ব্যাংকিং নিউজ বাংলাদেশ

Sonali E wallet Digital App । সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপে লেনদেন হবে ঘরে বসেই

লেনদেনের ক্ষেত্রে অনারী ব্যাংকটি হয়ে গেছে এখন অত্যাধুনিক। অন্যান্য ডিজিটাল ব্যাংকের মত সোনালী ব্যাংক এখন অনলাইন সেবায় এসে গেছে-Sonali E wallet Digital App

এখন ঘরে বসেই আপনি আপনার হিসাব থেকে অন্য ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। এ সুবিধাটি একটি অ্যাপ ব্যবহার করে গ্রহণ করা যাবে। তবে শুধুমাত্র সঞ্চয়ী ও চলতি হিসাবধারীক্ষেত্রে ক্ষেত্রে এ সেবাটি প্রযোজ্য হবে।  Android ও IOS এ ভার্ষন এ পাওয়া যাবে।

সোনালী ব্যাংক ই ওয়ালেট ২০২৪ । অ্যাপটি হতে বর্তমানে যে সকল সুবিধা পাবেন

1. Branch location (ব্রাঞ্চ লোকেশন)
2. ATM location (এটিএম লোকেশন)
3. Bank balance check ( ব্যাংক ব্যালান্স চেক)
4. Wallet balance check (ওয়ালেট ব্যালান্স চেক)
5. Add money from Bank to wallet (ব্যাংক থেকে ওয়ালেট এ টাকা অ্যাড)
6. Deposit money from wallet to Bank A/C (ওয়ালেট থেকে ব্যাংকে টাকা পাঠান)
7. Wallet to wallet send money( ওয়ালেট থেকে ওয়ালেট)
8. Bank A/c to bank A/c send money (SBL)(সোনালী ব্যাংকের যে কোন একাউন্ট টাকা পাঠান)
9. Wallet to Bank A/c send money ( ওয়ালেট থেকে ব্যাংক)
10. Bank A/c to wallet send money( ব্যাংক থেকে ওয়ালেট)
11. Send money from SBL to others bank (BEFTN)( যে কোন ব্যাংকে টাকা পাঠান)
12. Bank statement (ব্যাংকের স্টেটমেন্ট)
13. Wallet statement (ওয়ালেট স্টেটমেন্ট)
14. Mobile recharge ( মোবাইল রিচার্জ)
15. Utility bill payment (বিল পে)
16. Credit card bill payment (SBL only right now)( সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পে করুন।
অগাধ সুবিধার সাথে কিছু সীমাবদ্ধ রয়েছে এ সার্ভিসটিতে তবু বলবো সোনালী ব্যাংক অন্যান্য ব্যাংকের মত আধুনিকায়ন হচ্ছে। এখন অনেক ব্যাংকিং সুবিধা এখানে যুক্ত করা হয়নি। তবে অ্যাপটি ব্যবহার করতে যে সকল সীমাবদ্ধতা রয়েছে।অ্যাপ্স টিতে রেজিষ্ট্রেশন করতে ১৩ সংখ্যার ব্যাংক একাউন্ট, ব্যাংক এ যে ফোন নাম্বার দেওয়া আছে পিন। আপনার ব্রাঞ্চে গিয়ে একটিভ করে নিন। তারপর উপভোগ করুন অ্যাপ্সটি। সোনালী ব্যাংকে ই-ওয়ালেট একটি ডিজিটাল ব্যাংকিং সেবা যা অন্যান্য ব্যাংকের অ্যাপ থেকে এগিয়ে।
M Emran H বলেছেন যে, আমি তো একটু আগে সেন্ডমানি করলাম সোনালী ব্যাংকের এক একাউন্ট হ‌ইতে অন্য একাউন্টে টাকা সাথে সাথে ঢুকলো। অন্য ব্যাংক একাউন্টে পাঠালে একটু সময় লাগে ছুটির দিনে লেনদেন না করাই ভালো সকালে টাকা পাঠালে ঐ দিনেই টাকা ঢুকবে ইনশাআল্লাহ।

2 thoughts on “Sonali E wallet Digital App । সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপে লেনদেন হবে ঘরে বসেই

  • ওয়ালেট থেকে কি ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এ লেনদেন করা যায়!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *