ফাইজার (Pfizer-BioNTech Covid-19 Vaccine) ভ্যাকসিন বুথ বৃদ্ধি সংক্রান্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর জন্য কোভ্যাক্স ফ্যাসিলিটি হতে ১,০০,৬২০ (এক লক্ষ ছয়শত বিশ) ডোজ ফাইজার ভ্যাকসিন (Pfizer-BioNtech Covid-19 Vaccine) পেয়েছে। উক্ত ভ্যাকসিন তাপমাত্রা সংবেদনশীল হওয়ায় ঢাকার বাইরে প্রদান করা সম্ভব নয়। এজন্য নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহকে টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই)
স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
স্মারক নং-স্বা.অধি/ইপিআই/ফিল্ড সার্ভিস/কোভিড-১৯/২০২১/১১৮৬; তারিখ: ০৮/০৭/২০২১ খ্রি:
বিষয়: ফাইজার (Pfizer-BioNTech Covid-19 Vaccine) ভ্যাকসিনেশন কেন্দ্রে বুথ বৃদ্ধি প্রসঙ্গে।
আপনি অবগত আছেন যে, গত ২৭ শে জানুয়ারি ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্বোধন করার পর ৭ই ফেব্রুয়ারি ২০২১ সারা দেশব্যাপী একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়। এই মহাকর্মযজ্ঞে আপনাদের অসামান্য অবদান ও সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর জন্য কোভ্যাক্স ফ্যাসিলিটি হতে ১,০০,৬২০ (এক লক্ষ ছয়শত বিশ) ডোজ ফাইজার ভ্যাকসিন (Pfizer-BioNtech Covid-19 Vaccine) পেয়েছে। উক্ত ভ্যাকসিন তাপমাত্রা সংবেদনশীল হওয়ায় ঢাকার বাইরে প্রদান করা সম্ভব নয়। এজন্য নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহকে টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
১। ঢাকা মেডিকেুল কলেজ হাসপাতাল, ঢাকা।
২। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল , ঢাকা।
৩। শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৪। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
৫। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয, ঢাকা
৬। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
৭। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।
নীতিমালা ও নির্দেশনা মোতাবেক বর্তমানে এই ৭টি কেন্দ্রে ২টি করে বুথ দিয়ে ফাইজার (Pfizer-BioNtech Covid-19 Vaccine) ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন থেকে এই সকল কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক বুথ বৃদ্ধি করে প্রতি কেন্দ্রে মোট ৫টি বুথ দিয়ে ফাইজার (Pfizer-BioNtech Covid-19 Vaccine) ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এখানে উল্লেখ্য যে, প্রতিটি বুথে ২ জন করে ভ্যাকসিনেটর থাকতে হবে যাদের মধ্যে ন্যূনতম ১ জন ফাইজার ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রশিক্ষণপ্রাপ্ত ভ্যাকসিনেটর থাকা বাধ্যতামূলক করতে হবে।
প্রতিদিন গড়ে ১০০০ বা আরও বেশি সংখ্যক গ্রাহককে টিকা দেয়ার উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
(ডা. মো: শামসুল হক)
লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ)
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ও সদস্য সচিব
কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটি
Email: mncah@ld.dghs.gov.bd
ফাইজার (Pfizer-BioNTech Covid-19 Vaccine) ভ্যাকসিন বুথ বৃদ্ধি সংক্রান্ত: ডাউনলোড