অটোমেশনে ডাটা এন্ট্রি হার

ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির হার পুনঃনির্ধারণ সংক্রান্ত।

ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের ভূমি ব্যাবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির জন্য প্রকল্পের ডিপিপিতে নির্ধারিত হার ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-২ এর গত ২৪.১১.২০২১ তারিখের ৩১.০০.০০০০.০৫৩.১৪.১৪৯.২০.৯৮ নং স্মারক পত্রমূলে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় মহােদয়ের অনুমােদনক্রমে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.minland.gov.bd

স্মারক নম্বর: ৩১.০০.০০০০.০৫৩.১৪.১৪৯.২০.১২০ তারিখ: – ২১ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ

প্রজ্ঞাপন

ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের ভূমি ব্যাবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির জন্য প্রকল্পের ডিপিপিতে নির্ধারিত হার ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা-২ এর গত ২৪.১১.২০২১ তারিখের ৩১.০০.০০০০.০৫৩.১৪.১৪৯.২০.৯৮ নং স্মারক পত্রমূলে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় মহােদয়ের অনুমােদনক্রমে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলাে:

ডাটা এন্ট্রির হার নির্ধারণ

শর্তসমূহ:

(১) ডাটা এন্ট্রির এ হার গত ১২/১২/২০২১ তারিখ হতে কার্যকর করা হলাে। উক্ত তারিখের পূর্বে এন্ট্রিকৃত ডাটার ক্ষেত্রে ডাটা এন্ট্রিকারী ও যাচাইকারীগণ পূর্বের নির্ধারিত হারে পারিশ্রমিক প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করবেন।

(২) আউটসাের্সিং এর মাধ্যমে ডাটা এন্ট্রি করা যাবে;

(৩) প্রকল্প থেকে ডাটা এন্ট্রি খাতে পূর্বের ছাড়কৃত টাকার হিসাব প্রেরণ করতে হবে;

(৪) মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভিন্ন কোন খাতের ডাটা এন্ট্রি দেখিয়ে কোন টাকা উত্তোলন করা যাবে না;

(৫) ডাটা এন্ট্রির সকল খরচের যাবতীয় বিল-ভাউচার সংরক্ষণযােগ্য ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষাযযাগ্য;

(৬) প্রতিবার অর্থ ছাড়ের খাতভিত্তিক হিসাব পৃথক পৃথকভাবে নির্ধারিত ছকে প্রদর্শনসহ অব্যয়িত অর্থের হিসাব প্রকল্প কার্যালয়ের চাহিদা মােতাবেক ফেরত প্রদান করতে হবে; এবং

(৭) ডাটা এন্ট্রির এ হার শুধুমাত্র ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পের জন্য প্রযােজ্য হবে।

২। ইহা অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত/২১/১২/২০২১

প্রদীপ কুমার দাস

অতিরিক্ত সচিব (উন্নয়ন)।

ফোন: ৯৫৪০০৩৭

ই-মেইল: [email protected]

ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে বিভিন্ন ধরণের ডাটা এন্ট্রির হার পুনঃনির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *