ইউরো – মুদ্রা প্রতীক – € – ব্যাংক কোড: EUR) হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে। পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করতে শুরু করে।

Euro to BDT Bangladesh Bank-বাংলাদেশে ডলারের ব্যাংক রেট ৯৫.০০ টাকা এবং ১ ইউরোতে ৯৪.৪৬৮০ টাকা। সে হিসেবে ডলারের মান ইউরোর থেকে বেড়ে গেছে। ৫০ পয়সারও পড়ে গেছে ডলার থেকে ইউরোর মান। বাংলাদেশ সহ পৃথিবীতে বর্তমানে ডলারের নিচে অবস্থান করছে ইউরো।

৫০০ ইউরো কত টাকা? ১ ইউরো = ৯৪.৪৬৮০ টাকা হলে ৫০০ ইউরোতে ৫০০ * ৯৪.৪৬৮০ = ৪৭,২৩৪ টাকা। সেখানে যদি আমরা ৫০০ ডলারের বাংলাদেশী টাকায় রূপান্তর করে তুলনা করি তাহলে ৫০ ডলারে বাংলাদেশী টাকায় ৫০০*৯৫.০০ = ৪৭,৫০০ টাকা। তাহলে মাত্র ৫০০ এককে ২৬৬ টাকা ইউরো মান কমে গেছে।

Romanian leu (RON) to Euro (EUR) currency exchange rates / 1 USD to EUR – US Dollars to Euros Exchange Rate 2022

আজকে রোমানিয়া টাকার রেট বাংলাদেশি টাকায় 01 Leu = ১৯.৩০৫৭ টাকা। ইউরো (€) টু টাকা এর রেট জানার আগে আমাদের মাথায় রাখতে হবে আমেরিকান ডলারের মতো প্রত্যেক দিন ইউরো এর রেট কম বেশি হয়ে থাকে। আজ ২৪-০৮-২০২২ তারিখে ইতালির ১ ইউরো সমান বাংলাদেশের ৯৪.৪৬৮০ টাকা।

Caption: 1 USD to EUR – US Dollars to Euros Exchange Rate in Bangladesh / Dollar = Euro : 1.00 US Dollar = 1.0029669 Euros

বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশী মান । Difference between Euro and Euro dollar

A. Inter-bank exchange rates as on Aug 23, 2022:
CurrencyDay´s lowestDay´s highest
USD95.000095.0000
B. Cross rates as on Aug 23, 2022:
CurrencyBuyingSelling
EUR94.439594.4680
GBP111.7675111.8055
AUD65.312565.3315
JPY0.69090.6911
CAD72.735672.7579
SEK8.85748.8794
SGD67.934867.9591
CNH13.831313.8349
INR1.18961.1897
LKR3.75793.8000

ডলারের বিপরীতে ইউরোর দাম ঠিক কতটা কমেছে??

০.৯৯৪৪ টাকা অংশ কমে গেছে ইউরোর মান। বাংলাদেশে ডলারের বিপরীতে প্রতি এক টাকায় ৯৫.০০ টাকা পাওয়া গেলেও ১ ইউরোতে ৯৪.৪৬৮০ টাকা পাওয়া যাবে।  এক দশকে সর্বোচ্চ মূল্যস্ফীতি আর গ্যাসের উচ্চমূল্যে ইউরোপ যখন মন্দার দিকে, তখন জার্মানি ও ফ্রান্সের দুর্বল অর্থনৈতিক ডাটা সেই শঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, জ্বালানি ও অর্থনৈতিক সংকট আরো বাড়ছে ইউরোজোনে। এর প্রভাব পড়ছে মুদ্রাবাজারেও। গতকাল মঙ্গলবার ডলারের বিপরীতে ইউরোজোনের একক মুদ্রা ইউরোর দাম ২০ বছরে সর্বনিম্ন হয়েছে