মুক্তিযোদ্ধা স্মার্টকার্ড সুবিধা ২০২৩ ঘরে বসেই আজ বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয়পত্র তথা স্মার্টকার্ড এবং ডিজিটাল সনদপত্র পাওয়া যাবে। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিচয়পত্র বা স্মার্টকার্ড সুবিধা কুরিয়ার যোগে বাড়ি/বাসার ঠিকানায় পাঠানো হয়।

নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরচিয়পত্র তথা স্মার্ট কার্ড থেকে তথ্য ও ছবি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটি তৈরি করেন। এই স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণ বেশি কিছু নাগরিক সুবিধা ভোগ করবেন।

সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি সদস্য দৈনিক ১২৫ লিটার পানির বিল মওকুফ সুবিধা পান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার নিজস্ব বাড়ির ১৫ শত বর্গফুট পর্যন্ত হোল্ডিং ট্যাক্স, দুই বার্নার গ্যাসের বিল, দুইশ ইউনিট বিদ্যুৎ বিল মওকুফ সুবিধা পান। স্মার্ট কার্ডের মাধ্যসে এ সমস্ত সুবিধা প্রদান আরও সহজীকরণ করা হল।

ঘরে বসে মুক্তিযোদ্ধা পরিচয়পত্র পাওয়া যাবে / মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় স্মার্ট বাড়ি/বাসার ঠিকানায় পৌছে দিবে।

মুক্তিযোদ্ধা পরিচয়পত্র সরকারি সম্পত্তি যা হস্তান্তরযােগ্য নয় এবং এ পরিচয়পত্রে উল্লিখিত সুবিধাদি কেবল বীর মুক্তিযােদ্ধাগণই প্রাপ্য। এ স্মার্ট কার্ডধারী বীর মুক্তিযােদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নীতিমালা অনুসারে সরকার নির্ধারিত সকল সুবিধা প্রাপ্য হবেন। এ স্মার্ট কার্ডধারী বীর মুক্তিযােদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন। এ পরিচয়পত্রের মেয়াদ বীর মুক্তিযােদ্ধার মৃত্যু পর্যন্ত বলবৎ থাকবে।

মুক্তিযোদ্ধা পরিচয়পত্র বা স্মার্টকার্ড সুবিধা ২০২২

স্মার্ট কার্ড চুরি হলে বা হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি এন্ট্রি করতে হবে, জিডির কপিসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ডুপ্লিকেট কার্ড প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। এ পরিচয়পত্রের ফটোকপি/পাইরেটেড কপি গ্রহণযােগ্য নয়।

মুক্তিযোদ্ধা জাতীয় পরিচয়পত্রে যে সুযোগ সুবিধা পাওয়া যাবে।

  1. ১পরিচয়পত্র  প্রদর্শন পূর্বক যুদ্ধাহত মুক্তিযােদ্ধাগণ সরকারী পরিবহনে (রেলওয়ে, বিআরটিসি-এর কোচ, বাস এবং জলযানে সর্বোচ্চ শ্রেণীতে) বিনা ভাড়ায় ভ্রমন করতে পারবেন।
  2. বাংলাদেশ বিমানের অভ্যস্তরীণ প্রতি রুটে (যাতায়াত) বছরে একবার এবং আন্তর্জাতিক যে কোন রুটে (ইকোনমি শ্রেনীতে) ভি.আই.পি, লাউন্স ব্যবহারসহ বিনা ভাড়ায় বছরে (যাতায়াত) দুইবার ভ্রমন করতে পারবেন।
  3. ইহা প্রদর্শন পূর্বক শুধুমাত্র যুদ্ধাহত মুক্তিযােদ্ধাদের বহনকারী গাড়ি ফেরী এবং ব্রীজে টোল ফ্রি চলাচল করতে পারবেন এবং ফেরীতে ভি,আই,পি, কেবিন ব্যবহার করতে পারবেন।
  4. পর্যটন কর্পোরেশনের হােটেল/মােটেলে বিনা ভাড়ায় দুই রাত্র বছরে একবার এবং জেলা পরিষদের ডাকবাংলােতে স্ব-পরিবারে ৪৮ ঘন্টা থাকতে পারবেন।
  5. এছাড়া বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে সুবিধা ভোগ করা যাবে।

মুক্তিযোদ্ধা পরিচয়পত্রের মেয়াদ কত দিন?

নাগরিক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ৫ বছর হলেও এই পরিচয়পত্রের মেয়াদ আজীবন বলবৎ থাকবে। ইহা চুরি বা হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জানাতে হবে। এই পরিচয়পত্রের ফটো কপি গ্রহণযােগ্য নহে। তাই সেবা পেতে হলে অবশ্যই অরিজিনাল কপি প্রদর্শন করতে হবে।

Freedom fighter Festival allowance । মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা কত?