংকে ৫ বছরের ডিপিএস ২ মেয়াদ হলে ভেঙে ফেললে কত টাকা পাওয়া যায়
এটি ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করবে। মুনাফার হার কত ছিল তা অনুসারে। সাধারণ সময়ের পূর্বে ভাঙ্গালে ব্যাংকরেট ৫% ধরতে পারে।
স্যার, পারিবারিক সমস্যার কারণে এসবিএমএস এর ৮টি কিস্তি বকেয়া আছে। আমি হিসাবটির কিস্তি কন্টিনিউ করতে চাই। পরামর্শ দিবেন প্লিজ ।
অবশ্যই করবেন। ব্যাংকে কথা বলে কিনুন।