ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের ভূমি ব্যাবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির জন্য প্রকল্পের ডিপিপিতে নির্ধারিত হার ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-২ এর গত ২৪.১১.২০২১ তারিখের ৩১.০০.০০০০.০৫৩.১৪.১৪৯.২০.৯৮ নং স্মারক পত্রমূলে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় মহােদয়ের অনুমােদনক্রমে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভূমি মন্ত্রণালয়
পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
স্মারক নম্বর: ৩১.০০.০০০০.০৫৩.১৪.১৪৯.২০.১২০ তারিখ: – ২১ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ
প্রজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের ভূমি ব্যাবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির জন্য প্রকল্পের ডিপিপিতে নির্ধারিত হার ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-২ এর গত ২৪.১১.২০২১ তারিখের ৩১.০০.০০০০.০৫৩.১৪.১৪৯.২০.৯৮ নং স্মারক পত্রমূলে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় মহােদয়ের অনুমােদনক্রমে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলাে:
শর্তসমূহ:
(১) ডাটা এন্ট্রির এ হার গত ১২/১২/২০২১ তারিখ হতে কার্যকর করা হলাে। উক্ত তারিখের পূর্বে এন্ট্রিকৃত ডাটার ক্ষেত্রে ডাটা এন্ট্রিকারী ও যাচাইকারীগণ পূর্বের নির্ধারিত হারে পারিশ্রমিক প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করবেন।
(২) আউটসাের্সিং এর মাধ্যমে ডাটা এন্ট্রি করা যাবে;
(৩) প্রকল্প থেকে ডাটা এন্ট্রি খাতে পূর্বের ছাড়কৃত টাকার হিসাব প্রেরণ করতে হবে;
(৪) মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভিন্ন কোন খাতের ডাটা এন্ট্রি দেখিয়ে কোন টাকা উত্তোলন করা যাবে না;
(৫) ডাটা এন্ট্রির সকল খরচের যাবতীয় বিল-ভাউচার সংরক্ষণযােগ্য ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষাযযাগ্য;
(৬) প্রতিবার অর্থ ছাড়ের খাতভিত্তিক হিসাব পৃথক পৃথকভাবে নির্ধারিত ছকে প্রদর্শনসহ অব্যয়িত অর্থের হিসাব প্রকল্প কার্যালয়ের চাহিদা মােতাবেক ফেরত প্রদান করতে হবে; এবং
(৭) ডাটা এন্ট্রির এ হার শুধুমাত্র ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পের জন্য প্রযােজ্য হবে।
২। ইহা অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত/২১/১২/২০২১
প্রদীপ কুমার দাস
অতিরিক্ত সচিব (উন্নয়ন)।
ফোন: ৯৫৪০০৩৭
ই-মেইল: [email protected]
ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির হার পুনঃনির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড