ই-ওয়ালেট সোনালী ব্যাংকের ডিজিটাল সেবা।
ই-ওয়ালেট সোনালী ব্যাংকের ডিজিটাল সেবা। তবে ই-ওয়ালেট সম্পর্কে অনেক ব্রাঞ্চের ম্যানেজারও ভাল ধারনা রাখে না। ই-ওয়ালেট সম্পর্কে আসুন কিছু তথ্য জেনে নিই। ব্যাংকে আপনার DPS থাকলে, তার মেয়াদ ১ বছরের বেশী হলে, ঐ সময়ে নগদায়নের উপর ৯০% লোন পাবেন। ইন্টারেস্ট মাত্র ৯%. Just ছবি আর ID কার্ড নিয়ে, ব্যাংকে যোগাযোগ করার ২০ মিনিটের মধ্যে লোনের
টাকা হাতে পাবেন।
১। সঞ্চয়পত্রের বিপরীতে কখনও ঋন নেওয়া যায় না.
২। BEFTN এ কোন চার্জ নেই. Sonali eWallet এ, সেন্ড মানি ও কোন চার্জ নেই.
৩। FDR rate -5.60% ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর এবং ৩ বছর পর্যন্ত করা যায়. আপনি নবায়ন না করলেও, তা ৩ মাস অন্তর অন্তর অটো নবায়ন হবে।
৪। বিকাশ এর পিন কিংবা Sonali eWallet এর পিন নম্বর কখনও কাউকে বলবেন না।
৫। TIN certificate থাকলে, তা ব্যাংকে গিয়ে, প্রত্যেকটি একাউন্টে add করবেন. এতে, আপনি ৫% tax রেহাই
পাবেন।
৬। ব্যাংকে আপনার DPS থাকলে, তার মেয়াদ ১ বছরের বেশী হলে, ঐ সময়ে নগদায়নের উপর ৯০% লোন পাবেন। ইন্টারেস্ট মাত্র ৯%. Just ছবি আর ID কার্ড নিয়ে, ব্যাংকে যোগাযোগ করার ২০ মিনিটের মধ্যে লোনের
টাকা হাতে পাবেন।
৭। পরপর ৩ বার ভুল পিন নাম্বার দিলে, eWallet লক হয়ে যাবে। এইজন্য শাখায় যেতে হবে।
৮। BEFTN করার সময়, নাম কিংবা হিসাব নম্বর কিংবা শাখার নাম ভুল হলে, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই।
৯। ৩-৫ দিনের মধ্যে, আপনার হিসাবে টাকা ফেরত আসবে. তদুপরি, আপনি support. ewallet@sonalibank.com.bd তে মেইল দিয়ে জানিয়ে দিতে পারেন।
১০। যদি আপনি ডিপিএস এর মেয়াদপুর্তিতে কিংবা মেয়াদ পুর্ন হওয়ার আগে ভাঙাতে চান, তবে ডিপিএসের নম্বরটি নিয়ে গেলেই, ২০ মিনিটের মধ্যে টাকা পাবেন। যদি FDR ভাঙাতে চান, তবে কষ্ট করে FDR রিসিপ্টটি নিয়ে যাবেন।
১১। সরকারী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ঋনসীমা – ৫ লক্ষ টাকা।
পার্সোনাল লোনের সর্বোচ্চ সীমা -২০ লক্ষ টাকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময়
সোনালী ব্যাংকের সাথেই থাকুন।
ক্রেডিট: Anjan Khastagir